Breaking




Sunday 18 June 2023

ভারতে এয়ার হোস্টেস কোর্স - যোগ্যতা || কোর্স ডিটেলস || বেতন || অন্যান্য তথ্য

ভারতে এয়ার হোস্টেস কোর্স - যোগ্যতা || কোর্স ডিটেলস || বেতন || অন্যান্য তথ্য

ভারতে এয়ার হোস্টেস কোর্স - যোগ্যতা || কোর্স ডিটেলস || বেতন || অন্যান্য তথ্য
ভারতে এয়ার হোস্টেস কোর্স - যোগ্যতা || কোর্স ডিটেলস || বেতন || অন্যান্য তথ্য
নমস্কার বন্ধুরা,
তোমাদের যাদের আকাশে পাখির মতো ডানা মেলে উড়ার স্বপ্ন অর্থাৎ এয়ার হোস্টেস হবার ইচ্ছা কিন্তু তোমরা জাননা এই এয়ার হোস্টেস হতে গেলে তোমাদের যোগ্যতা কত লাগেবে, কত বয়স লাগবে, কোন কোর্সে ভর্তি হতে হবে, কত দিনের কোর্স, এই এয়ার হোস্টেস কোর্স করার পর কতটা কাজের স্কোপ আছে এবং এই এয়ার হোস্টেস দের বেতন কত হয়।
তাহলে আজকের পোস্টটি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখে নাও এবং বুঝে নাও এয়ার হোস্টেস হতে গেলে তোমাদের কতরকম ভাবে প্রস্তুত হতে হবে। 

প্রথমে বলে রাখি IATA (ইন্টারন্যাশনাল এভিয়েশন ট্রান্সপোর্ট এসোসিয়েশন) এর রিপোর্ট অনুযায়ী Indian aviation industry পৃথিবীতে তৃতীয় বৃহত্তম স্থান অর্জন করেছে।

বর্তমানে ভারতে ১৩১ টি অপারেশনাল এয়ারপোর্ট আছে যার মধ্যে ২৯ ইন্টারন্যাশনাল, ৯২ টি ডোমেস্টিক ও ১০ টা কাস্টম এয়ারপোর্ট আছে। ভারতে এয়ার ক্র্যাফ্টের সংখ্যা প্রায় ৬ মিলিয়ন এবং ৪০০ মিলিয়ন যাত্ৰী  যাতায়াত করে।

এয়ার হোস্টেস হবার শিক্ষাগত যোগ্যতার-
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অর্থাৎ যেকোনো বোর্ড থেকে নূন্যতম  ১০+২/ উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।(ইংরাজি বলা প্র্যাকটিস করতে হবে, এরকম নয় যে ইংরাজিতে দুর্দান্ত হতে হবে কিন্তু বলাতে সাবলীল হয়ে বাঞ্ছণীয়)

এয়ার হোস্টেস হবার অন্যান্য যোগ্যতার-
  • বয়সসীমা - ১৭ থেকে ২৬ বছর। 
  • উচ্চতা - সর্বনিম্ন ৫ ফুট ২ ইঞ্চি  হতে হবে।
  • কোর্সের আবেদন করার করার সময় প্রার্থীকে অবিবাহিত হতে হবে। 
  • দৃষ্টিশক্তি - ৬/৬ হতে হবে। 
  • ফিজিক্যালি ফিট হতে হবে এবং সহৃদয় ব্যক্তিত্বের অধিকারী হতে হবে। 
  • সারাক্ষন ট্রাভেল করার জন্য মানসিক ভাবে প্রস্তুত থাকতে হবে। 
 এয়ার হোস্টেস হবার কোর্স মূল্য - 

বেশিরভাগ ‘এয়ার হস্টেস ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠান’ ১-২ লক্ষ টাকার প্যাকেজের মধ্যে প্রায় ১ বছরের জন্য সার্টিফিকেট/ডিপ্লোমা কোর্স করায় এবং তারা এটা দাবি করে আপনাকে এই সার্টিফিকেট/ডিপ্লোমা কোর্স গুলি করিয়ে এয়ার হোস্টেস বানিয়ে দেবে এবং কোন কোম্পানিতে জয়েনও করিয়ে দেবে। 

এয়ার হোস্টেসের দায়িত্ব বা কি কি কাজ - 
  • বিমানে যেসব যাত্রীরা উঠছে তাদের অভিবাদন জানানো, নিজেদের সিট্ খুঁজে নিতে সাহায্য করা। 
  • বিমান চলাকালীন যাত্রীদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া। 
  • যাত্রীদের সুখ স্বাচ্ছন্দ্যের সম্পূর্ণ খেয়াল রাখা, খাদ্য – পানীয় পরিবেশ করা। 
  • ফ্লাইট রিপোর্ট বানানো।
  • বিমানের ভিতর কি কি সেফটি পদ্ধতি আছে তা যাত্রীদের বুঝিয়ে বলা। 
  • যদি কোনো যাত্রীর মেডিক্যাল কেয়ার এর প্রয়োজন হয় তাহলে তার ব্যবস্থা করা। 
এয়ার হোস্টেস-এর ধরণ- 

সাধারণত এয়ার হোস্টেস তিন ধরনের হয় - (১) ফ্লাইট অ্যাটেনডেন্ট, (২) গ্রাউন্ড স্টাফ, (৩) স্কাই মার্শাল।

