Breaking




Wednesday, 7 December 2022

বিভিন্ন ক্ষারকের নাম ও সংকেত তালিকা PDF

বিভিন্ন ক্ষারকের নাম ও সংকেত তালিকা PDF || List of Alkali Names and Signals PDF

বিভিন্ন ক্ষারকের নাম ও সংকেত তালিকা PDF
বিভিন্ন ক্ষারকের নাম ও সংকেত তালিকা PDF 
নমস্কার বন্ধুরা ......
তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি বিভিন্ন ক্ষারকের নাম ও সংকেত পোস্টটি। যে পোস্টটির মধ্যে থাকছে কিছু ক্ষারকের নাম এবং তাদের সংকেত গুলি প্রশ্ন আকারে। যাতে তোমাদের পড়তে এবং মনে রাখতে সুবিধা হয়। 
এই পোস্টটি একটি অন্যরকম গুরুত্বপূর্ণ পোস্ট বিভিন্ন রকম চাকরীর পরীক্ষা গুলির জন্য। তাই তোমরা প্রথমে নীচে দেওয়া প্রশ্ন গুলি ভালোভাবে মুখস্থ করে নাও আর তারপর যদি মনে হয় PDF-টি সংগ্রহ করবে সংগ্রহ করে রাখতে পারো। 

বিভিন্ন ক্ষারকের নাম ও সংকেত 

সোডিয়াম অক্সাইড এর সংকেত কি ?
Na2O 

 সোডিয়াম হাইডক্সাইড এর সংকেত কি ?
➺ NaOH

 অ্যামোনিয়াম হাইডক্সাইড এর সংকেত কি ?
➺ NH4OH

 ক্যালসিয়াম অক্সাইড এর সংকেত কি ?
➺ CaO

 পটাসিয়াম হাইডক্সাইড এর সংকেত কি ?
➺ KOH

 ক্যালসিয়াম হাইডক্সাইড এর সংকেত কি ?
➺ Ca(OH)2
ক্ষারকের সংকেত PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন

File Details :: 

File Name: বিভিন্ন ক্ষারকের নাম ও সংকেত

File Format:  PDF

No. of Pages:  1

File Size:  130 KB 


No comments:

Post a Comment