ISRO লঞ্চ করলো ভারতের প্রথম সৌর মিশন আদিত্য এল-১ || কত খরচ ? || কি কি তথ্য দেবে এই যান ?
![]() |
ISRO লঞ্চ করলো ভারতের প্রথম সৌর মিশন আদিত্য এল-১ || কত খরচ ? || কি কি তথ্য দেবে এই যান ? |
ডিয়ার ভারতবাসী,
আমরা সকলেই জানি যে গত ১৪ই জুলাই ২০২৩ তারিখে ISRO সাফল্যের সঙ্গে চাঁদের উদ্দেশে পাঠিয়েছে চন্দ্রযান-৩। যে মিশনটির সাফল্যের জন্য দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং যেটি সফল হয়ে ভারতের নাম গোটা বিশ্বের কাছে ছড়িয়ে দিয়েছে। এখন ISRO-এর হাতে অনেক গুলি প্রজেক্ট আছে যে গুলি ২০২৩-২০২৪ সালের মধ্যে লঞ্চ করানো হবে এবং আরও একটি বড়ো প্রজেক্ট আছে যেটি ২০৩১ সালে লঞ্চ করানো হবে।
কবে লঞ্চ করা হল আদিত্য এল-১ ?
প্রথমে ইসরোর সৌর মিশন আদিত্য এল-১ লঞ্চ হবার কথা ছিলো ২০২০ সালে কিন্তু করোনা অতিমারির জন্য পিছিয়ে গিয়েছিল এবং যে ঠিক করা হয় ২০২৩ সালে লঞ্চ করা হবে। সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ অর্থাৎ ২রা সেপ্টেম্বর ২০২৩ তারিখে সকাল ১১.৫০ মিনিটে লঞ্চ করা হল, আদিত্য এল-১।
সৌর মিশন আদিত্য এল-১ খরচ কত ?
সৌর মিশন আদিত্য এল-১ মিশনের খরচ আনুমানিক ৪০০ কোটি টাকা।
কথা থেকে লঞ্চ করা হল আদিত্য এল-১ ?
অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে।
কি কি তথ্য দেবে আদিত্য এল-১ ?
'আদিত্য এল-১' কে একটি PSLV (পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল)-র মাধ্যমে মহাকাশে পাঠানো হবে। ধরা হয়েছে, লঞ্চের পর থেকে অন্তত ৪ মাস সময় লাগবে এর নিজের গন্তব্যে পৌঁছতে।সান-আর্থ সিস্টেমের হ্যালো অরবিটের ল্যাগরেঞ্জ পয়েন্টে-১ (L-1)-এর সন্নিহিত অঞ্চলে যাবে এই আদিত্য। যেটিকে পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরত্বে এল-১ কক্ষপথে অবস্থান করানো হবে। ইসরোর বিজ্ঞানীরা মনে করছেন এই এল-১ পয়েন্ট থেকে সূর্যের উপর 'নজরদারি' চালানো অনেকটাই সহজ হবে, সেই কারণে এই এল-১ পয়েন্টটিকে বেছে নেওয়া হয়েছ।
ইসরোর তরফে জানানো হয়েছে, এই মিশনের উদ্দেশ্য সৌরজগৎ নিয়ে তথ্য অনুসন্ধান করার। যদি এই অভিযান সফল হয় তবে সৌরমণ্ডল ও পৃথিবীর পরিবেশের উপর সূর্যের ঠিক কী প্রভাব পড়ে সেই সম্পর্কিত বহু তথ্য সামনে আসবে।
No comments:
Post a Comment