Breaking




Monday 5 June 2023

মাধ্যমিক পাশে সরকারি কি কি জব পাওয়া যায় ? কেন্দ্রীয় ও রাজ্য লেভেলের জব সমূহ

মাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি পাওয়া যায় ? কেন্দ্রীয় ও রাজ্য লেভেলের জব সমূহ

মাধ্যমিক পাশে সরকারি কি কি জব পাওয়া যায়
মাধ্যমিক পাশে সরকারি কি কি জব পাওয়া যায়
ডিয়ার ছাত্রছাত্রী,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটি অন্যতম জেনারেল নলেজ নিয়ে। আমাদের আজকের পোস্টটি হল, মাধ্যমিক পাশে কেন্দ্রীয় ও রাজ্য লেভেলের কোন কোন চাকরি পাওয়া যায় ? এই পোস্টটি সম্পর্কে। তোমরা হয়তো অনেকই আছো যারা অলরেডি এই সম্পর্কে জানো কিন্তু এখনও অনেকে আছো যারা জানোনা মাধ্যমিক পাশে কোন কোন সরকারি চাকরী গুলির জন্য আবেদন করা যায় বা কোন কোন চাকরী গুলির জন্য প্রস্তুতি নেওয়া যায়। 
তাই চলো আর সময় নষ্ট না করে জেনে নাওয়া যাক মাধ্যমিক পাশে কোন কোন সরকারি চাকরী গুলি করা যায়।

সবার প্রথমে আমাদের আগে জানতে হবে সরকারি চাকরী কত রকমের হয়, তবেই তোমরা বুঝতে পারবে সম্পূর্ণ বিষয়টি। সাধারণত আমরা জানি যে, সরকারি চাকরী দুই ধরনের হয়। যেমন- ০১. কেন্দ্রীয় লেভেলের সরকারি চাকরী ০২. রাজ্য লেভেলের সরকারি চাকরী।
যে জব গুলি কেন্দ্রীয় লেভেলের হয় সেই জব গুলি পরিচালনা করে থাকে কেন্দ্রসরকার এবং যে জব গুলি রাজ্য লেভেলের হয় যেই জব গুলি পরিচালনা করে রাজ্য সরকার।

আমরা এখন নীচে কেন্দ্রীয় ও রাজ্য লেভেলের চাকরি গুলির নাম শেয়ার করলাম- 

গ্রামীন ডাক সেবক

 কোলকাতা কনস্টেবল পুলিশ

 পশ্চিমবঙ্গের কনস্টেবল পুলিশ

 SSC GD কনস্টেবল

 ফুড সাব ইন্সপেক্টর

 পোস্টম্যান মেল গার্ড বা পোস্ট ম্যান

 হাইকোর্ট ক্লার্ক

 রেলওয়ে গ্রুপ-D

 SSC মাল্টি টাস্কিং স্টাপ

 WBSSC গ্রুপ -C

 WBPSC ক্লার্কশিপ

 রেলওয়ে টিকিট কালেক্টর

 মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসে মোটর ড্রাইভার

 পঞ্চায়েতের চৌকিদার

 কৃষি প্রযুক্তি সহায়ক

 সেনাবাহিনীতে সোলজার

 জিনিয়র কনস্টেবল

 পরমানু কেন্দ্রে ট্রেনি টেকনিশিয়ান

 কোস্টগার্ড কোক

 রাইফেল্ম্যান

আমরা উপরে উল্লেখির যে চাকরি গুলির নাম দিয়েছি সেই গুলি স্থায়ী সরকারি চাকরি এবং এগুলির চাহিদা বর্তমানে ব্যাপক এবং কেরিয়ার গঠনে বিশেষ উপকারি। 
এখন কাজ হচ্ছে উপরে উল্লেখিত মাধ্যমিক পাশে চাকরি গুলির মধ্যে তোমাদের ইচ্ছা অনুযায়ী যেকোনো একটি বা একটির বেশি চাকরিকে নির্বাচন করে সেটির প্রস্তুতি নিতে শুরু করা।

প্রস্তুতি নেবার আগে অবশ্যই সেই চাকরির নিয়োগ প্রক্রিয়া কেমন, তার সিলেবাসটা কেমন, চাকরিটির বেতন কেমন, চাকরিটি তোমার জন্য উপযুক্ত কিনা ? এই সমস্ত খুঁটি নাটি জিনিস গুলো সম্পর্কে আগে ভালো মতো জেনে নিয়ে তবেই সেই চাকরির জন্য প্রস্তুতি নেবে, যাতে তোমার পছন্দের চাকরির প্রস্তুত নিতে সুবিধা হবে।


No comments:

Post a Comment