Breaking




Thursday 30 March 2023

মাধ্যমিক পাশে ISRO-তে বিভিন্ন পদে প্রচুর নিয়োগ, মাসিক বেতন ৪৪,৯০০ টাকা

মাধ্যমিক পাশে ISRO-তে বিভিন্ন পদে প্রচুর নিয়োগ, মাসিক বেতন ৪৪,৯০০ টাকা

মাধ্যমিক পাশে ISRO-তে বিভিন্ন পদে প্রচুর নিয়োগ
মাধ্যমিক পাশে ISRO-তে বিভিন্ন পদে প্রচুর নিয়োগ
ডিয়ার প্রার্থী তোমাদের জন্য আমরা আজকে নিয়ে হাজির হয়েছি একটি অন্যতম চাকরীর খবর নিয়ে। আমাদের আজকের চাকরীর খবরটি হল, ISRO-তে বিভিন্ন পদে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিটি। তোমরা যারা অনেকদিন থেকে ভালো চাকরীর জন্য বসে ছিলে। অবশ্যই তোমরা এই পদের জন্য দেখতে পারো।
আমরা এই বিগপ্তটিতে সমস্থ তথ্য গুলি খুব সহজ এবং সরল ভাষায় তোমাদের জন্য নিয়ে হাজির হলা। 

পদের নাম ➥ 

Technical Assistant
Technician
Draughtsman
Heavy Vehicles Driver
Light Vehicle Driver
Fireman

মোট শূন্যপদ ➥ ৬২ টি

শূন্যপদ  বিন্যাস

Technical Assistant ২৪ টি
Technician ২৯ টি
Draughtsman ১ টি
Heavy Vehicles Driver ৫ টি
Light Vehicle Driver ২ টি
Fireman ১ টি

মাসিক বেতন

Technical Assistant ৪৪,৯০০ টাকা
Technician ২১,৭০০ টাকা
Draughtsman ২১,৭০০ টাকা
Heavy Vehicles Driver ১৯,৯০০ টাকা
Light Vehicle Driver ১৯,৯০০ টাকা
Fireman ১৯,৯০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা ➥ 

Technical Assistant প্রার্থীকে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা করা থাকলে আবেদন করতে পারবেন।
Technician প্রার্থীকে যে কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করা থাকলে আবেদন করতে পারবে এবং অবশ্যই নির্দিষ্ট ট্রেডে ITI পাস হতে হবে।
Draughtsman প্রার্থীকে Draughtsman (Civil) -এ ITI কোর্স করা থাকলে আবেদন করতে পারবে।
Heavy Vehicles Driver প্রার্থীকে যেকোনো শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ MVC Driving Licence থাকতে হবে।
Light Vehicle Driver প্রার্থীকে যেকোনো শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ LVC Driving Licence থাকতে হবে।
Fireman প্রার্থীকে মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারবেন।

বয়সসীমা ➥ ২৪শে এপ্রিল ২০২৩ তারিখ এর মধ্যে ফায়ারম্যান (Fireman) পদের জন্য প্রার্থী দের ১৮ থেকে ২৫ বছর বয়স হতে হবে। এবং অন্যান্য বিভাগের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর হতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাওয়া যাবে। 

আবেদন পদ্ধতি ➥ প্রার্থীরা কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। 

আবেদন মূল্য ➥ 
  • টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (Technical Assistant) পদের জন্য আবেদন মূল্য ৭০০ টাকা
  • অন্যান্য সমস্ত পদগুলির জন্য আবেদন মূল্য ৫০০ টাকা ধার্য করা হয়েছে।

◪ গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু ২৬শে মার্চ ২০২৩
আবেদন শেষ ২৪শে এপ্রিল ২০২৩

◪ গুরুত্বপূর্ণ লিংক ➥ 

অফিশিয়াল নোটিফিকেশন Download Now
আবেদন করার লিংক Click Here

No comments:

Post a Comment