Breaking




Thursday, 22 June 2023

ভারতের সমস্থ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী তালিকা PDF

ভারতের সমস্থ  রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী তালিকা PDF

ভারতের সমস্থ রাজ্যের রাজধানী তালিকা PDF
ভারতের সমস্থ রাজ্যের রাজধানী তালিকা PDF
সুপ্রিয় বন্ধুরা,
তোমাদের জন্য আমরা আজকে নিয়ে হাজির হয়েছি, ভারতের সমস্থ রাজ্যের রাজধানী তালিকা PDF এই পোস্টটি। যে পোস্টটির মধ্যে আমরা ভারতের ২৮টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানীর নাম গুলি খুব ভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে। যে তালিকা গুলি তোমাদের সাধান জ্ঞানের পাশাপাশি, এই টপিকটি থেকে আশা প্রশ্ন গুলির উত্তর খুব সহজে দিতে সাহায্য করবে। 
সুতরাং তোমরা আর দেরি না করে অবিলম্বে নীচের তালিকা গুলি মনোযোগ সহকারে দেখে নাও এবং নিজেকে সঠিক ভাবে একটু একটু করে প্রস্তুত করে তোল এই সমস্থ টপিক গুলি থেকে। 

ভারতের ২৮টি রাজ্যের রাজধানী তালিকা

নং রাজ্যের নাম রাজধানী
০১ অন্ধ্রপ্রদেশ অমরাবতী
০২ অরুণাচল প্রদেশ ইটানগর
০৩ অসম দিসপুর
০৪ বিহার পাটনা
০৫ ছত্তিশগড় রায়পুর
০৬ গোয়া পানাজি
০৭ গুজরাট গান্ধীনগর
০৮ হরিয়ানা চন্ডিগড়
০৯ হিমাচল প্রদেশ সিমলা
১০ ঝাড়খন্ড রাঁচি
১১ কর্ণাটক বেঙ্গালুরু
১২ কেরালা তিরুবন্তপুরম
১৩ মধ্যপ্রদেশ ভোপাল
১৪ মহারাষ্ট্র মুম্বাই
১৫ মনিপুর ইমফল
১৬ মেঘালয় শিলং
১৭ মিজোরাম আইজল
১৮ নাগাল্যান্ড কোহিমা
১৯ ওড়িশা ভুবেনশ্বর
২০ পাঞ্জাব চন্ডিগড়
২১ রাজস্থান জয়পুর
২২ সিকিম গ্যাংটক
২৩ তামিলনাড়ু চেন্নাই
২৪ তেলাঙ্গানা হায়দ্রাবাদ
২৫ ত্রিপুরা আগরতলা
২৬ উত্তরাখন্ড গাইরসান (গ্রীষ্মকালীন) দেরাদুন (শীতকালীন)
২৭ উত্তরপ্রদেশ লখনৌ
২৮ পশ্চিমবঙ্গ কলকাতা

ভারতের ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী তালিকা

নং কেন্দ্রশাশিত অঞ্চল রাজধানী
০১ আন্দামান ও নিকোবর পোর্ট ব্লেয়ার
০২ চণ্ডীগড় চণ্ডীগড়
০৩ দাদরা ও নগর হাভেলী এবং দমন ও দিউ দমন
০৪ দিল্লী নিউ দিল্লী
০৫ জম্মু-কাশ্মীর শ্রীনগর (গ্রীষ্মকালীন) জম্মু (শীতকালীন)
০৬ লাদাখ লে
০৭ পুদুচেরী পুদুচেরী
০৮ লাক্ষাদ্বীপ কাভারাত্তি

ভারতের সমস্থ রাজ্যের রাজধানী তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details  :: 

File Name: ভারতের সমস্থ  রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  162 KB 


No comments:

Post a Comment