D.EL.ED কোর্স করে প্রাইমারী শিক্ষক ছাড়াও আর কি কি কাজের সুবিধা পাওয়া যায়
![]() |
D.EL.ED কোর্স করে প্রাইমারী শিক্ষক ছাড়া আর কি কি কাজের সুবিধা পাওয়া যায় |
আমার প্রিয় ছাত্র ছাত্রীরা তোমরা যারা D.EL.ED কোর্স করে বসে আছো এবং প্রাইমারি টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো কিন্তু পাশ করতে পারচ্ছোনা বা টেট পরীক্ষা গুলি অনেকদিন ছাড়া ছাড়া হওয়ার জন্য তোমরা টেনশনে আছো বা কি করবে বুঝে উঠতে পারচ্ছোন, বয়স পেরিয়ে যাচ্ছে এবং আরও অন্যান্য সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে আজকের পোস্টটি তোমাদের জন্য, আমরা আজকে যে পোস্টটি তোমাদের সঙ্গে শেয়ার করচ্ছি সেই পোস্টটি কিছুটা হলেও মনোবল বাড়াবে।
আমাদের আজকের পোস্টটি হল, D.EL.ED কোর্স করে কি কি কাজের সুবিধা পাওয়া যায়। আমরা আজকে এই পোস্টের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ সুযোগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা অবশ্যই দেখে নাও।
◧ D.EL.ED এর সম্পূর্ণ নাম কী ?
➦ D.EL.ED এর সম্পূর্ণ নাম হল Diploma Elementary Education যার বাংলায় অর্থ হল ডিপ্লোমা প্রাথমিক শিক্ষা।
◧ D.EL.ED কোর্স কী ?
➦ D.EL.ED হল একটি শিক্ষা প্রতিষ্ঠানিক কোর্স, যে প্রতিষ্ঠান গুলিতে ছেলে মেয়েদের শিক্ষা দেওয়া হয় কীভাবে তারা শিক্ষক বা শিক্ষিকা হবার পর স্কুলের শিশুদেরকে কিভাবে পড়াবে, কিভাবে বোঝাবে, কিভাবে শিশুদেরকে সাথে আচার আচরণ করবে এবং কীভাবে শিশুদের মতো করে শিশুদের শিক্ষা দেবে,যাতে তারা বিষয়টি বুঝতেও পারে এবং তারা আনন্দও পায় প্রভৃতি বিষয়ের সম্পর্কে শিক্ষা প্রদান করা হয়ে থাকে এবং D.EL.ED কোর্সের ক্ষেত্রে হাতের কাজ ও দক্ষতার উপর বেশি জোর দেয়।
◧ D.EL.ED কোর্সের শিক্ষার্থী নির্বাচন কিভাবে হয় ?
➦ উচ্চমাধ্যমিক পাশ ছাত্র-ছাত্রীরা এই কোর্স করার জন্য সরকারী ও বেসরকারি এই দুই ক্ষেত্রেই ভর্তি হবার জন্য চেষ্টা করতে পারে।সরকারী ও বেসরকারি কলেজে ভর্তি হতে গেলে অনলাইনে ফর্ম ফিলাপ করতে হয়। এরপর নাম্বারের ভিত্তিতে মেরিট লিস্ট বার হয়,আর এই মেরিট লিস্টের উপর ভিত্তি করেই ভর্তি নেওয়া হয় এই কোর্সে।
◧ D.EL.ED কোর্সে ভর্তি ফ্রি কত লাগে ?
➦ সরকারি ও বেসরকারি D.EL.ED কলেজে শিক্ষার্থীকে টাকা দিয়েই ভর্তি হতে হয়। এক্ষেত্রে সরকারি ভাবে এই কোর্স করলে ভর্তি ফ্রি সেইরকম ভাবে লাগেনা এবং বেসরকারি ভাবে কোর্স করলে ভর্তি ফ্রি অনাকটাই বেশি লাগে। সরকারি কলেজ গুলিতে শিক্ষার্থীর ভর্তি ফ্রি লাগেনা তবে রেজিষ্টেশন ফ্রি দিতে হয়,যেটি খুবই সামান্য অন্যদিকে বেসরকারি কলেজ গুলির ভর্তি ফ্রি ৬০,০০০ টাকা থেকে ১,৭০,০০০ টাকা, আবার কোনো কোনো সময় ২,০০,০০০ টাকা পর্যন্তও চলে যায়।
◧ D.EL.ED কোর্সে করে কি কি কাজের সুবিধা পাওয়া যায় ?
D.EL.ED কোর্স করে যে সব কাজের সুবিধা পাওয়া সেগুলি হল-
[০১] এই কোর্স করা থাকলে পশ্চিমবঙ্গ রাজ্যে প্রাইমারী (I-IV) ও আপার প্রাইমারী (V-VIII) স্কুলের ক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকা হওয়ার যায়।
[০২] এই কোর্স করা থাকলে সেন্ট্রাল স্ট্রেটে প্রাইমারী (I-IV) ও আপার প্রাইমারী (V-VIII) স্কুলের ক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকা হওয়ার যায়।
[০৩] এই কোর্স করা থাকলে নবোদয় বিদ্যালয়, নার্সারি স্কুল, মিশন স্কুল, আর্মি পাবলিক স্কুলে শিক্ষক বা শিক্ষিকা হওয়ার সুযোগ পাওয়া যায়।
[০৪] এই কোর্স করা থাকলে প্রাইভেট স্কুলের শিক্ষক বা শিক্ষিকা হওয়ার যায়।
[০৫] এই কোর্স করা থাকলে নিজস্ব স্কুল খুলতে পারবে।
[০৬] এই কোর্স করা থাকলে অনলাইনে টিচিং করাতে পারবে।
[০৭] এই কোর্স করা থাকলে স্কুলের লাইব্রেরিয়ান হওয়ার যায়।
No comments:
Post a Comment