Breaking




Sunday, 3 September 2023

ফুড সাব ইন্সপেক্টর জেনারেল স্টাডিজ প্রশ্ন উত্তর PDF

ফুড সাব ইন্সপেক্টর জেনারেল স্টাডিজ প্রশ্ন উত্তর PDF || Food SI General Studies Question Answers PDF

ফুড সাব ইন্সপেক্টর জেনারেল স্টাডিজ প্রশ্ন উত্তর
ফুড সাব ইন্সপেক্টর জেনারেল স্টাডিজ প্রশ্ন উত্তর
ডিয়ার স্টুডেন্টস,
তোমরা যারা Food SI পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো, আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি ফুড সাব ইন্সপেক্টর জেনারেল স্টাডিজ প্রশ্ন উত্তর PDF. এই পোস্টটি উক্ত পরীক্ষার জন্য দারুন উপযোগী একটি পোস্ট। আমরা এই পোস্টটির মধ্যে দিয়েছি ৫০টি বাছাই করা জেনারেল স্টাডিজ প্রশ্ন উত্তর যে প্রশ্ন গুলি তোমাদের উক্ত পরীক্ষার জন্য কাজে আসবেই। 
অতএব সময় নষ্ট না করে অবিলম্বে নীচে দেওয়া প্রশ্ন গুলি খুব মনোযোগ সহকারে খুব ভালোভাবে পড়ে নাও এবং নিজেকে এই পরীক্ষার জন্য সঠিক ভাবে প্রস্তুত করে তোল।

ফুড সাব ইন্সপেক্টর জেনারেল স্টাডিজ প্রশ্ন উত্তর

পাতার সবুজ বর্ণের জন্য দায়ী কে ?
Ans :: ক্লোরোফিল 

 BCG টিকা কোন রোগের প্রতিষেধক ? 
Ans :: যক্ষা 

 হার্ট অ্যাটাকের কারণ কি ?
Ans :: রক্তে কোলেস্টেরল 

 জিন কি ?
Ans :: বংশগতির একক 

 গোবর গ্যাসের মুখ্য উপাদান কি ?
Ans :: মিথেন 

 রিকেট রোগের সঙ্গে জড়িত কি ?
Ans :: হাড় 

 মানবদেহের বৃহৎ পেশিটি রয়েছে কোথায় ?
Ans :: কোমরে 

 কুষ্টের জন্য দায়ী ব্যাকটেরিয়া হল কি ?
Ans :: মাইকোব্যাকটেরিয়াম 

 টাইফয়েড জ্বরের জন্য দায়ী ব্যাকটেরিয়া হল ?
Ans :: সালমোনেল্লা 

 মানবদেহের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত ?
Ans :: 46 

 ভার্মি কম্পোস্ট নিম্নলিখিত কোন প্রাণীকে ব্যবহার করে তৈরি হয় ?
Ans :: কেঁচো 

 ফিমার হাড় টি পাওয়া যায় কোথায় ?
Ans :: পা এ 

 উদ্দীপনার জন্য দায়ী কোন গ্রন্থি ?
Ans :: অ্যাড্রিনাল গ্রন্থি 

 একটি সুস্থ মানব দেহে রক্তের পরিমাণ কত লিটার ?
Ans :: 5 - 6 লিটার 

 এন্টামিবা জিঞ্জিবালিস পাওয়া যায় কোথায় কোথায় ?
Ans :: মুখগহরের পশ্চাদ্বর্তী লতিতে 

