রাজ্যে চালু হচ্ছে ৪ বছরে স্নাতক ডিগ্রি কোর্স, নতুন পদ্ধতিতে কী কী বলা হয়েছে দেখে নিন
ডিয়ার স্টুডেন্ট,
তোমাদের জন্য আমরা আজকে নিয়ে হাজির হয়েছি, একটি দারুন গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আমরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, রাজ্যে চালু হচ্ছে ৪ বছরে স্নাতক ডিগ্রি কোর্স, নতুন পদ্ধতিতে কী কী বলা হয়েছে দেখে নিন। আমরা এখন নীচে আলোচনা করবো এই পদ্ধতি কবে থেকে চালু হবে, কি কি সুবিধা পাওয়া যাবে, কি সিস্টেমে চলবে শিক্ষা পদ্ধতি এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য গুলি সম্পর্কে।
তাই তোমরা অবশ্যই একবার হলেও দেখে নাও এবং বুঝে নাও কি হতে চলেছে এই নতুন সিস্টেমে।
আর ৩ বছর নয়, কলেজে ৪ বছর পড়ার পরই মিলবে স্নাতক ডিগ্রি। জানিয়ে দিল রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর। ২০২৩২৪ শিক্ষাবর্ষ থেকেই রাজ্যের সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ-সহ উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলিতে এই নীতি চালু করার কথা ঘোষণা করে উচ্চ শিক্ষা দপ্তর অর্থাৎ এবছর যে সব পড়ুয়া উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, তারা এই নতুন নীতির আওতায় পড়বেন বলে জানিয়েছে শিক্ষা দফতর।
শিক্ষা দফতরের তরফ থেকে জানানো হয়েছে, সর্বোপরি ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে চার বছরের স্নাতক কোর্সের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হল বলে জানিয়ে দিয়েছে দপ্তর, কেনোনা রাজ্যের সমস্থ কলেজ গুলিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদনের মাধ্যমে ভর্তি করানো হবে,তাই এখন যেহেতু তিন বছরের স্নাতক কোর্স অনুযায়ী ওয়েবসাইটের সিস্টেম গুলি সাজানো আছে সেহেতু এখন আবেদন প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে।
জাতীয় শিক্ষা দপ্তর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবার আগে ৬জন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করে রাজ্য সরকার। সেই বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান করা হয়ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসকে। উচ্চশিক্ষা দফতরের তরফে এই কমিটিকে চার সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছিল। রাজ্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশেষত রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে কীভাবে নতুন পাঠক্রম ও রূপরেখা তৈরি করা যায়, তারই দায়িত্ব দেওয়া হয় এই ছয় সদস্যের কমিটিকে। তারপর সেই কমিটি সমস্ত বিষয় গুলিকে খুব ভালোভাবে খতিয়ে দেখে ৪ বছরের স্নাতক কোর্স চালুর পরামর্শ দিয়েছে। সেই মতো চালু হচ্ছে, এই কোর্স।
নতুন পদ্ধতিতে কী কী বলা হয়েছে ?
❐ এখন থেকে যেকোন সময়, যতবার খুশি স্নাতক স্তরে পড়াশোনা করা থেকে বিরত থাকা বা ভর্তি হওয়া যাবে।
❐ স্নাতকের দু’টি সেমেস্টার (প্রথম বর্ষ) উত্তীর্ণ হলে সার্টিফিকেট কোর্স,১ বছর পর পড়া ছেড়ে দিলে দেওয়া হবে (UG Certificate).
❐ চারটি সেমেস্টার (দ্বিতীয় বর্ষ) উত্তীর্ণ হলে ডিপ্লোমা বলে গ্রাহ্য হবে,২ বছর পর পড়া ছেড়ে দিলে দেওয়া হবে (UG Diploma).
❐ ৩ বছর পর পড়া ছেড়ে দিলে দেওয়া হবে Bachelor Degree
❐ ৪ বছর পড়াশোনা (WB 4 Years Integrated Course) করলে, তবেই মিলবে Honours Bachelor Degree.
❐ এছাড়াও স্নাতক স্তরে পড়াশোনার সাথে মিলবে Internship করার সুযোগ।
❐ ব্যবসা, শিল্প, কলা, বিজ্ঞান ইত্যাদি সব বিষয়েই মিলবে এই সুযোগ।
❐ যেকোন সময় বিষয় পরিবর্তন করারও সুযোগ দেওয়া হবে।
❐ ৭৫ শতাংশ বা তার বেশি নম্বর থাকলে সরাসরি PHD ‘কোর্সওয়ার্ক’ শুরু করা যাবে। সেক্ষেত্রে মাস্টার ডিগ্রির নির্ধারিত এক বছরের কোর্সটি শেষ করতে হবে।
No comments:
Post a Comment