Breaking




Tuesday 20 June 2023

ANM & GNM Practice Set PDF in Bengali

WBJEE ANM & GNM Practice Set PDF in Bengali Part-01

ANM & GNM Practice Set PDF in Bengali
ANM & GNM Practice Set PDF in Bengali
নমস্কার বন্ধুরা,
আজ তোমরা যারা ANM & GNM পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো তোমাদের জন্য সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী ANM GNM Practice Set PDF in Bengali এই পোস্টটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা অবশ্যই এই প্র্যাকটিস সেটটি প্র্যাকটিস করো যাতে তোমারা উক্ত পরীক্ষার জন্য সঠিক ভাবে প্রস্তুতে পারো। কারন আমরা নতুন সিলেবাস অনুযায়ী এবং বেছে বেছে প্রশ্ন গুলি নিয়ে এই সেটটি তোমাদের জন্য বানিয়েছি। তোমরা এই সেটটি প্র্যাকটিস করো এবং যদি ভালো লাগে অবশ্যই পরের প্র্যাকটিস সেটের জন্য কমেন্ট করবে। 

ANM & GNM প্রশ্ন পত্র


০১. মানব শরীরর ক্ষুদ্রতম হাড়টি থাকে ?
⓵ পায়ে
⓶ হাতে
⓷ কানে
⓸ কোনটাই নয়

০২. উদ্ভিদ কোশ গঠনে অপরিহার্য শর্করাটি হল -
⓵ সেলুলোজ
⓶ সুক্রোজ
⓷ স্টার্চ
⓸ লিগনিন

০৩. মানুষের রক্তে অক্সিজেনের বাহক কে ?
⓵ হিমোগ্লোবিন
⓶ শ্বেতকণিকা
⓷ লোহিতকণিকা
⓸ লসিকা

০৪. সমুদ্রজলে কোন প্রাণীগোষ্ঠীটি অনুপস্থিত লক্ষ্য করা যায় ?
⓵ স্তন্যপায়ী
⓶ বাদুড়
⓷ উভচর
⓸ পক্ষী

০৫. মানব চোখের কোন অংশ টি চোখের তারারন্ধ্রের সংকোচন প্রসারন ঘটিয়ে চোখে আলো প্রবেশ নিয়ন্ত্রন করে ?
⓵ কর্ণিয়া
⓶ আইরিশ
⓷ রেটিনা
⓸ স্ক্লেরা

০৬. অ্যামিবার গমনাঙ্গ হল -
⓵ নালিপদ
⓶ সিটা
⓷ সিলিয়া
⓸ ক্ষনপদ

০৭. স্কার্ভি কোন ভিটামিনের অভাবে হয় ?
⓵ ভিটামিন A
⓶ ভিটামিন B
⓷ ভিটামিন C
⓸ ভিটামিন D

০৮. সরল অণুবীক্ষণ যন্ত্র প্রথম কে আবিষ্কার করেন ?
⓵ রবার্ট হুক
⓶ লিউয়েন হক
⓷ পারকিনজি
⓸ রবার্ট ব্রাউন

০৯. প্যাটেলা হাড়টি থাকে ?
⓵ হাটুতে
⓶ ঘাড়ে
⓷ হাতে
⓸ কোনটাই নয়

১০. বংশগতিবিদ্যার জনক কে ?
⓵ ল্যামার্ক
⓶ মেন্ডেল
⓷ মেন্ডেলিভ
⓸ বেনেডেন

১১. বাষ্পমোচন বেশি হয় কখন ?
⓵ গ্ৰীষ্মকালে*
⓶ বর্ষাকালে
⓷ শরৎকালে
⓸ শীতকালে

১২. পায়রার ডানায় রেমিজেস এর সংখ্যা কটি -
⓵ ৩৫ টি
⓶ ১২ টি
⓷ ২৩ টি
⓸ ৪৬ টি

১৩. নিম্নলিখিত কোনটি পরিনত মানবদেহের বৃহত্তম গ্রন্থি ?
⓵ থাইমাস
⓶ লিভার
⓷ থাইরয়েড
⓸ প্যানক্রিয়াস

