ANM GNM Exam 2024 :: ANM GNM পরীক্ষার তারিখ 2024
ডিয়ার স্টুডেন্টস,
এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর হল WBJEEB তাদের অফিসিয়াল ওয়েবসাইটে রাজ্যের ANM GNM পরীক্ষার্থীদের জন্য ANM GNM 2024 বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। যে বিজ্ঞপ্তিতে 2024 ANM GNM পরীক্ষার সকল নিয়মাবলী গুলি উল্লেখ করা আছে। আমরা এখন সেই বিজ্ঞপ্তির সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য গুলি দিয়ে একটি প্রতিবেদন তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
তাই তোমরা যারা চলতি বছরে উক্ত পরীক্ষায় বসতে চাও অবশ্যই নীচের প্রতিবেদনটি মনোযোগ সহকারে দেখে নাও-
Board Name | পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন্স বোর্ড (WBJEEB) |
কোর্সের নাম | অক্সিলিয়ারি নার্স মিডওয়াইফ (ANM) জেনারেল নার্স এবং মিডওয়াইফ (GNM) |
পরীক্ষার তারিখ | 14ই জুলাই 2024 (রবিবার) |
প্রশ্নের ধরন | MCQ |
ভাষা | বাংলা ও নেপালি |
পরীক্ষার সময় | 1 ঘণ্টা 30 মিনিট |
অফিশিয়াল ওয়েবসাইট | https://wbjeeb.nic.in |
ANM GNM 2024 পরীক্ষার তারিখ
WBJEEB এর অফিসিয়াল ওয়েবসাইটে ১৯শে মার্চ ২০২৪ তারিখে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করছে তাতে উল্লেখ আছে 2024 ANM GNM পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ১৪ই জুলাই ২০২৪ তারিখে (রবিবার)।
ANM GNM 2024 আবেদন করার বয়স
উক্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদন করার জন্য নুন্যতম বয়স লাগবে ১৭ বছর অর্থাৎ আবেদনকারীর জন্ম ৩১শে জুলাই ২০০৭ তারিখের আগে হতে হবে। (Upper Age Limit তুলে দেওয়া হয়েছে)
ANM GNM 2024 পরীক্ষার ধরন
২০২৪ সালে ANM GNM পরীক্ষার সিস্টেমে কোন রকম পরিবর্তন করা হয়নি।
মোট প্রশ্ন সংখ্যা : ১০০টি
মোট নম্বর : ১১৫
সময় : ১ ঘণ্টা ৩০ মিনিট
প্রশ্নের ধরন : MCQ (OMR সিটের মাধ্যমে)
মোট ক্যাটাগরি : ২টি
প্রতিটি প্রশ্নের মান :
• ক্যাটাগরি ১ :- ১ নম্বর/প্রশ্ন
• ক্যাটাগরি ২ :- ২ নম্বর/প্রশ্ন
নেগেটিভ মার্কিং : শুধুমাত্র ক্যাটাগরি ১ ক্ষেত্রে -০.২৫/প্রশ্ন
ANM GNM 2024 পরীক্ষার সিলেবাস
২০২৪ সালে ANM GNM পরীক্ষার সিলেবাস কোন রকম পরিবর্তন করা হয়নি। Syllabus Download
![]() |
ANM GNM 2024 পরীক্ষার সিলেবাস |
ANM GNM 2024 Eligibility Criteria
উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ANM এর জন্য কেবলমাত্র মেয়েরা আবেদন করতে পারবে (ANM দু'বছরের কোর্স) এবং GNM এর জন্য ছেলে এবং মেয়ে উভয়েই আবেদন করতে পারবে (GNM তিন বছরের কোর্স)।
ANM GNM 2024 শিক্ষাগত যোগ্যতা
উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে নুন্যতম ৪০% নম্বর পেয়ে পাশ করতে হবে।
ANM GNM 2024 আবেদন করার তারিখ
আবেদন শুরু | ২১শে মার্চ ২০২৪ |
আবেদন শেষ | ২১শে এপ্রিল ২০২৪ |
ANM GNM 2024 আবেদন আবেদন মূল্য
এই পরীক্ষায় আবেদন করার জন্য তপশিলি জাতি, উপজাতি ওবিসি, আর্থিক অনগ্রসর ইত্যাদি শ্রেণীর পরীক্ষার্থীদের ৩০০ টাকা আবেদন ফি জমা করতে হবে। উল্লিখিত শ্রেণি ছাড়া বাকি সমস্ত শ্রেণীর পরীক্ষার্থীদের ৪০০ আবেদন ফি জমা করতে হবে।
Official Notification :: Download Now
আরও পড়ুন - WBJEE ANM & GNM Question Paper 2023
No comments:
Post a Comment