Breaking




Monday, 19 June 2023

নতুন করে আধার কার্ড আপডেট,কেন্দ্র সরকারের বড়ো ঘোষণা

নতুন করে আধার কার্ড আপডেট,কেন্দ্র সরকারের বড়ো ঘোষণা

নতুন করে আধার কার্ড আপডেট,কেন্দ্র সরকারের বড়ো ঘোষণা
নতুন করে আধার কার্ড আপডেট,কেন্দ্র সরকারের বড়ো ঘোষণা
ডিয়ার ভারতবাসী,
আমারা আজকে তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি আধার কার্ড সংক্রান্ত একটি জরুরি খবর নিয়ে। আমরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, কেন্দ্র সরকারের ঘোষণা অনুযায়ী আধার কার্ড আপডেট সংক্রান্ত সম্পূর্ণ জরুরি খবরটি নিয়ে। 

কেন্দ্র সরকার কয়েক মাস আগে থেকেই ঘোষণা করেছে আধার কার্ড আপডেটের কথা, যে ঘোষণায় বলা হয়েছিলো যাদের আধার কার্ড গুলি ১০ বছরের পুরানো অর্থাৎ যাদের আধার গুলি ২০১৩ সালে তৈরি তাদের আধার গুলি সাপটিং ডকুমেন্ট দিয়ে আপডেট করতে হবে। কেন্দ্র এটাও ঘোষণা করে ১৪ই জুন ২০২৩ তারিখের মধ্যে আপডেট করে নিতে হবে, তবে আবার সেই তারিখ বাড়ানো হয়। তারিখ বাড়িয়ে করা হয় ১৪ই সেপ্টেম্বর ২০২৩ তারিখ। যদি কেউ এই তারিখের মধ্যে আপডেট করে নেয়, তাহলে তেকে কোনো টাকা দিতে হবে না অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে আপডেট করে নিতে পারবে। কিন্তু যারা এই তারিখের মধ্যে আপডেট করবেনা তাদের কে এই তারিখের পর আপডেট করার জন্য ফাইন বাবদ ৫০-১০০ টাকা পর্যন্ত দিতে হতে পারে।

কেন্দ্র সরকার এই আধার আপডেট বাধ্যতামূলক করেনি, অর্থাৎ যাদের ১০ বছর পুরানো আধার কার্ড হয়ে গেছে তারা আপডেট করতে পারে আবার নাও পারে। তবে আমি বলবো যাদের ১০ বছর পুরানো আধার হয়ে গেছে অবশ্যই আপডেট করে নাও। 

কাদের আধার কার্ড আপডেট করতে হবেনা ?
যাদের আধার কার্ডটি ১০ বছর পুরানো অথচ এর মধ্যে একবার বা তার বেশিবার আপডেট করেছো (যেমন- ঠিকানা আপডেট, নামের ভুল সংশোধন প্রভৃতি) তাদের আপডেট করার দরকার নেই। কারন তোমরা যখন আধার কার্ডের কিছু সংশোধন করছিলে তোমাদের কিছু একটা সাপটিং ডকুমেন্ট দিতে হয়েছি, সেহেতু তোমাদের আর আধার আপডেট করতে হবে না।

আধার কার্ড আপডেট করতে কি কি ডকুমেন্ট লাগবে ?
আধার কার্ড আপডেট করার জন্য তোমাদের সাপটিং ডকুমেন্ট বাবদ ড্রাইভিং লাইসেন্স,পাসপোর্ট,ম্যারেজ সার্টিফিকেট, রেসন কার্ড, SC/ST/OBC কার্ড, ভোটার কার্ড, স্কুল লিভিং সার্টিফিকেট এবং আরও অন্যান্য ডকুমেন্ট দেওয়া যাবে। 

আধার কার্ড আপডেট কীভাবে করতে হবে ?
নিকটবর্তী কোনো কম্পিউটার সেন্টার অথবা তোমরা নিজেও ফোন থেকে আপডেট করে নিতে পারবে। My Aadhar ওয়েবসাইটের মাধ্যমে এবং চেক করতেও পারবে তোমাদের তোমার আধারটি আপডেট করতে হবেকি না।

আপডেট না করলে আধার কার্ডটি কি বাতিল হয়ে যাবে ?
আধার কার্ড আপডেট না করলে আধার কার্ডটি পুরোপুরি বাতিল হবে না কিন্তু তোমার কার্ডে সমস্যা দেখা দিতে পারে। যেহেতু বলা হয়েছে ১০ বছরের পুরানো আধার গুলিকে আপডেট করতে সেহেতু আপডেট না করলে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। 
তবে আমি অবশ্যই বলবো ঘোষণা করা তারিখের মধ্যে আপডেট করে নিতে।


No comments:

Post a Comment