Breaking




Monday, 2 December 2024

ভারতের বিভিন্ন রাজ্যের বিধানসভার আসন সংখ্যা তালিকা PDF

বিভিন্ন রাজ্যের বিধানসভার আসন সংখ্যা তালিকা PDF

ভারতের বিভিন্ন রাজ্যের বিধানসভার আসন সংখ্যা তালিকা [PDF]
ভারতের বিভিন্ন রাজ্যের বিধানসভার আসন সংখ্যা তালিকা [PDF]
নমস্কার বন্ধুরা...
আমরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, সমস্ত রাজ্যের বিধানসভার আসন সংখ্যা তালিকা। আমাদের আজকের পোস্টটি তোমাদের বিভিন্ন রকম ক্ষেত্রে কাজে আসবে এবং তোমরা যদি খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখে রাখতে পারো তোমাদের অবশ্যই কাজে আসবে এবং তোমাদের ভারতীয় সংবিধান সম্পর্কে নলেজ বাড়বে। 
তাই তোমরা অবিলম্বে নীচের দেওয়া তালিকাটি ভালো ভাবে চোখ বুলিয়ে নাও যাতে তোমাদের বিধানসভার আসন সম্পর্কে একটি সম্পূর্ণ ধারনা তৈরি হয়। 

বিভিন্ন রাজ্যের বিধানসভার আসন সংখ্যা

রাজ্য বিধানসভার আসন সংখ্যা
পশ্চিমবঙ্গ ২৯৪
বিহার ২৪৩
উত্তরপ্রদেশ ৪০৩
মহারাষ্ট্র ২৮৮
তামিলনাড়ু ২৩৪
মধ্যপ্রদেশ ২৩০
কর্নাটক ২২৪
গুজরাট ১৮২
অন্ধ্রপ্রদেশ ১৭৫
রাজস্থান ২০০
উড়িষ্যা ১৪৭
কেরালা ২২৪
তেলেঙ্গানা ১১৯
ঝাড়খন্ড ৮১
আসাম ১২৬
পাঞ্জাব ১১৭
ছত্তিশগড় ৯০
হরিয়ানা ৯০
দিল্লি ৭০
জম্মু-কাশ্মীর ৮৭
উত্তরাখণ্ড ৭০
হিমাচলপ্রদেশ ৬৮
ত্রিপুরা ৬০
অরুনাচলপ্রদেশ ৬০
মনিপুর ৬০
মেঘালয় ৬০
গোয়া ৪০
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ****
দাদরা ও নগরহাভেলী ****
মিজোরাম ৪০
দমন ও দিউ ****
লাদাখ ****
নাগাল্যান্ড ৬০
লাক্ষাদ্বীপ ****
সিকিম ৩২
চন্ডিগড় ****
পুদুচেরী ৩০

বিভিন্ন রাজ্যের বিধানসভার আসন সংখ্যা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details  :: 

File Name: ভারতের বিভিন্ন রাজ্যের বিধানসভার আসন সংখ্যা

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  188 KB


No comments:

Post a Comment