() ফ্লাইট অ্যাটেনডেন্ট -
ক. বিমানে যেসব যাত্রীরা যাত্রা করছেন তাদের বিভিন্ন এরোপ্লেনে আকাশে ওড়ার মুহূর্তে,ওড়াকালীন এবং মাটিতে অবতরণ করার সময় যাত্রীদের নিরাপদ থাকার জন্য কি কি নিয়মাবলী মেনে চলতে হবে সেগুলি সম্পর্কে যাত্রীদের অবগত করা এবং সেগুলি হাতে কলমে করে দেখিয়ে দেওয়া। 

খ. উড়োজাহাজ এ আরোহণ করাকালীন যাত্রীদের সুবিধা অসুবিধার দেখভাল করা , কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রাথমিক সাপোর্ট দেওয়া, খাবার -পানীয় পরিবেশন করা ইত্যাদি। 

() গ্রাউন্ড স্টাফ - বিমানবন্দর পরিচালনা করা, ব্যবসায়িক কর্মকান্ড, এয়ারলাইনস অপারেশন বিবিধ ধরনের কাজ গ্রাউন্ড স্টাফ দের করতে হয়। যাত্রীদের লাগেজ এর ইন্সপেকশন, স্টোরিং, ট্রান্সপোর্ট এবং বিমান যাত্রা শুরু করার আগে বিমানে খাদ্য ও পানীয় সরবরাহ করা প্রভৃতি কাজ ও করতে হয়।

() স্কাই মার্শাল - এনারা বিশেষ ভাবে দক্ষ যাত্রীদের নিরাপত্তা রক্ষা করার জন্য এবং প্লেন হাইজ্যাকিং রোখার জন্য। 

বর্তমানে ভারতে এয়ার ইন্ডিয়া,ইন্ডিগো এয়ার,স্পাইস জেট,জেট এয়ার ওয়েস,ভিস্তারা,গো এয়ার এই এয়ার সংস্থা গুলি রয়েছে। যে এয়ার সংস্থা গুলিতে এয়ার হোস্টেস কোর্স সাধারণত তিন ধরণের হয়। যথা – সার্টিফিকেট কোর্স, ডিপ্লোমা কোর্স , ডিগ্রী কোর্স। 

এয়ার হোস্টেস সার্টিফিকেট কোর্স -

উচ্চমাধ্যমিক পাশ করার পরই আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েশন করার পর ও  পোস্ট গ্র্যাজুয়েশন (PG) সার্টিফিকেট কোর্স করা যায়। 

কোর্সের মেয়াদ – এই কোর্স গুলি সাধারণত ৬ মাস থেকে ১ বছরের হয়। (বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিভিন্ন হয়)

এয়ার হোস্টেস ডিপ্লোমা কোর্স -

উচ্চমাধ্যমিক পাশ করার পরই যে কেউ এই কোর্সে আবেদন যোগ্য। এখানেও PG ডিপ্লোমা কোর্স ও আছে। 

কোর্সের মেয়াদ - সাধারণত ৬ মাস থেকে ১ বছরের। 

এয়ার হোস্টেস ডিগ্রী কোর্স -

অ্যাভিয়েশন এর ডিগ্রী কোর্স , ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স এর থেকে অনেক বেশী গ্রহণ যোগ্য।  যদিও আমরা আমাদের আসে পাশে যাদের এয়ার হোস্টেস হিসেবে দেখি তারা প্রায় বেশিরভাগ ই সার্টিফিকেট কোর্স করেই এয়ার হস্টেস হয়। 

কোর্সের মেয়াদ- ৩ বছরের। 

এয়ার হস্টেস এর বেতন-

আন্তর্জাতিক বিমান পরিষেবার সাথে যুক্ত থাকলে বেতন ৬০,০০০ - ১,৮০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। 

অন্তর্দেশীয় বিমান পরিষেবার ক্ষেত্রে -

এয়ার ইন্ডিয়া এয়ার হস্টেস দের বেতন - আনুমানিক ৪২,০০০ টাকা

ইন্ডিগো এয়ার হস্টেস দের বেতন - আনুমানিক ৩৩,৭৫০ টাকা

স্পাইস জেট এয়ার হস্টেস দের বেতন - আনুমানিক ৩৫,৫০০ টাকা

জেট এয়ার ওয়েস এয়ার হস্টেস দের বেতন - আনুমানিক ৩৬,৫০০ টাকা

ভিস্তারা এয়ার হস্টেস দের বেতন - আনুমানিক ৩০,০০০ টাকা

গো এয়ার এয়ার হস্টেস দের বেতন - আনুমানিক ৩১,০০০ টাকা

একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে এই সমস্থ কোর্স গুলি তোমাদের এয়ার হোস্টেস হতে পুরোপুরি সাহায্য করবেনা, তোমাদের এই সম্পর্কে একটি ধারনা তৈরি করতে সাহায্য করবে মাত্র। তোমাদের কাজ হবে নিজে নিজের মধ্যে ভরপুর চেষ্টা রাখতে হবে এবং নিজেদের ইচ্ছা শক্তিকে জেদে পরিণত করতে হবে, তাহলেই সম্ভব। 



No comments:

Post a Comment