Breaking




Tuesday, 12 September 2023

দিল্লি পুলিশ কনস্টেবল প্রশ্ন উত্তর PDF

দিল্লি পুলিশ কনস্টেবল প্রশ্ন উত্তর PDF || Delhi Police Constable Question Answers PDF

দিল্লি পুলিশ কনস্টেবল প্রশ্ন উত্তর PDF
দিল্লি পুলিশ কনস্টেবল প্রশ্ন উত্তর PDF
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি, দিল্লি পুলিশ কনস্টেবল প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি নিয়ে। যে পোস্টটির মধ্যে থাকছে উক্ত পরীক্ষার জন্য বাছাই করা সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর। যে প্রশ্ন গুলি আমরা বিগত সালের প্রশ্নপত্র অনুসরণ করে বানিয়েছি এবং যে প্রশ্ন গুলি দেখার পর আশা করছি বুঝতে পারবে দিল্লি পুলিশ পরীক্ষায় কি ধরের জিকে প্রশ্ন আসে।
অতএব আর দেরি না করে অবিলম্বে নীচের দেওয়া প্রশ্ন গুলি খুব মনোযোগ সহকারে দেখে নাও এবং নিজেকে সথিকা ভাবে উক্ত পরীক্ষার জন্য প্রস্তুত করে তোল। 

দিল্লি পুলিশ কনস্টেবল প্রশ্ন উত্তর

❒ কাকে ই-মেইল এর জনক বলা হয় ?
উত্তর :: টমলিন- সন 

❒ স্বাধীন ভারতের প্রথম রেল মন্ত্রীর নাম কি ?
উত্তর :: জনমাথাই 

❒ মিতাক্ষরা বইটি কার লেখা ?
উত্তর :: বিজ্ঞানেশ্বর 

❒ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় ?
উত্তর :: আমেদাবাদ কে 

❒ ব্যাঙাচির শ্বাস অঙ্গ কোনটি ?
উত্তর :: ফুলকা 

❒ নওরোজ উৎসব টি কোন রাজ্যে হয় ?
উত্তর :: জম্বু ও কাশ্মীর 

❒ মহাকুম্ভ মেলা কত বছর অন্তর হয় ?
উত্তর :: 4 বছর

❒ রামপ্রসাদ বিসমিল কোন মামলার সঙ্গে যুক্ত ?
উত্তর :: কাকোরি ষড়যন্ত্র মামলা 

❒ কোন ভিটামিনের অভাবে অস্টিওম্যালেসিয়া রোগ হয় ?
উত্তর :: ভিটামিন-D 

❒ জুবিন মেহতা নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে বিশেষভাবে জড়িত ?
উত্তর :: ভায়োলিন বা বেহালা 

❒ পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা কত সাল থেকে শুরু হয় ?
উত্তর :: 1978 সাল 

❒ কোথায় 1857 সালের মহাবিদ্রোহের কোন প্রভাব পড়েনি ?
উত্তর :: মাদ্রাজে 

❒ মহাবিষুব কোন দিনটিতে হয় ?
উত্তর :: 21 মার্চ 

❒ সম্প্রতি কোন দেশে গর্ভপাতকে আইন সিদ্ধ করা হলো ?
উত্তর :: আয়ারল্যান্ড 

❒ হাইড্রোজেনের একটি আইসোটোপ হলো -
উত্তর :: ডয়টেরিয়াম 

❒ সেলসিয়াস স্কেলে পরমশূন্য উষ্ণতা কত ?
উত্তর :: -273 ডিগ্রী সেলসিয়াস 

❒ "গজগামিনী" চিত্রটি কার আঁকা ?
উত্তর :: ফিদা হুসেন 

❒ ইয়েলো রেভ্যুলেশন এর সঙ্গে কোনটি যুক্ত ?
উত্তর :: তৈলবীজ 

❒ " I am loyal to English because I love self rule " কার উক্তি ? 
উত্তর :: বিপিন চন্দ্র পাল 

❒ 'My Captive Lady'  বইটির লেখক কে ?
উত্তর :: মাইকেল মধুসূদন দত্ত 

❒ কত সালের পঞ্চায়েত ই অ্যাক্ট এর মাধ্যমে মহিলাদের আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে ?
উত্তর :: 1992 

