Breaking




Saturday, 2 September 2023

উচ্চ মাধ্যমিক পাশে দিল্লি পুলিশ কনস্টেবল নিয়োগ 2023, শূন্যপদ ৭৫৪৭টি

উচ্চ মাধ্যমিক পাশে দিল্লি পুলিশ কনস্টেবল নিয়োগ 2023, শূন্যপদ ৭৫৪৭টি

দিল্লি পুলিশ কনস্টেবল নিয়োগ 2023
দিল্লি পুলিশ কনস্টেবল নিয়োগ 2023
ডিয়ার স্টুডেন্টস,
আজকে তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি দুর্দান্ত একটি চাকরীর খবর নিয়ে, যে খবরটি পড়ার পর আশা করছি তোমরা খুব আনন্দিত হবে বিশেষ করে যারা পুলিশের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো। ইতিমধ্যে দিল্লি পুলিশ কনস্টেবল নিয়োগ 2023 বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। যে পদে মিনিমাম শিক্ষা যোগ্যতায় প্রচুর শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হচ্ছে, যে পদের জন্য পশ্চিমবঙ্গ তথা ভারতের যে কোন রাজ্য থেকে নারী পুরুষ উভয়েই আবেদন করতে পাবে। 
আমরা এখন নীচে আলোচনা করলাম এই পদে আবেদনের জন্য কি কি নিয়মাবলী আছে। তাই তোমরা এখন নীচের প্রতিবেদনটি খুব মনোযোগ সহকারে পড়ে নাও এবং উল্লেখিত সময়ের মধ্যে আবেদন করে দাও। 

দিল্লি পুলিশ কনস্টেবল নিয়োগ 2023

পদের নাম Delhi Police Constable (Executive) Male and Female

মোট শূন্যপদ ➥ ৭৫৪৭ টি

শূন্যপদের বিন্যাস ➥ UR - ৪৫৫টি, EWS - ৮১০টি, OBC - ৪২৯টি, SC - ১৩০১টি, ST - ৪৫২টি

শিক্ষাগত যোগ্যতা ➥ প্রার্থীকে আবেদন করার জন্য যেকোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে।

বয়সসীমা ➥ আবেদনকারী প্রার্থীর বয়স ১লা জুলাই ২০২৩ তারিখ অনুযায়ী ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারী নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন ➥ ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত।

আবেদন পদ্ধতি ➥ ইচ্ছুক প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগ পদ্ধতি ➥ প্রার্থী নির্বাচন করা হবে ৪টি ধাপের মাধ্যমে। যেমন - ০১. প্রিলিমিনারি পরীক্ষা, ০২. শারীরিক পরিমাপ ও শারীরিক দক্ষতা পরীক্ষা, ০৩. মেন পরীক্ষা  ০৪. পার্সোনালিটি টেস্ট

আবেদন মূল্য ➥ 
UR এবং OBC প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা। 
Female, SC, ST এবং EWS প্রার্থীদের ক্ষেত্রে কোন আবেদন মূল্য লাগবে না।

গুরুত্বপূর্ণ তারিখ ➥ 

আবেদন শুরু ১লা সেপ্টেম্বর ২০২৩
আবেদন শেষ ৩০শে সেপ্টেম্বর ২০২৩

 গুরুত্বপূর্ণ লিংক ➥ 

অফিশিয়াল নোটিফিকেশন Download Now
অফিশিয়াল ওয়েবসাইট Click Here



No comments:

Post a Comment