Breaking




Thursday, 19 September 2024

মুঘল সম্রাট ও তাদের শাসনকাল তালিকা PDF | মুঘল সাম্রাজ্যের বংশ তালিকা PDF

মুঘল সম্রাট ও তাদের শাসনকাল তালিকা PDF | মুঘল সাম্রাজ্যের বংশ তালিকা PDF

ভারতে মুঘল সম্রাটদের শাসনকাল তালিকা [PDF]
মুঘল সম্রাটদের শাসনকাল তালিকা PDF
Hello বন্ধুরা ...
আমরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, মুঘল সম্রাটদের তালিকা PDF টি। যে PDF-টিতে খুব সুন্দর ভাবে ভারতে মুঘল সাম্রাজ্যের প্রথম থেকে শেষ পর্যন্ত সম্রাটদের নাম এবং তারা কত বছর শাসনকার্য চালিয়ে ছিল দেওয়া আছে। যে PDF-টি তোমাদের আগত বিভিন্ন পরীক্ষার জন্য বিশেষ ভাবে কাজে আসতে চলেছে। 
তাই তোমরা প্রথমে নীচে দেওয়া তালিকাটি খুব মনোযোগ সহকারে মুখস্থ করে নেবে এবং তার পর PDF-টি সংগ্রহ করে নেবে যাতে পরবর্তী সময়ে অফলাইনে পড়তে পারো। 

মুঘল সাম্রাজ্যের কিছু কথা ঃ 

পানিপথের প্রথম যুদ্ধে ইবরাহিম লোদির বিরুদ্ধে বাবরের জয়ের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের সূচনা হয়।মুঘল সম্রাটরা ছিলেন মধ্য এশিয়ার টার্কো-মঙ্গোল বংশোদ্ভূত। তারা চাগতাই খান ও তৈমুরের মাধ্যমে চেঙ্গিস খানের বংশধর। ১৫৫৬ সালে আকবরের ক্ষমতারোহণের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের ধ্রূপদী যুগ শুরু হয়।আকবর ও তার ছেলে জাহাঙ্গীরের শাসনামলে ভারতে অর্থনৈতিক প্রগতি বহুদূর অগ্রসর হয়। আকবর অনেক হিন্দু রাজপুত রাজ্যের সাথে মিত্রতা করেন। কিছু রাজপুত রাজ্য উত্তর পশ্চিম ভারতে মুঘলদের বিরুদ্ধে প্রতিরোধ জারি রাখে কিন্তু আকবর তাদের বশীভূত করতে সক্ষম হন।
এইভাবে একেরপর এক মুঘল সম্রাটরা ভারতে বংশ পরম্পরায় তাদের শাসনকার্য চালিয়ে যায়। নীচে মুঘল সাম্রাজ্যের সকল সম্রাটদের নাম এবং তাদের শাসনকাল গুলি উল্লেখ করা হল।

ভারতে মুঘল সম্রাটদের শাসনকাল তালিকা
 
মুঘল সম্রাট শাসনকাল
জাহির উদ্দিন মহম্মদ বাবর ১৫২৬ থেকে ১৫৩০
নাসিরউদ্দিন মহম্মদ হুমায়ুন ১৫৩০ থেকে ১৫৪০
জালালউদ্দিন মহম্মদ আকবর ১৫৫৬ থেকে ১৬০৫
নুরউদ্দিন মহম্মদ জাহাঙ্গির ১৬০৫ থেকে ১৬২৭
শিহাবউদ্দিন শাহজাহান ১৬২৭ থেকে ১৬৫৭
মুহিউদ্দিন মহম্মদ ঔরাঙ্গজেব আলমগির ১৬৫৮ থেকে ১৭০৭
মহম্মদ আজম শাহ ১৭০৭
বাহাদুর শাহ ১৭০৭ থেকে ১৭১২
জাহান্দার শাহ ১৭১২ থেকে ১৭১৩
ফারুক শিয়র ১৭১৩ থেকে ১৭১৯
রফি উদ দারাজাত ১৭১৯
রফি উদ ১৭১৯
নিকুশিয়র ১৭১৯
মহম্মদ শাহ ১৭১৯ থেকে ১৭২০
মহম্মদ ইব্রাহিম ১৭২০
মহম্মদ শাহ ১৭২০ থেকে ১৭৪৮
আহম্মদ শাহ বাহাদুর ১৭৪৮ থেকে ১৭৫৪
দ্বিতীয় আলমগির ১৭৫৪ থেকে ১৭৫৯
তৃতীয় শাহজাহান ১৭৬০
দ্বিতীয় শাহ আলম ১৭৫৯ থেকে ১৮০৬
দ্বিতীয় আকবর শাহ ১৮০৬ থেকে ১৮৩৭
দ্বিতীয় বাহাদুর শাহ ১৮৩৭ থেকে ১৮৫৭
মুঘল সম্রাটদের তালিকা  PDF  টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: মুঘল সম্রাটদের শাসনকাল

File Format:  PDF

No. of Pages:  01

File Size:  165 KB



আরও পোস্টের নাম পোস্টের লিঙ্ক
ভারতের ঐতিহাসিক সন্ধি ও চুক্তি সমুহClick Here

No comments:

Post a Comment