রামকৃষ্ণ মিশনে অ্যাসিস্ট্যান্ট টিচার ও ক্লার্ক নিয়োগ বিজ্ঞপ্তি
ডিয়ার ছাত্ররা,
আজকে কেবলমাত্র তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি একটি চাকরীর খবর নিয়ে। আমাদের আজকের পোস্টটি হল, পশ্চিমবঙ্গের মালদা জেলার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরে অ্যাসিস্ট্যান্ট টিচার ও ক্লার্ক নিয়োগ বিজ্ঞপ্তিটি। তোমরা যারা এই বিজ্ঞপ্তিটিতে আগ্রহী আছো অবশ্যই তোমাদের নীচে দেওয়া যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য গুলি সম্পর্কে জেনে নাও।
▎পদের নাম ➥ অ্যাসিস্ট্যান্ট টিচার ও ক্লার্ক
▎মোট শূন্যপদ ➥ ৪টি
▎শূন্যপদের বিন্যাস ➥ অ্যাসিস্ট্যান্ট টিচার পদে- ৩টি, ক্লার্ক পদে- ১টি
▎যে সমস্ত বিসয়গুলিতে শিক্ষক নিয়োগ করা হবে ➥ ইংলিশ, পিওর সাইন্স, লাইফ সাইন্স
▎শিক্ষাগত যোগ্যতা ➥
- অ্যাসিস্ট্যান্ট টিচার পদে আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ এবং বিএড সার্টিফিকেট থাকতে হবে।
- ক্লার্ক পদে আবেদনের ক্ষেত্রে মাধ্যমিক পাশ সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে।
▎বয়সসীমা ➥ ১লা জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে প্রার্থীর বয়স
- অ্যাসিস্ট্যান্ট টিচার পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
- ক্লার্ক পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
▎আবেদন পদ্ধতি ➥ প্রার্থীকে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
▎কীভাবে আবেদন করতে হবে ➥ প্রথমে যে পদের জন্য আবেদন করছেন সেই পদের আবেদন পত্রটি প্রিন্ট আউট করতে হবে(যার লিংক নীচে দেওয়া আছে) তারপর সঠিক ভাবে আবেদন পত্রটি পূর্ণ করতে হবে, তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি যুক্ত করে একটি মুখবন্ধ খামের মধ্যে দিয়ে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদা -র নির্দিষ্ট অফিসে জমা করতে হবে।
বিঃ দ্রঃ- কেবলমাত্র পুরুষ ভারতীয় নাগরিকরা এই বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে পারবেন।
▎আবেদন মূল্য ➥
- Unreserved প্রার্থীদের জন্য ৫০০ টাকা।
- Reserved ক্যাটাগরি প্রার্থীদের জন্য ৪০০ টাকা।
- PH প্রার্থীদের জন্য ৩০০ টাকা।
▎গুরুত্বপূর্ণ তারিখ ➥
আবেদন শুরু | ৫ই এপ্রিল ২০২৩ |
আবেদন শেষ | ২০শে এপ্রিল ২০২৩ |
▎গুরুত্বপূর্ণ লিংক ➥
অফিশিয়াল নোটিফিকেশন | Download Now |
অ্যাসিস্ট্যান্ট টিচার আবেদনপত্র | Download Now |
ক্লার্ক পদের আবেদনপত্র | Download Now |
অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
No comments:
Post a Comment