200 GK Questions Answer in Bengali PDF || 200 জেনারেল স্টাডিজ প্রশ্ন উত্তর PDF
200 জেনারেল স্টাডিজ প্রশ্ন উত্তর PDF |
নমস্কার,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি 200 সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি নিয়ে। আমরা পোস্টটির মধ্যে যে প্রশ্ন গুলি তোমাদের জন্য শেয়ার করছি সেই প্রশ্ন গুলি আগত সকল পরীক্ষার জন্য দারুন ভাবে কাজে আসবে। তাই আমরা কিছু প্রশ্ন তোমাদের নীচে নমুনা আকারে দিচ্ছি তোমরা প্রথমে প্রশ্ন গুলি দেখে নাও তারপর সম্পূর্ণ PDF-টি সংগ্রহ করে নাও এবং মুখস্ত করা শুরু করে দাও।
সাধারণ জ্ঞানের নমুনা প্রশ্নাবলী
01. স্নায়ু কোষের স্বন্দ্বদৈর্ঘ্যের প্রবর্তকের নাম লেখ ?
Ans :: ডেনড্রন
02. মেরুদণ্ডী প্রাণীদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের চারপাশে যে আবরণ থাকে তার নাম কি ?
Ans :: মেনিনজেস
03. রবীন্দ্রনাথের কোন উপন্যাসটি রাজনৈতিক ?
Ans :: গোরা।
04. টিএস এলিয়েটের কবিতার বাংলা অনুবাদ করেন কে ?
Ans :: বিষ্ণু দে
05. জল ঢেলে কেরোসিনের আগুন নেভানো যায় না, কারণ কী ?
Ans :: কেরোসিন জলের চেয়ে হালকা বলে।
06. হীরক উজ্জ্বল দেখায়, কারণ কী ?
Ans :: আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়।
07. 'সবিতা' কাব্যগ্রন্থটি কার লেখা ?
Ans :: সত্যেন্দ্ৰনাথ দত্ত।
08. ইসরাইল রাষ্ট্র কত সালে প্রতিষ্ঠিত হয় ?
Ans :: ১৯৪৮ সালে
09. পানামা খালকে কোন মহাসাগরের প্রবেশদ্বার বলা হয় ?
Ans :: প্রশান্ত মহাসাগর।
10. জাতিসংঘের বাইরে কোন শহরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয় ?
Ans :: লন্ডন।
11. কিসে ক্লোরোফিল নেই ?
Ans :: ছত্রাক এবং ব্যাকটেরিয়াতে।
12. ভারত ছাড়ো আন্দোলনের সময় মহাত্মা গান্ধীকে কোথায় আটক করে রাখা হয়েছিল ?
Ans :: আগাখান প্রাসাদে
13. ইউক্যালিপটাসের দেশ কাকে বলা হয় ?
Ans :: অস্ট্রেলিয়াকে
14. ভারতে গমনের সমুদ্র পথ কে আবিষ্কার করেন ?
Ans :: ভাস্কো দা গামা
15. প্রথম চন্দ্ৰ প্রদক্ষিণ করেন কে ?
Ans :: ফ্রাঙ্ক বরম্যান ও অ্যান্ডারস (১৬৬৮)।
16. ট্যাঙ্গানিকা হ্রদ কে আবিষ্কার করেন ?
Ans :: ক্যাপ্টেন জন স্পেক (১৮৫৬)
17. উত্তর মেরু কে আবিষ্কার করেন ?
Ans :: রবার্ট পিয়েরে(১৯০৯)
18. দক্ষিণ মেরু আবিষ্কার করেন কে ?
Ans :: আমুন্ড সেন (১৯১২)
19. আমেরিকা আবিষ্কার করেন কে ?
Ans :: ইটালীর নাবিক কলম্বাস (১৪৯৮)
20. পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ কে আবিস্কার করেন ?
Ans :: কলম্বাস(১৪৯২)
21. দেশের বৃহত্তম কাগজকল রয়েছে কোথায় ?
Ans :: বল্লালপুর (মহারাষ্ট্র)।
22. ভারতীয় সেনাবাহিনীতে প্রথম ভারতীয় সেনা প্রধান কে ছিলেন ?
