Breaking




Friday, 7 April 2023

এপ্রিল মাসে ১৫ দিন সমস্থ ব্যাঙ্ক ছুটি, কোন কোন দিন এক্ষুনি দেখে নিন

এপ্রিল মাসে ১৫ দিন সমস্থ ব্যাঙ্ক ছুটি, কোন কোন দিন এক্ষুনি দেখে নিন

এপ্রিল মাসে ১৫ দিন সমস্থ ব্যাঙ্ক ছুটি
এপ্রিল মাসে ১৫ দিন সমস্থ ব্যাঙ্ক ছুটি
প্রিয় গ্রাহক,
তোমাদের আপনাদের কম বেশি সকলেরি ব্যাঙ্কে কিছু না কিছু কাজ থাকে। আজ KYC করা নয়তো আজ  ক্যাস নেই কাল আসুন এই সমস্থ সমস্যার জন্য ব্যাঙ্কে মাসে অনেকবারি যেতে হয়। তার জন্য আপনাদের অবশ্যই জেনে রাখতে হবে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ আর কোন কোন দিন ব্যাঙ্ক খোলা।
তাই আজ আমরা তোমাদের সেই সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা শেয়ার করছি, RBI-এর পক্ষ থেকে প্রকাশিত এপ্রিল মাসের ১৫টি ছুটির দিন এবং কারন। তোমরা অবশ্যই এই তারিখ গুলি দেখে রাখতে পারো কেনোনা ফালতু ফালতু ব্যাঙ্ক থেকে ফিরে আসার থেকে এই ছুটির দিনগুলি জেনে রাখা অনেক ভালো। 

এপ্রিল মাসে ১৫ দিন সমস্থ ব্যাঙ্ক ছুটির দিন গুলি – 

১লা এপ্রিল – নতুন আর্থিক বর্ষ শুরু ও বার্ষিক ব্যাংক এর হিসাবের জন্য এই দিন ব্যাংক বন্ধ থাকে তবে কেবলমাত্র আইজল, শিলং, শিমলা এবং চন্ডিগড়ের ঐদিন ব্যাঙ্ক খোলা ছিল।

২রা এপ্রিল – প্রথম রবিবার হওয়ার জন্য সকল ব্যাংক বন্ধ ছিলো।

৩রা এপ্রিল – মহাবীর জয়ন্তীর জন্য দেশের বেশিরভাগ রাজ্যেই ব্যাংক বন্ধ ছিলো।

৫ই এপ্রিল – জগজীবন রামের জন্মদিন উপলক্ষে হায়দ্রাবাদ জোনের অন্তর্গত সমস্ত ব্যাঙ্ক বন্ধ ছিলো।

৭ই এপ্রিল – গুড ফ্রাইডে হওয়ার জন্য দেশের সকল প্রান্তে ব্যাংক বন্ধ আছে তবে আগরতলা, আহমেদাবাদ, গুয়াহাটি, জুম্মু, জয়পুর, শ্রীনগর ও শিমলা জনের ব্যাঙ্ক গুলি খুলা আছে। 

৮ই এপ্রিল – দ্বিতীয় শনিবার হওয়ার জন্য ব্যাংক বন্ধ থাকবে।

৯ই এপ্রিল – রবিবার হওয়ার কারণে সমগ্র দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৪ই এপ্রিল – ভীম রাও আম্বেদকর এর জন্মদিনের জন্য ব্যাংক বন্ধ থাকবে তবে দিল্লি, ভূপাল, রায়পুর, শিলং ও সিমলা জোন গুলি খুলা থাকবে। 

১৫ই এপ্রিল  – পশ্চিমবঙ্গে বাংলা নববর্ষের জন্য ব্যাংক বন্ধ আবার এই একই কারণে আগরতলার ব্যাঙ্কও বন্ধ থাকবে। এছাড়াও বিহু উপলক্ষে ঐদিন অসমেও ছুটি থাকবে ব্যাঙ্কে থাকবে। এছাড়াও হিমাচল দিবস উপলক্ষে শিমলাতেও বন্ধ থাকবে ব্যাঙ্ক। ঐদিন কেরলেও ছুটি থাকবে ব্যাঙ্কে।

১৬ই এপ্রিল  – রবিবার ব্যাংক বন্ধ থাকবে সমগ্র দেশ জুরে।

১৮ই এপ্রিল  – সাব-ই-কাদ্রা উপলক্ষে জম্মু-কাশ্মীরের সব ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২১শে এবং ২২শে এপ্রিল  – ঈদের জন্য এবং চতুর্থ শনিবার হওয়ার জন্য ব্যাংক বন্ধ থাকবে কিন্তু ইদ শেষ পর্যন্ত ২১ এপ্রিল না ২২ এপ্রিল পালিত হবে তার উপর সেই ছুটির দিন নির্ভর করছে। তাই বলাই যায় এই ছুটিটা বাংলার মানুষও পাবে। তাছাড়া চতুর্থ শনিবার হওয়ায় ঐদিন এমনিতেই ছুটি থাকবে ব্যাঙ্ক।

২৩শে এপ্রিল  – রবিবার ব্যাংক বন্ধ থাকবে সমগ্র ভারত জুরে।

৩০শে এপ্রিল – মাসের শেষ রবিবার হওয়ার জন্য ব্যাংক বন্ধ থাকবে।

[বিঃ দ্রঃ- উপরের উল্লেখিত দিন গুলি ছাড়া এপ্রিল মাসের বাকি দিনগুলি ব্যাঙ্ক খুলা থাকবে।]


No comments:

Post a Comment