Breaking




Sunday, 12 May 2024

মাধ্যমিকের পর কি নিয়ে পড়বো ? সায়েন্স,আটর্স না কমার্স, কোনটা ভালো ?

মাধ্যমিকের পর কি নিয়ে পড়বো ? সায়েন্স,আটর্স না কমার্স, কোনটা ভালো ?

মাধ্যমিকের পর কি নিয়ে পড়বো ? সায়েন্স,আটর্স না কমার্স
মাধ্যমিকের পর কি নিয়ে পড়বো ? সায়েন্স,আটর্স না কমার্স
ডিয়ার ছাত্রছাত্রী,
তোমাদের জন্য আমরা আজকে নিয়ে হাজির হয়েছি একটি খুবই অন্যতম এবং খুবই প্রয়োজনীয় একটি পোস্ট নিয়ে। আজকের পোস্টটি কেন এতো গুরুত্বপূর্ণ সেটা তোমাদের সবার প্রথমে বলি। তোমরা যারা মাধ্যমিক দিয়েছো তোমাদের সবার হয়তো ঠিক করে নাওনি কি নিয়ে পড়বে বা কোন দিকে যাবে। 
আবার অনেকে মাধ্যমিক দিয়েই সাইন্স নিয়ে পড়বে বলে ঠিক করে নিয়ে ইতিমধ্যেই পড়া শুরু করে দিয়েছো। 
কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীই আছো তোমরা কি নিয়ে পড়বে ঠিক করে উঠতে পারনি। তাই তোমাদের জন্য আজকের এই পোস্টটি। আমরা আজকের এই পোস্টটির মধ্যে আলোচনা করবো কোন বিভাগ নিয়ে পড়বে এবং কোন কোন বিষয় গুলি নিয়ে পড়লে তোমাদের ভালো হবে এবং তোমরা পরবর্তী সময়ে সুবিধা পাবে।

কোনো বিষয়কেই ভালো বা খারাপ বলার সাধ্য কারোর কাছেই নেই, নিজের সেই বিষয়ের প্রতি আগ্রহ ও উদ্যম থাকলে যে কোনো বিষয় নিয়েই সুপ্রতিষ্ঠিত হওয়া যায়। তবুও বরাবর সায়েন্সকেই আলাদা চোখে দেখা হয়, অনেকে তো সায়েন্স না পেয়ে অত্যন্ত হতাশ হয়ে পড়ে, যদিও এরম ভাবা বোকামি ছাড়া কিছুই নয়।  

এখন মনে হতেই পারে যদি সত্যিই সায়েন্স এর মান বাকি দুই বিভাগের থেকে উঁচু নাই হবে তাহলে সবাই কেন সায়েন্স নেওয়ার জন্য আদাজল খেয়ে লেগে পড়ে ?

এর প্রধান কারণ হলো সায়েন্স নিয়ে পড়লে পরবর্তীতে যদি মনে হয় বিষয়গুলি কঠিন বা সামলানো যাচ্ছে না তাহলে যে কোনো সায়েন্স এর ছাত্রছাত্রী উচ্চমাধ্যমিকের পর কমার্স বা আর্টস এর যে কোনো বিষয় নিয়ে কলেজে ভর্তি হতে পারে।

কিন্তু এর উল্টোটা কখনই সম্ভব নয়। অর্থাৎ কোনো কমার্স বা আর্টসের ছাত্রছাত্রী চাইলেও আর উচ্চমাধ্যমিকের পর সায়েন্স এর কোনো বিষয় নিয়ে পড়তে পারবে না।  

এছাড়া যদি আগে থেকেই মনস্থির করা থাকে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পড়ার তাহলে তো সায়েন্স না নিয়ে উপায় নেই কিন্তু এরম ইচ্ছা যদি না থাকে তাহলে সায়েন্স নিতেই হবে এরম কোনো কথা নেই।

আমাদের শিক্ষাব্যবস্থাতে মাধ্যমিকের পরে চারটে বিভাগ নিয়ে পড়া যায়, বাংলা ও ইংরেজি আবশ্যিক, এছাড়া যে যে বিষয় গুলি নেওয়া যায় তা হল-

(০১) পিওর সায়েন্স – অংক, পদার্থবিদ্যা, রসায়ন। (যদিও সাথে কম্পিউটার বা জীববিজ্ঞান ও রাখা যায়, কিন্তু আবশ্যিক নয়)

তাহলে বেশিরভাগ ছাত্রছাত্রী কম্পিউটার বা জীববিজ্ঞান সাথে রাখছে কেন ?

কারণ, নিয়ম অনুযায়ী সবচেয়ে ভালো নম্বর পাওয়া ৫ টি বিষয় এর উপর ই টোটাল করা হয়।

যে বিষয়গুলিতে বেশি নম্বর পাবে তার নাম্বারই যোগ হবে।যদি কোনোটাতে কম পাও সেটার নম্বর যোগ হবেনা।(বাংলা ও ইংরেজি বাদে কারণ এগুলি আবশ্যিক বিষয়)

ধরো তোমার সাবজেক্ট কম্বিনেশনে আছে বাংলা,ইংরেজি,অংক,পদার্থবিদ্যা, রসায়ন। ধরো সব বিষয়ের চেয়ে তুমি রসায়নে কম নম্বর পেলে উচ্চমাধ্যমিকে।

তাহলে তোমার টোটাল কমে যাবে, কলেজে ভর্তি হতে সমস্যা হবে। কিন্তু সাথে যদি জীববিজ্ঞান থাকে এবং তুমি যদি জীববিজ্ঞানে রসায়নের চেয়ে বেশি পাও তাহলে, জীববিজ্ঞানে প্রাপ্ত নম্বরই টোটালে যোগ হবে। ফলে কোনো অসুবিধা হবেনা।

(০২) বায়ো সায়েন্স – পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান

(০৩) কমার্স – হিসাব শাস্ত্র (অ্যাকাউন্টস), বিজনেস স্টাডিস, অর্থনীতি, স্ট্যাটিসটিক্স

(০৪) আর্টস/হিউম্যানিটিজ – ইতিহাস, ভূগোল, দর্শন, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, মনোবিজ্ঞান, বাংলা, ইংরেজি ইত্যাদি (পরবর্তী ক্ষেত্রে ভূগোল, অর্থনীতি বা মনোবিজ্ঞান নিলে যদি সাথে অংক থাকে এবং উচ্চমাধ্যমিকের পর যদি অনার্স পড়া হয় তাহলে ডিগ্রীটা বি.এসসি হয়। যদিও অংক নেওয়া একেবারেই ঐচ্ছিক)

No comments:

Post a Comment