১৪. ডায়াবেটিস মেলিটাস কোন হরমোনের অভাবে হয় ?
⓵ গ্লুকাগন
⓶ গ্যাস্ট্রিন
⓷ ইনসুলিন
⓸ কোনোটিই নয়

১৫. ট্রাইসেপস কোন প্রকৃতির পেশি -
⓵ অ্যাডাক্টর
⓶ ফ্লেক্সর
⓷ অ্যাবডাক্টর
⓸ এক্সটেনসর

১৬. কোন কলার মাধ্যমে উদ্ভিদের জল সংবহন সাধিত হয় ?
⓵ জাইলেম
⓶ সীভনল
⓷ ফ্লোয়েম
⓸ কৈশিক নল

১৭. কোনটিকে কোশের শক্তিঘর বলা হয় ?
⓵ ক্লোরোফিল
⓶ রাইবোজোম
⓷ সাইটোপ্লাজম
⓸ মাইটোকনড্রিয়া

১৮. ঘামগ্রন্থি ত্বকরে কোন স্তরে থাকে ?
⓵ হাইপোডারমিস
⓶ এপিডারমিস
⓷ ডারমিস
⓸ কোনটাই নয়

১৯. নিয়াসিনের অভাব ঘটিত রোগের নাম -
⓵ পেলেগ্রা
⓶ রিকেট
⓷ স্কার্ভি
⓸ পারনিসিয়াস অ্যানিমিয়া

২০. মানুষের জিহ্বার ঘা যে ভিটামিনের অভাবে ঘটে তা হল -
⓵ কোলিন
⓶ বায়োটিন
⓷ রাইবোফ্লাভিন
⓸ ফাইলোকুইনোন

২১. চুলের উপাদান কোনটি ?
⓵ প্রোটিন
⓶ লিপিড
⓷ কার্বহাইট্রেড
⓸ কোনটাই নয়

২২. তোমার কনুই তে কোন প্রকার অস্থি সন্ধি আছে-
⓵ স্যাডল সন্ধি
⓶ কবজা সন্ধি
⓷ বল ও সকেট সন্ধি
⓸ কৌণিক সন্ধি

২৩. মানব মস্তিষ্কের কোন অংশ টি রিলে সেন্টার হিসেবে কাজ করে -
⓵ হাইপোথ্যালামাস
⓶ সেরিবেলাম
⓷ থ্যালামাস
⓸ পনস

২৪. নিচের কোনটিকে আত্মঘাতী থলি বলা হয় ?
⓵ গলগিবডি
⓶ রাইবোজোম
⓷ ক্রিষ্টা
⓸ লাইসোজোম

২৫. চামড়ার বেশিরভাগ অংশ পুড়ে গেলে মানুষ মারা যায় কেন ?
⓵ প্রচন্ড জ্ব্লোনির জন্য
⓶ বাইরের জীবানুর দ্বারা সংক্রমণের জন্য
⓷ হাট ফেল করবার জন্য
⓸ কোনটাই নয়

২৬. একটি ভৌত রাশির মাত্রা ভরে 1, দৈর্ঘ্যে –3 হলে রাশিটি হল
⓵ ভরবেগ 
⓶ বল 
⓷ ঘনত্ব
⓸ চাপ

২৭. নিম্নের কোন রাশির একক দুটি মৌলিক একক দ্বারা গঠিত ?  
⓵ বল 
⓶ ত্বরণ
⓷ ভরবেগ 
⓸ কার্য

২৮. ক্যাসেট টেপে বোলানো হয় ?
⓵ আয়রন অক্সাইড*
⓶ জিঙ্ক অক্সাইড
⓷ সিলভার নাইট্রেট
⓸ কোনটাই নয়

২৯. প্লাস্টার অব প্যারিস কি থেকে তৈরী হয় ?
⓵ কলিচুন
⓶ চুনাপাথর
⓷ জিপসাম
⓸ কোনটাই নয়

৩০. দিনের বেলায় আকাশকে নীল দেখার কারণ -
⓵ প্রতিসরণ
⓶ বিক্ষেপণ
⓷ বিচ্ছুরণ
⓸ প্রতিফলন

