বিভিন্ন ভাষায় রামায়ণের রচয়িতা তালিকা PDF || Writers of Ramayana in different languages
নমস্কার বন্ধুরা,
আমরা সকলেই জানি যে মূল রামায়ন লেখা হয়ছিলো সংস্কৃত ভাষায় যেটি লিখেছিলেন বাল্মীকি। এই সংস্কৃত ভাষায় লেখা রামায়ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষদের পক্ষে বুঝা সম্ভব নয়, তাই মূল রামায়নকে সকল ভাষাভাষী মানুষের বোধগম্য করে তোলার জন্য বিভিন্ন ভাষার লেখকগণ রামায়নকে নিজস্ব ভাষায় অনুবাদ করেছেন। আমরা এখন নীচে সেই বিভিন্ন ভাষায় রামায়ণের রচয়িতা দের নাম খুব সুন্দর ভাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো। যেখানে আমরা আলোচনা করবো ভাষা অনুযায়ী অনুবাদকদের নাম। তাই তোমরা অতি মনোযোগ সহকারে সম্পূর্ণ পোস্টটি দেখে নাও।
বিভিন্ন ভাষায় রামায়ণের রচয়িতা তালিকা
ভাষা | রচয়িতা |
---|---|
বাংলা রামায়ন | কৃত্তিবাস ওঝা |
সংস্কৃত রামায়ন | বাল্মীকি |
হিন্দি রামায়ন | তুলসী দাস |
ওড়িয়া রামায়ন | বলরাম দাস |
অসমীয়া রামায়ন | মাধব কন্ডালি |
মারাঠী রামায়ন | ভাবার্থ |
তেলেগু রামায়ন | রঙ্গনাথ |
কন্নড় রামায়ন | পম্পা |
তামিল রামায়ন | কম্ব |
প্রশ্নাবলী
❏ বাংলা ভাষায় রামায়ন কে লিখেছেন ?
Ans ::কৃত্তিবাস ওঝা
❏ সংস্কৃত ভাষায় রামায়ন কে লিখেছেন ?
Ans ::বাল্মীকি
❏ হিন্দি ভাষায় রামায়ন কে লিখেছেন ?
Ans ::তুলসী দাস
❏ ওড়িয়া ভাষায় রামায়ন কে লিখেছেন ?
Ans ::বলরাম দাস
❏ অসমীয়া ভাষায় রামায়ন কে লিখেছেন ?
Ans ::মাধব কন্ডালি
❏ মারাঠী ভাষায় রামায়ন কে লিখেছেন ?
Ans ::ভাবার্থ
❏ তেলেগু ভাষায় রামায়ন কে লিখেছেন ?
Ans ::রঙ্গনাথ
❏ কন্নড় ভাষায় রামায়ন কে লিখেছেন ?
Ans ::পম্পা
❏ তামিল ভাষায় রামায়ন কে লিখেছেন ?
Ans :: কম্ব
বিভিন্ন ভাষায় রামায়ণের রচয়িতা PDF-টি বিনামূল্যে সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: বিভিন্ন ভাষায় রামায়ণের রচয়িতা
File Format: PDF
No. of Pages: 01
File Size: 137 KB
No comments:
Post a Comment