WBJEE ANM & GNM Syllabus 2023 in Bengali PDF
ডিয়ার ANM & GNM পরীক্ষার্থী
তোমরা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো বা নেবে ভাবছো তোমাদের প্রথমে একটা উপদেশ দিই, যে কোনো পরীক্ষার প্রস্তুতি নেবার আগে অবশ্যই সেই পরীক্ষার সিলেবাস ভালোভাবে জেনে রাখা উচিত। কারন তোমরা সিলেবাস সম্পর্কে যদি অবগত না থাকো তাহলে তোমাদের সেই পরীক্ষার জন্য সঠিক ভাবে প্রস্তুতি নেওয়া যায়না।
তাই তোমাদের এই পরীক্ষার প্রস্তুতি নেবের আগে অবশ্যই আমাদের দেওয়া সিলেবাসটি অবশ্যই মনোযোগ সহকারে দেখে নাও এবং দেখে নাও কোন বিষয় থেকে কত নম্বর এবং কোন কোন বিষয় গুলি আছে এই পরীক্ষায়। আমরা আজ WB ANM & GNM Syllabus 2023 in Bengali PDF-টি খুব সুন্দর এবং সহজ ভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
WBJEE ANM & GNM Syllabus 2023
ANM & GNM Exam Detils :
মোট প্রশ্ন সংখ্যা : ১০০টি
মোট নম্বর : ১১৫
সময় : ১ ঘণ্টা ৩০ মিনিট
প্রশ্নের ধরন : MCQ
মোট ক্যাটাগরি : ২টি
প্রতিটি প্রশ্নের মান :
• ক্যাটাগরি ১ :- ১ নম্বর/প্রশ্ন
• ক্যাটাগরি ২ :- ২ নম্বর/প্রশ্ন
নেগেটিভ মার্কিং : শুধুমাত্র ক্যাটাগরি ১ ক্ষেত্রে -০.২৫/প্রশ্ন
বিষয়ের নম্বর বিভাজন
বিষয় | ক্যাটাগরি ১ | ক্যাটাগরি ২ | প্রশ্ন সংখ্যা | মোট নম্বর |
---|---|---|---|---|
জীবন বিজ্ঞান | ৩০ | ১০ | ৪০ | ৫০ |
ভৌত বিজ্ঞান | ১৫ | ৫ | ২০ | ২৫ |
ইংরেজি | ১৫ | - | ১৫ | ১৫ |
গণিত | ১০ | - | ১০ | ১০ |
সাধারণ জ্ঞান | ১০ | - | ১০ | ১০ |
লজিক্যাল রিজনিং | ৫ | - | ৫ | ৫ |
মোট | - | - | ১০০ | ১১৫ |
সিলেবাসের বিষয়বস্তু
❏ জীবন বিজ্ঞানঃ
● জীবন ও তার বৈচিত্র্য
● জৈবনিক প্রক্রিয়া
● জীবন সংগঠনের স্তর
● জীববিদ্যা ও মানবকল্যাণ
● পরিবেশ ও তার সম্পদ
● জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়
● জীবনের প্রবাহমানতা
● বংশগতি এবং জিনগত রোগ
● অভিব্যক্তি ও অভিযোজন
● পরিবেশ ও তার সংরক্ষণ
❏ ভৌত বিজ্ঞানঃ
● পরিমাপ
● বল ও গতি
● পদার্থ: গঠন ও ধর্ম
● পরমাণুর গঠন ও পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম
● শক্তির কার্য ও ক্ষমতা
● তাপ
● শব্দ
● পরিবেশের জন্য ভাবনা
● গ্যাসের আচরণ
● রাসায়নিক গণনা
● তাপের ঘটনাসমূহ
● আলো
● পরমাণুর নিউক্লিয়াস
● পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম
❏ ইংরাজিঃ
● Articles
● Preposition
● Phrasal Verbs
● Voice Change
● Narration Change
● Transformation of sentence
● Synonyms
● Antonyms
● One word substitution
● Sentence completion
● Spotting Errors
● Idioms & Phrases
● Spelling Test
● Sentence Improvement
❏ পাটি গণিতঃ
● বাস্তব সংখ্যাতত্ত্ব
● লাভ ও ক্ষতি
● সরল সুদকষা
● চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস
● অংশীদারি কারবার
❏ সাধারণ জ্ঞানঃ
● ইতিহাস
● ভূগোল
● সাহিত্য ও সংস্কৃতি
● সংবিধান
● অর্থনীতি
● পুরস্কার
● পরিবেশ বিদ্যা
● কম্পিউটার
❏ লজিক্যাল রিজনিংঃ
● শ্রেণি
● রক্তের সম্পর্ক
● সাদৃশ্য
● শ্রেণিবিভাজন
● লুপ্ত সংখ্যা নির্ণয়
● ম্যাট্রিক্স কোডিং
● সাংকেতিকরণ ও অসাংকেতিকরণ
● সংখ্যা ও সময়ের ক্রমবিন্যাস
● ক্রম নির্ণয়
ANM & GNM Syllabus 2023 PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: WBJEE ANM & GNM Syllabus 2023
File Format: PDF
No. of Pages: 02
File Size: 205 KB
No comments:
Post a Comment