SSC CGL 2023 পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, শূন্যপদ ৭,৫০০ টি || SSC CGL Notification 2023
নমস্কার বন্ধুরা,
তোমাদের জন্য আমরা আজকে যে পোস্টটি নিয়ে হাজির হয়েছি সেই পোস্টটি তোমরা পড়লে অবশ্যই তোমরা খুসি হবে। আমাদের আজকের পোস্টটি হল, SSC CGL Notification 2023। তোমরা যারা এই বিজ্ঞপ্তিটির জন্য অপেক্ষায় ছিলে অবশ্যই তোমরা এই পোস্টটি মনোযোগ সহকারে দেখে নাও এবং এক্ষুনি আবেদন করে দাও কারন এই পদে আবেদন পর্ব শুরু হয়ে গেছে কয়েকদিন আগে থেকেই।
▎পদের নাম ➥ Group “B” এবং Group “C” এই দুই শ্রেণীতে মোট ৩৬ টি পদ আছে।
▎মোট শূন্যপদ ➥ ৭৫০০ টি
▎মাসিক বেতন ➥ ২৫,৫০০ টাকা থেকে ১,৫১,১০০ টাকা পর্যন্ত।
▎শিক্ষাগত যোগ্যতা ➥ যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন পাশ করতে হবে।
▎বয়সসীমা ➥ যেহেতু এই বিজ্ঞপ্তিতে অনেক গুলি পদের কথা বলা হয়েছে সেহেতু সবকটি পদের জন্য বয়স একনা কিছু কিছু পদের ক্ষেত্রে ১৮-২৭, কিছু কিছু পদের ক্ষেত্রে ২০-৩০ আবার কিছু কিছু পদের ক্ষেত্রে ১৮-৩২।
▎আবেদন পদ্ধতি ➥ প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে।
▎নিয়োগ পদ্ধতি ➥ Tier 1 (Qualifying) Tier 2 এই দুই ভাবে নিয়োগ করা হবে।
▎আবেদন মূল্য ➥ Gen এবং OBC প্রার্থীদের ১০০ টাকা। তবে SC, ST, PWD, ESM, Female প্রার্থীদের ক্ষেত্রে কোনোরকম টাকা লাগবে না।
▎গুরুত্বপূর্ণ তারিখ ➥
আবেদন শুরু | ৩রা এপ্রিল ২০২৩ |
আবেদন শেষ | ৩রা মে ২০২৩ |
▎গুরুত্বপূর্ণ লিংক ➥
অফিশিয়াল নোটিফিকেশন | Download Now |
আবেদন করার লিংক | Click Here |
No comments:
Post a Comment