পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট বিজ্ঞপ্তি 2023 || West Bengal Primary TET Notification 2023
নমস্কার বন্ধুরা,
আজ এই কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে, পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট বিজ্ঞপ্তি 2023.আমরা এখন সেই বিজ্ঞপ্তিটির সম্পূর্ণ তথ্য গুলি সংক্ষিপ্ত আকারে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাই তোমরা এখন মনোযোগ সহকারে প্রাইমারি টেট বিজ্ঞপ্তি 2023 সম্পর্কে আমরা যে প্রতিবেদনটি শেয়ার করছি সেটা দেখে নাও।
পদের নাম :: অ্যাসিস্ট্যান্ট টিচার (ক্লাস ১-৫)
মোট শূন্যপদ :: শুন্যপদের সংখ্যা নোটিশে উল্লেখ করা হয়নি।
শিক্ষাগত যোগ্যতা ::
৫০% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে দু বছরের ডি.এল.ড কোর্স।
বিঃ দ্রঃ -
- চলতি শিক্ষাবর্ষের ডি.এল.ড কোর্সের ছাত্রছাত্রীরাও আবেদন করতে পারবে, তবে ইন্টারভিউ দিতে গেলে কোর্স কমপ্লিট হওয়া বাধ্যতামূলক।
- বি.এড কোর্সের ছাত্রছাত্রীরা কোন ভাবে আবেদন করতে পারবেনা।
বিশেষ সুবিধা :: কেবলমাত্র উচ্চমাধ্যমিক পাশের ক্ষেত্রে SC, ST, OBC-A, OBC-B, EC, PH, এবং DH ক্যাটাগরির ছাত্রছাত্রীরা ৫০% এর বদলে ৪৫% পর্যন্ত ছাড় পাবে অর্থাৎ ৫% ছাড় পাবে।
বয়সসীমা :: প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি :: প্রার্থীরা কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।
নিয়োগ পদ্ধতি :: প্রার্থী নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে।
আবেদন মূল্য ::
General দের | ৫০০ টাকা |
OBC-A / OBC-B দের | ৪০০ টাকা |
SC/ST/DAC/EC দের | ২৫০ টাকা |
গুরুত্বপূর্ণ তারিখ ::
আবেদন শুরু | ১৪ই সেপ্টেম্বর ২০২৩ |
আবেদন শেষ | ৪ঠা অক্টোবর ২০২৩ |
গুরুত্বপূর্ণ লিংক ::
অফিশিয়াল নোটিফিকেশন | Download Now |
অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
আরও পড়ুন - পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট সিলেবাস ২০২৩
No comments:
Post a Comment