Breaking




Friday, 15 September 2023

রাজ্যের বিভিন্ন ডিভিশনে ভারতীয় রেলে প্রচুর কর্মী নিয়োগ, বিস্তারিত তথ্য এক ক্লিকে পড়ে নিন

রাজ্যের বিভিন্ন ডিভিশনে ভারতীয় রেলে প্রচুর কর্মী নিয়োগ, বিস্তারিত তথ্য এক ক্লিকে পড়ে নিন

রাজ্যের বিভিন্ন ডিভিশনে ভারতীয় রেলে প্রচুর কর্মী নিয়োগ
রাজ্যের বিভিন্ন ডিভিশনে ভারতীয় রেলে প্রচুর কর্মী নিয়োগ
নমস্কার বন্ধুরা,
আজ আমরা তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি ভারতীয় পূর্ব রেলওয়ের একটি খুবই গুরুত্বপূর্ণ চাকরীর নিয়োগ নিয়ে, যেখানে রাজ্যের বেশ কয়েকটি ডিভিশনে বিপুল কর্মী নিয়োগ করা হবে। যে পদ গুলিতে রাজ্যের প্রতিটি জেলা থেকে সকলেই আবেদন করতে পারবে, আরও বিস্তারিত পড়তে নীচের প্রতিবেদনটি মনোযোগ সহকারে দেখে নাও এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে দাও। 

পদের নাম  :: Apprentice

পদের শ্রেণীবিভাগ  :: ফিটার, ওয়েল্ডার, মেকানিস্ট, কার্পেন্টার, প্রিন্টার, ফায়ারম্যান, ইলেকট্রিশিয়ান, টার্নার ইত্যাদি। 

মোট শূন্যপদ  :: ৩১১৫ টি

ডিভিশন অনুযায়ী শূন্যপদের বিন্যাস  :: 
  1. হাওড়া ডিভিশন - 659
  2. লিলুয়া ডিভিশন - 612
  3. শিয়ালদহ ডিভিশন - 440
  4. কাঁচরাপাড়া ওয়ার্কশপ- 187
  5. মালদা ডিভিশন - 138
  6. আসানসোল ডিভিশন - 412
  7. জামালপুর ওয়ার্কশপ- 667
শিক্ষাগত যোগ্যতা  :: উক্ত পদ গুলিতে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫০% নম্বর পেয়ে মাধ্যমিক পাশ সহ NCVT / SCVT স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডগুলিতে ITI Course করা থাকতে হবে।

বয়সসীমা  :: আবেদন করার জন্য প্রার্থীর বয়স লাগবে নুন্যতম ১৫ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবে।

মাসিক বেতন  :: বিজ্ঞপ্তিতে বেতনের কথা উল্লেখ নেই। 

আবেদন পদ্ধতি :: আবেদনে যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন মূল্য ::
  • General / OBC / EWS প্রার্থীদের আবেদন মূল্য ১০০ টাকা।
  • SC / ST / PwBD প্রার্থীদের কোনোরকম আবেদন মূল্য লাগবে না

গুরুত্বপূর্ণ তারিখ ::

আবেদন শুরু ২৭শে সেপ্টেম্বর ২০২৩
আবেদন শেষ ২৬শে অক্টোবর ২০২৩

গুরুত্বপূর্ণ লিংক ::

অফিশিয়াল নোটিফিকেশন Download Now
অফিশিয়াল ওয়েবসাইট Click Here




No comments:

Post a Comment