Breaking




Friday, 15 September 2023

দিল্লি পুলিশ কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর PDF || Delhi Police Constable GK Question Answers PDF

দিল্লি পুলিশ কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর PDF || Delhi Police Constable GK Question Answers PDF

দিল্লি পুলিশ কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর
দিল্লি পুলিশ কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর 
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমরা দিল্লি পুলিশ কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যে পোস্টটির মধ্যে উক্ত পরীক্ষার উপযোগী ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া আছে, যে প্রশ্ন গুলি তোমরা অবশ্যই পড়ে রাখবে এবং পারবে PDF-টিও সংগ্রহ করে রাখতে পারো, যাতে অসময়ে কাজে আসতে পারে। 
আমরা নীচের প্রশ্ন গুলি SAQ ফরম্যাটে এবং PDF-টির মধ্যে MCQ ফরম্যাটে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, জাতে তোমাদের সবরকম প্রশ্নের ধরন সম্পর্কে ধারনা তৈরি হয়, অতএব তোমরা তাড়াতাড়ি নীচের প্রশ্ন গুলি খুব মনোযোগ সহকারে পড়ে নাও। 

দিল্লি পুলিশ কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর 

০১. আর্কওয়ার্ক কমিশন কি উদ্দেশ্যে গঠিত হয়েছিল ?
Ans :: রেল 

০২. সারা বিশ্বের ব্যাংক ব্যবস্থার উদ্দেশ্যে কোন কমিটি গঠিত হয়েছিল ?
Ans :: খান কমিটি 

০৩. চেলিয়া কমিটি কিসের জন্য গঠিত হয় ?
Ans :: কর সংস্কারের জন্য 

০৪. রিটা (RITA) কোন্ দেশের সংবাদ সংস্থা ?
Ans :: রাশিয়া 

০৫. কায়রোর সংবাদ এজেন্সী কি নামে পরিচিত ?
Ans :: মিডল ইষ্ট এজেন্সী 

০৬. চীনা টাইম্স কোন দেশের পত্রিকা ?
Ans :: তাইওয়ান 

০৭. পাকিস্তানের পত্রিকাটি কি নামে পরিচিত ?
Ans :: ডন 

০৮. অল হায়ত পত্রিকাটি কোথায় প্রকাশিত হয় ?
Ans :: বেইরুট 

০৯. জালালউদ্দীন মহম্মদ কি নামে পরিচিত ছিলেন ?
Ans :: বাবর 

১০. সুলতান মামুদ কি নামে পরিচিত ছিলেন ?
Ans :: বাতাশিকন 

১১. প্রথম বাঙ্গালী মহিলা পাইলটের নাম কি ?
Ans :: দূর্বা বন্দোপাধ্যায় 

১২. ১৯৬৯-৭১ পর্য়ন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী কে ছিলেন ?
Ans :: অজয় কুমার মুখার্জ্জী 

১৩. ১৯৮১-৮৩ সাল পর্য়ন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে ছিলেন ?
Ans :: ভৈরব দত্ত পাণ্ডে 

১৪. এ. এল. ডায়াস কোন সময়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন ?
Ans :: ১৯৭১-৭৭ সাল 

১৫. কোন বাঙ্গালী প্রথম স্থলবাহিনীর প্রধান পদে যোগ দিয়েছিলেন ?
Ans :: জয়ন্ত চৌধুরী 

১৬. কোন বাঙ্গালী প্রথম সেনাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়ে ছিলেন ?
Ans :: সুরেশচন্দ্র বিশ্বাস 

১৭. পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রীসভায় বানিজ্য, শ্রম ও শিক্ষামন্ত্রী হিসেবে কে নির্বাচিত হযেছিলেন ?
Ans :: সুরেশচন্দ্র ব্যনার্জী 

১৮. পশ্চিমবঙ্গের প্রথম কে রিজার্ভ ব্যঙ্কের গভর্নর হিসেবে কে নিযুক্ত হযেছিলেন ?
Ans :: পরেশ ভট্টাচার্য্য 

১৯. কার সময়ে ভুটান যুদ্ধ সংঘঠিত হয ?
Ans :: স্যার জন লরেন্স 

২০. কার আমলে মদনমোহন মালব্য ও অন্যরা হিন্দূ মহাসভা প্রতিষ্ঠা করেছিলেন ?
Ans :: দ্বিতীয় লর্ড হার্ডিঙ্গ 

২১. কার আমলে বিশ্ববিদ্যালয় সংস্কারের জন্য রাচেল কমিশন হয়েছিল ?
Ans :: লর্ড কার্জন 

২২. ভারতের জাতীয় পতাকার ছবি কবে প্রথম ডাকটিকিটে স্থান পেয়েছিল ?
Ans :: ১৯৪৭ সালের ২১শে নভেম্বর 

