Breaking




Friday, 8 September 2023

গ্র্যাজুয়েশন পাশে SBI-তে প্রবেশনারি অফিসার নিয়োগ 2023, ২০০০টি শূন্যপদ

গ্র্যাজুয়েশন পাশে SBI-তে প্রবেশনারি অফিসার নিয়োগ 2023, ২০০০টি শূন্যপদ

গ্র্যাজুয়েশন পাশে SBI-তে প্রবেশনারি অফিসার নিয়োগ 2023
গ্র্যাজুয়েশন পাশে SBI-তে প্রবেশনারি অফিসার নিয়োগ 2023
সুপ্রিয় বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, SBI PO Recruitment 2023 Notification এই পোস্টটি সম্পর্কে। আমরা নীচে উক্ত পদে আবেদনের জন্য সমস্থ গুরুত্বপূর্ণ তথ্য খুবই সহজ ভাষায় তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাই তোমরা মনোযোগ সহকারে নীচের প্রতিবেদনটি দেখে নাও এবং উল্লেখিত নিয়মাবলী অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে দাও। 

পদের নাম  :: প্রবেশনারি অফিসার [Probationary Officer]

মোট শূন্যপদ  :: ২০০০ টি

শিক্ষাগত যোগ্যতা  :: আবেদনকারীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে।

বয়সসীমা  :: ১লা আগস্ট ২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সর্বোচ্চ বয়সে ছাড় পাবে।

মাসিক বেতন  :: ৪১,৯৬০ টাকা

আবেদন পদ্ধতি :: ইচ্ছুক প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগ পদ্ধতি  :: প্রার্থী নির্বাচন করা হবে ৩টি পদ্ধতির মাধ্যমে। ০১. প্রিলিমিনারি ০২. মেন ০৩. ইন্টারভিউর মাধ্যমে

আবেদন মূল্য ::
  • General / OBC / EWS প্রার্থীদের আবেদন মূল্য ৭৫০ টাকা।
  • SC / ST / PwBD প্রার্থীদের কোনোরকম আবেদন মূল্য লাগবে না।

গুরুত্বপূর্ণ তারিখ ::

আবেদন শুরু ৭ই সেপ্টেম্বর ২০২৩
আবেদন শেষ ২৭শে সেপ্টেম্বর ২০২৩

গুরুত্বপূর্ণ লিংক ::

অফিশিয়াল নোটিফিকেশন Download Now
আবেদন করার লিংক Click Here




No comments:

Post a Comment