❒ রাজা রামমোহন রায়কে কে রাজা উপাধি দেন ?
উত্তর :: দ্বিতীয় আকবরশাহ 

❒ সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সেকেন্ড সময় লাগে। ?
উত্তর :: 8 মিনিট 17 সেকেন্ড 

❒ আলেয়া সৃষ্টিতে দায়ী জৈব গ্যাস কি হলো কোনটি ?
উত্তর :: বৈকাল 

❒ সাম্বার লেকটি কোথায় অবস্থিত ?
উত্তর :: রাজস্থান 

❒ রবীন্দ্রনাথকে কে ভারত পথিক হিসাবে অভিহিত করেন ?
উত্তর :: রাজা রামমোহন রায় 

❒ কার্বন এর শতকরা পরিমাণ সবথেকে কম থাকে কোন লোহতে ।
উত্তর :: পেটা লোহাতে 

❒ গ্রন্থসাহেব কাদের ধর্মগ্রন্থ ?
উত্তর :: শিখদের

❒ মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকাল কত বছর 
উত্তর :: 6 বছর 

❒ ফরাজী শব্দের অর্থ কি ?
উত্তর :: আল্লাহর আদেশ 

❒ ফোবাস ও ডিমাস কোন গ্রহের উপগ্রহ ?
উত্তর :: মঙ্গল গ্রহের 

❒ গাজর, টমেটো, পাকা পেঁপে, প্রভৃতি খাদ্য যে ভিটামিন পাওয়া যায় সেটি হল ?
উত্তর :: ভিটামিন A 

❒ জম্মু ও কাশ্মীরে কত সালে সংবিধান প্রবর্তিত হয় ?
উত্তর :: 1957 সালে 

❒ ভারতের তৈরি প্রথম যাত্রীবাহী বিমান কোনটি ?
উত্তর :: সারস 

❒ কোন বিশ্ববিদ্যালয়টি " গোলদিঘির গোলামখানা " নামে পরিচিত ?
উত্তর :: কলকাতা বিশ্ববিদ্যালয় 

❒ সোডিয়াম কার্বনেট হল একটি ?
উত্তর :: শমিত লবণ 

❒ হাবানা কোথাকার রাজধানী ?
উত্তর :: কিউবা 

❒ কোন রাজ্যের বিধানসভার সদস্য সংখ্যা সর্বাধিক ?
উত্তর :: উত্তর প্রদেশ 

❒ ' ঈশ্বর যদি অস্পৃশ্যতা সহ্য করেন আমি তবে কোন মতেই তাকে ঈশ্বর বলে স্বীকার করব না " উক্তিটি কার ?
উত্তর :: তিলক 

❒ ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধের বায়ুর গতি কোন দিকে ?
উত্তর :: ডানদিকে 

❒ একটি বিষম বহুভুজের অন্তঃকোন ও বহিঃ কোনের সমষ্টি 1620 ডিগ্রি হলে উহার বাহু সংখ্যা কত হবে ?
উত্তর :: 9 

❒ 2022 সালে ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়ে ছিল ?
উত্তর :: কাতার 

❒ মানুষের দেহের মোট শক্তির চাহিদার বেশিরভাগটাই কে সরবরাহ করে ?
উত্তর :: কার্বোহাইড্রেট 

❒ লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর :: শতদ্রু 

❒ কমলালেবুর শহর বলতে আমরা কোন শহরকে বুঝি ?
উত্তর :: নাগপুর 

❒ অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন কে গঠন করেন ?
উত্তর :: ডিরোজিও

❒ অম্লরাজ গাঢ় HNO3 এবং গাঢ় HCL এর আয়তন ভিত্তিক অনুপাত হল ?
উত্তর :: 1:3 

❒ অষ্টক সূত্রের প্রবক্তা হলেন কে ?
উত্তর :: নিউ ল্যান্ড

দিল্লি পুলিশ কনস্টেবল প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন

File Details :: 

File Name: দিল্লি পুলিশ কনস্টেবল প্রশ্ন উত্তর 

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  222 KB   


No comments:

Post a Comment