RPF কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নিয়োগ 2024 || RPF Constable and SI Recruitment 2024
সুপ্রিয় বন্ধুরা,
এই বছরটা যেন চাকরির বছর, কেন্দ্র রাজ্য জুড়ে বিভিন্ন রকম চাকরির খবর একটার পর একটা বের হয়েই যাচ্ছে। এখন আমরা যে চাকরির খবরটি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা দেখার পর তোমাদের আনন্দিত হবে, আমরা এখন RPF কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি 2024 এই পোস্টটি শেয়ার করছি। আমরা এই প্রতিবেদনটির মধ্যে উক্ত বিজ্ঞপ্তিটিতে আবেদনের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য গুলি খুবই সহজ এবং সুন্দর ভাবে সাজিয়ে শেয়ার করলাম।
এখন তোমরা নীচের প্রতিবেদনটি মনোযোগ সহকারে দেখে নাও এবং উল্লেখিত সময়ের মধ্যে আবেদন করে দাও।
RPF কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি 2024
বোর্ডের নাম :: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড
পদের নাম :: RPF কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর
মোট শূন্যপদ :: ৪৬৬০টি
পরীক্ষার ভাষা :: হিন্দি বা ইংরেজি সহ অন্য যে কোনো আঞ্চলিক ভাষা
শূন্যপদের বিন্যাস ::
কনস্টেবল - ৪২০৮টি
সাব ইন্সপেক্টর - ৪৫২টি
শিক্ষাগত যোগ্যতা ::
কনস্টেবল - মাধ্যমিক পাশ
সাব ইন্সপেক্টর - গ্র্যাজুয়েট
বয়সসীমা ::
কনস্টেবল - ১৮-২৮ বছর
সাব ইন্সপেক্টর - ২০-২৮ বছর
মাসিক বেতন ::
কনস্টেবল - ২১,৭০০ টাকা
সাব ইন্সপেক্টর - ৩৫,৪০০ টাকা
আবেদন পদ্ধতি :: প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য গুলি প্রদান করে আবেদন করতে হবে।
আবেদন মূল্য ::
SC, ST, এক্স সার্ভিসম্যান, মহিলা ও EBC | ২৫০ টাকা |
বাকি সমস্ত প্রার্থী | ৫০০ টাকা |
গুরুত্বপূর্ণ তারিখ ::
আবেদন শুরু | ১৫ই এপ্রিল ২০২৪ |
আবেদন শেষ | ১৪ই মে ২০২৪ |
গুরুত্বপূর্ণ লিংক ::
অফিশিয়াল বিজ্ঞপ্তি | Click Here |
অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
No comments:
Post a Comment