৩১. রাস্তার আলোক প্রতফলক হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয় –
⓵ সমতল দর্পণ
⓶ অবতল দর্পণ
⓷ উত্তল দর্পণ
⓸ সবকটি

৩২. বায়ুমণ্ডলের শীতলতম স্তর হল –
⓵ ট্রপোস্ফিয়ার
⓶ থার্মোস্ফিয়ার
⓷ স্ট্রাটোস্ফিয়ার
⓸ মেসোস্ফিয়ার

৩৩. ফারেনহাইট স্কেলের প্রবর্তক কে ?
⓵ টরসেলি
⓶ আঁন্দ্রে সেলসিয়াস
⓷ পাস্কেল
⓸ গ্যাব্রিয়েল ড্যানিয়েল ফারেনহাইট

৩৪. কোন বস্তুকে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বলে ঐ বস্তুর -
⓵ ভর
⓶ ভার বা ওজন
⓷ ঘনত্ব
⓸ আয়তন

৩৫. ব্যারোমিটার কে আবিষ্কার করেন ?
⓵ ক্লাউডি মিনি
⓶ টরিসেলি
⓷ গ্রেগরি পিঙ্কাস
⓸ হিরসি আমানো

৩৬. কেলভিন স্কেলে উর্ধ্ব স্থিরাঙ্ক কত ?
⓵ 32° ডিগ্রী কেলভিন
⓶ 212° ডিগ্রী কেলভিন
⓷ 273° ডিগ্রী কেলভিন
⓸ 373° ডিগ্রী কেলভিন

৩৭. যে দ্রব্য তাপ ছাড়াই দ্রুত বাষ্পে পরিণত হয় তাকে কি বলে ?
⓵ সিন্থেটিক
⓶ প্লাজমা
⓷ উদ্বায়ী
⓸ কোনটাই নয়

৩৮. ইলেকট্রিক বাল্বের কুণ্ডলীটি কি দ্বারা তৈরি –
⓵ টাংস্টেন
⓶ অভ্র
⓷ নাইক্রোম
⓸ ফায়ার ক্লে

৩৯. তেজস্ক্রিয় তা কে আবিষ্কার করেন ?
⓵ রন্টজেন
⓶ রাদারফোর্ড
⓷ আইনস্টাইন
⓸ হেনরি বেকারেল

৪০. দন্ত পরীক্ষা করতে কোন ধরণের দর্পন ব্যবহার করা হয় ?
⓵ অবতল দর্পন
⓶ উত্তল দর্পন
⓷ সমতল দর্পন
⓸ কোনটিই নয়

৪১. Which is the plural of ox ?
⓵ oxi
⓶ oxes
⓷ oxia
⓸ oxen

৪২. What is the plural form of the word "goose" ?
⓵ gouse
⓶ geese
⓷ geeses
⓸ gooses

৪৩. Which of these is an adverb ?
⓵ meanwhile
⓶ mean
⓷ meantime
⓸ median

৪৪. Meaning : To come to the fore ?
⓵ PROMINENT
⓶ AGGRESIVE
⓷ WEAK
⓸ AWARE

৪৫. Antonym of "Arrive" is -
⓵ LAND
⓶ COME
⓷ DEPART
⓸ STOP

৪৬. synonym of "Alarm" is :
⓵ CALM
⓶ QUITE
⓷ REPOSE
⓸ TERROR

৪৭. They will have to answer ______ their delay.
⓵ ON
⓶ IN
⓷ FOR
⓸ TO

৪৮. Antonym : NOMINAL ?
⓵ ACTUAL
⓶ TITULAR
⓷ ASSUMPTIVE
⓸ HEREDITARY

৪৯. Feminine of "Negro" is -
⓵ NEGRESS
⓶ NEGROES
⓷ NEGROSS
⓸ NEGREE

৫০. Plural form of "Thousand" is -
⓵ THOUSANDIES
⓶ THOUSANDS
⓷ THOUSANDES
⓸ NO CHANGE

৫১. এক ব্যক্তি একটি ব্যাঙ্কে 100টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা | বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার-
⓵ 10%
⓶ 20%
⓷ 5%
⓸ 10.5%
৫২. একটি চৌবাচ্চায় জল ধারণ ক্ষমতা 425 লিটার | তলদেশে ছিদ্র দিয়ে 8% শতাংশ জল বের হয়ে গেলে চৌবাচ্চার অবশিষ্ট জলের পরিমাণ কত ?
⓵ 391 litre 
⓶ 390 litre
⓷ 385 litre
⓸ 389 litre