Ans :: জেনারেল মহারাজ রাজেন্দ্র সিং
23. কয়টি প্রবাল দ্বীপ নিয়ে লাক্ষাদ্বীপ গঠিত হয়েছে ?
Ans :: 27 টি
24. ধাতু খোদাই এর কাছে কোন এসিড ব্যবহার করা হয় ?
Ans :: নাইট্রিক অ্যাসিড
25. জাতিসংঘের প্রথম ন্যায়পাল প্যাট্রিসিয়া ডুরাই কোন দেশের নাগরিক ?
Ans :: জ্যামাইকা।
26. বিশ্ব শিশু দিবস কবে পালন করা হয় ?
Ans :: অক্টোবর মাসের প্রথম সোমবার |
27. পৃথিবীতে প্রথম সবুজ বিপ্লব হয় কোথায় ?
Ans :: মেক্সিকো।
28. পশ্চিমবঙ্গের কোথায় রিজার্ভ ব্যাংকের নোট মুদ্রক কোথায় ?
Ans :: শালবনি তে রয়েছে
29. প্রাণীদেহে অবস্থিত এক বা একাধিক উদ্দীপকের সংবেদনশীল কোষ কে কি বলে ?
Ans :: receptor বা গ্রাহক
30. ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু কোনটি ?
Ans :: তামিলনাড়ুতে রামেশ্বরম ও মদনাম দ্বীপ সংযোগকারী ইন্দিরা গান্ধী সেতু
31. ভারতের প্রাচীনতম ও দ্বিতীয় বৃহত্তম শিল্পাঞ্চল কোনটি ?
Ans :: হুগলি শিল্পাও
32. Radioactivity শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?
Ans :: মাদাম কুরি ও বিয়ের করি
33. ভারতের কোন রাজ্যের সাথে সমুদ্র দূষণকারী টার ফেনোমেনন জড়িত ?
Ans :: গোয়া
34. দুই জার্মানি একত্রিত হয় কোন সালে ?
Ans :: ১৯৯০ সালে।
35. বাংলাদেশ বিমানের প্রতীক কী ?
Ans :: বলাকা।
36. সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কী ?
Ans :: নারিকেল জিঞ্জিরা।
37. সার্কভুক্ত কোন দেশের মাথাপিছু আয় বেশি ?
Ans :: মালদ্বীপের |
38. লোহিত গ্রহ বলা হয় কোন গ্রহকে ?
Ans :: মঙ্গল গ্রহকে।
39. ব্যাঙ্গালুরু শহরের জনক কে ?
Ans :: রামাকৃষ্ণ বালিগা
40. ইউরোপের প্লে গ্রাউন্ট বলা হয় কাকে ?
Ans :: সুইজারল্যান্ডকে
41. পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন কে ?
Ans :: নিকোলাস অটো
42. এশিয়ার দীর্ঘতম নদী কোনটি ?
Ans :: ইয়াংসিকিয়াং
43. জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় কবে ?
Ans :: ২৬ শে জুন ১৯৪৫
44. জাপানের পার্লামেন্টের নাম কি ?
Ans :: ডায়েট।
45. আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে
Ans :: পানামা খাল |
46. সৌর তাপের কত শতাংশ বায়ুমণ্ডল শোষণ করে ?
Ans :: 19%
47. পৃথিবীতে সর্বমান্য জলবায়ু অঞ্চলের সংখ্যা কত ?
Ans :: তিনটি
48. আর্দ্রতার ভিত্তিতে বর্ণথওয়েট বিশ্বকে কয়টি জলবায়ু অঞ্চলে ভাগ করেন ?
Ans :: নয় টি
49. নিউজিল্যান্ডের নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম কি ?
Ans :: ক্যান্টারবেরি
50. পৃথিবীর সর্বাধিক অরণ্য যুক্ত মহাদেশের নাম কি ?
Ans :: দক্ষিণ আমেরিকা
200 সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর PDF টি পেতে নীচের Click Here to Download-এ ক্লিক করুন
File Details ::
File Name: 200 সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর
File Format: PDF
No. of Pages: 12
File Size: 2 MB
১০০+ সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর | Click Here |
২৪ জন জৈন তীর্থঙ্কর এর তালিকা ও তাদের চিহ্ন | Click Here |
No comments:
Post a Comment