২৩. ভারতের জাতীয় সঙ্গীত কত সালে প্রকাশিত হয় ?
Ans :: ১৮৮৪ সাল 

২৪. সিকিমের প্রধান ভাষা কি ?
Ans :: ভুটিয়া, লেপচা, নেপালী

২৫. হিমাচল প্রদেশের আয়তন কত বর্গ কিমি ?
Ans :: ৪৫,৬৭৩ বর্গ কিমি 

২৬. অন্ধ্রপ্রদেশ মোট কটি জেলার সমষ্টি ?
Ans :: ২৩ 

২৭. কোন্ রাজ্য ৩০টি জেলার সমষ্টি নিয়ে গঠিত ?
Ans :: ওড়িশা 

২৮. সর্বনিম্ন লিঙ্গানুপাত বিশিষ্ট রাজ্য কোনটি ?
Ans :: হরিয়ানা 

২৯. সবচেয়ে বেশী জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি ?
Ans :: বিহার 

৩০. মোরারজী দেশাই-এর সমাধিস্থলটি কোথায় অবস্থিত ?
Ans :: অজয়ঘাট 

৩১. ডঃ রাজেন্দ্র প্রসাদ-এর সমাধিস্থলটি কোথায় অবস্থিত ?
Ans :: মহাপ্রয়ান ঘাট 

৩২. কাবুলে কোন্ ব্যক্তির সমাধিস্থল অবস্থিত ?
Ans :: বাবর 

৩৩. “স্বরাজ আমার জন্মগত অধিকার” - কথাটি কে বলেছিলেন ?
Ans :: বাল গঙ্গাধর তিলক 

৩৪. “জয় জওয়ান জয় কিসান” - এই বিখ্যাত উক্তিটি কার ?
Ans :: লাল বাহাদুর শাস্ত্রী 

৩৫. ভারতের প্রথম শহীদ কে ?
Ans :: চাপেকার ভ্রাতৃদ্বয় 

৩৬. ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সমাধিস্থল কোথায় অবস্থিত ?
Ans :: শক্তিস্থল 

৩৭. ইন্ডিয়ান মিলিটারী অ্যকাডেমী কোথায় অবস্থিত ?
Ans :: দেরাদুন (উত্তরাঞ্চল) 

৩৮.  আর্মি স্কূল অব ফিজিকল ট্রেনিং সেন্টার কোথায় অবস্থিত ?
Ans :: পুনে (মহারাষ্ট্র)

৩৯. নাভাল অ্যকাডেমী কোথায় অবস্থিত ?
Ans :: কোচি (কেরল) 

৪০. ভারতীয় সেনাবাহিনীর ডাক নাম কী ?
Ans :: জওয়ান 

৪১. টিপিক্যাল আমেরিকান নাগরিকদের কি নামে ডাকা হয় ?
Ans :: জিতাই 

৪২. জেনারেল এস. এম. শ্রীগণেশ কত সাল থেকে কত সাল পর্যন্ত ভারতীয় সেনা প্রধান পদে নিয়ুক্ত ছিলেন ?
Ans :: ১৯৫৫-৫৭ 

৪৩. এলিমেন্টরী ফ্লাইং স্কূল কোথায় অবস্থিত ?
Ans :: বিদর (মহারাষ্ট্র) 

৪৪. ১৯৭৫-৭৮ সাল পর্যন্ত কে ভারতীয় সেনা প্রধান পদে নিয়ুক্ত ছিলেন ?
Ans :: জেনারেল টি. এন. রায়না 

৪৫. অক্টোবর ২০০১- ডিসেম্বর ২০০২ সাল পর্যন্ত কে ভারতীয় সেনা প্রধান পদে নিয়ুক্ত ছিলেন ?
Ans :: জেনারেল এস. পদ্মনাভন 

৪৬. কত সালে গ্যালিলিও বৃহস্পতির চতুর্থ উপগ্রহ গ্যানিমিডকে আবিষ্কার করেন ?
Ans :: ১৬১০ সাল 

৪৭. কত সালে পূর্ব পাকিস্তানের নাম বদলে বাংলাদেশ রাখা হয় ?
Ans :: ১৯৭২ সাল 

৪৮. কত সালে ডন কুইকজোট প্রকাশিত হয় ?
Ans :: ১৬০৫ সাল 

৪৯. কত সালে বাবরিঘাটের যুদ্ধে আফগানরা মারাঠাদের পরাজিত করে ?
Ans :: ১৭৬০ সাল 

৫০. মিশরে তুতেন খামেনের সমাধি কবে আবিষ্কৃত হয় ?
Ans :: ১৯২৪ সালের ৩রা জানুয়ারী 

দিল্লি পুলিশ কনস্টেবল GK প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন

File Details :: 

File Name: দিল্লি পুলিশ কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  222 KB   


No comments:

Post a Comment