৫৩. একটি সংখ্যার 25 % সঙ্গে  150 র 30% যোগ করা হল | যোগফল হল 75| ওই সংখ্যাটি কত ?
⓵ 100
⓶ 130
⓷ 120
⓸ 90

৫৪. কোন সংখ্যার 60%  হল 30 | তাহলে সংখ্যাটি কত ?
⓵ 70
⓶ 75
⓷ 65
⓸ 50

৫৫. কোন শহরের বর্তমান জনসংখ্যা 4410 জন | প্রতিবছর 5 শতাংশ হারে বৃদ্ধি পেলে 2 'বছর পূর্বে জনসংখ্যা কত ছিল ?
⓵ 3945
⓶ 3900
⓷ 4130
⓸ 4000

৫৬. জিন ভারসাম্য মতবাদের প্রবক্তা কে ?
⓵ ল‍্যামার্ক
⓶ কুভিয়ার
⓷ ব্রেডলি
⓸ ব্রিজেস 

৫৭. নিম্নলিখিত কোন দেশের জাতীয় খেলা ক্রিকেট ?
⓵ ভারত
⓶ জামাইকা
⓷ শ্রীলংকা
⓸ মার্কিন যুক্তরাষ্ট্র

৫৮. নিন্মের কোন প্রাণীর গমন পদ্ধতির নাম লুপিং ?
⓵ তারামাছ
⓶ শামুক
⓷ ইউগ্লিনা
⓸ টিকটিকি

৫৯. বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) স্থাপিত হয়--- ?
⓵ 1991 সালে 
⓶ 1995 সালে
⓷ 1997 সালে 
⓸ 1999 সালে

৬০. ম্যারাথন দৌড়ের অফিশিয়াল দূরত্ব কত ?
⓵ 42.195 কিমি
⓶ 41. 295 কিমি
⓷ 42. 475 কিমি
⓸ 41.735 কিমি

৬১. ইংরেজি বর্ণমালার বামদিক থেকে উনিশতম অক্ষর এবং ডানদিক থেকে সতেরোতম অক্ষরের মাঝখানে কোন অক্ষরটি আছে ?
⓵ A
⓶ B
⓷ C
⓸ D

৬২. ভুল টি খুঁজে বের করো : 2, 5, 12, 27, 58, 120, 248
⓵ 58
⓶ 248
⓷ 120
⓸ 27

৬৩. নিম্নের শব্দ গুলিকে ইংরেজি ডিকশনারি অনুযায়ী সাজালে কোন শব্দটি প্রথমে আসবে ?
⓵ SCRIPTURE
⓶ SCRUTINY
⓷ SCIENCE
⓸ SCRAMBLE

৬৪. বিজয় হেঁটে 10 মিটার উত্তর দিকে গেল এবং প্রত্যেকবার বামদিকে বেঁকে আরো 10 মিটার ও 15 মিটার গেল, তাহলে সে এখন কোন দিকে মুখ করে আছে ?
⓵ পূর্ব
⓶ দক্ষিণ
⓷ পশ্চিম
⓸ উত্তর

৬৫. BOY কে নির্দিষ্ট কোডে ZPC লেখা হয়, তবে GIRL কে কি লেখা হবে ?
⓵ SJHM
⓶ MSJH
⓷ JHMS
⓸ HMSJ

ANM & GNM Practice Set PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো

File Details :: 

File Name: WBJEE ANM & GNM Practice Set

File Format:  PDF

No. of Pages:  09

File Size:  362 KB


No comments:

Post a Comment