 যে ভিটামিন খুব সহজে মানবদেহের সংশ্লেষিত হয় তা হল ?
Ans :: ভিটামিন D 

 কোনটি কে কোষের শক্তিঘর বলা হয় ?
Ans :: মাইটোকনড্রিয়া কে 

 বৃক্ষের কার্যকারী একক হল কি ?
Ans :: নেফ্রন 

 মানব রক্তের লাল বর্ণের জন্য দায়ী কি ?
Ans :: হিমোগ্লোবিন 

 কোন রোগ নির্ণয়ের জন্য এলিজা পরীক্ষা হয় ?
Ans :: AIDS 

 পেশির ক্লান্তির জন্য দায়ী কে ?
Ans :: পাইরুভিক এসিড 

 অ্যালজাইমার রোগ কি ?
Ans :: মস্তিষ্কের রোগ 

 সামুদ্রিক আগাছা থেকে কি পাওয়া যায় ?
Ans :: আয়োডিন 

 অ্যান্টি বডি উৎপাদনের জন্য দায়ী কোষ হলো ?
Ans :: লিম্ফোসাইট 

 অধিক উচ্চতায় ওড়ার সময় পাখিদের শ্বাসকার্যে কোনো সমস্যা হয় না কেন ?
Ans :: পাখিদের অতিরিক্ত বায়ু থলি থাকে 

 AB শ্রেণির রক্ত ধারী ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে রক্তদান করতে পারবে যদি সেই ব্যক্তির রক্তের শ্রেণী হবে ?
Ans :: AB 

 লোহিত রক্ত কণিকার আকার কেমন ?
Ans :: উভ অবতল 

 জমা জলে মশার উপদ্রব কমাতে কেরোসিন তেল ঢালা হয় কারণ কি ?
Ans :: এটি লার্ভাদের শ্বাসরোধ করে 

 কোনটি সর্ববৃহৎ স্তন্যপায়ী প্রাণী ?
Ans :: নীল তিমি 

 বেরিবেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয় ?
Ans :: ভিটামিন B1 

 পাউরুটি চিবোনোর পর মিষ্টি মনে হয় তার কারণ কি ?
Ans :: কার্বোহাইড্রেট শর্করার রূপান্তরিত হয় 

 কোন শ্রেণীর রক্ত A শ্রেণির রক্তধারী ব্যক্তিকে দেয়া যেতে পারে ?
Ans :: A এবং B 

 মানব শরীরের অ্যালকোহলের কি প্রভাব পড়ে ?
Ans :: এটি সংবেদনশীলতা কমায় 

 ভারতীয় গরুর দুধে ক্যারোটিন উপস্থিত থাকায় কী গঠিত হয় ?
Ans :: হলুদ বর্ণ 

 সম্পূর্ণ স্মৃতিভ্রম বলতে বোঝায় কি ?
Ans :: অ্যামনেসিয়া 

 রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন ?
Ans :: ভিটামিন K 

 মৌমাছি এবং মাছি কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত ?
Ans :: পতঙ্গ 

 বর্ণান্ধতার সঙ্গে জড়িত ?
Ans :: বংশগতি 

 কোন অঙ্গ কে মানবদেহের ব্লাডব্যাংক বলা হয় ?
Ans :: প্লীহা 

 কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে ?
Ans :: সিঙ্কোনা গাছ থেকে 

 মানব মস্তিষ্কের ওজন কত গ্রাম ?
Ans :: 1400 গ্রাম 

 পাচক রসে কোন এসিড থাকে ?
Ans :: হাইড্রোক্লোরিক অ্যাসিড 

 কিসের দ্বারা কলেরা রোগ ছড়াই ?
Ans :: ব্যাকটেরিয়া দ্বারা 

 এইডস রোগ প্রতিরোধের চেষ্টায় বহুল ব্যবহৃত ওষুধ হলো কি ?
Ans :: জিডোভুডিন 

 2,4 এবং 8 টি কোশের সমাহারে গঠিত কলা হলো ?
Ans :: তরুণাস্থি 

 কোন ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় ?
Ans :: ভিটামিন A 

 কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ?
Ans :: ভিটামিন C 

 কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় ? 
Ans :: ভিটামিন D 

 কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয় ?
Ans :: ভিটামিন B1 

 রক্তের জমাট বাঁধতে বাধা প্রদানকারী রাসায়নিক পদার্থ হল ?
Ans :: হেপারিন 

ফুড সাব ইন্সপেক্টর জেনারেল স্টাডিজ প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: ফুড সাব ইন্সপেক্টর জেনারেল স্টাডিজ প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  224 KB   


No comments:

Post a Comment