Breaking




Thursday, 19 September 2024

RRB NTPC নিয়োগ 2024 | RRB NTPC Recruitment 2024

RRB NTPC নিয়োগ 2024 | RRB NTPC Recruitment 2024

RRB NTPC নিয়োগ 2024
RRB NTPC নিয়োগ 2024
হ্যালো বন্ধুরা,
আজকে আমরা তোমাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি একটি দারুন চাকরির খবর নিয়ে, যে নিয়োগটি তোমাদের অবশ্যই কাজে আশে। গত কয়েকদিন আগে ভারতীয় রেলওয়ের পক্ষথেকে 2024 RRB NTPC নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। আমরা আজকে তারই একটি প্রতিবেদন তোমাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি।
অতএব ভারতীয় রেলওয়েতে চাকরির করার যাদের স্বপ্ন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ এসেছে তাই দেরি না করে নীচের দেওয়া প্রতিবেদনটি খুব ভালোভাবে দেখে নাও এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে দাও-
RRB NTPC নিয়োগ বিজ্ঞপ্তি ওভারভিউ 

নিয়োগের পদ RRB NTPC
রিক্রুটমেন্ট বোর্ড Railway Recruitment Board
মোট শূন্য পদ ৮১১৩টি
মাসিক বেতন ২৯,২০০ – ৩৫,৪০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েশন পাশ
আবেদন শুরুর তারিখ 14/09/2024
আবেদনের শেষ তারিখ 15/10/2024
অফিশিয়াল ওয়েবসাইট rrbapply.gov.in

⚫ নিয়োগ সংস্থা :: Railway Recruitment Board

⚫ পদের নাম :: RRB NTPC

⚫ পদের বিন্যাস :: 
  1. চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার
  2. স্টেশন মাস্টার
  3. গুডস ট্রেন ম্যানেজার
  4. জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট
  5. সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট
⚫ মোট শুন্যপদ :: ৮১১৩টি

⚫ শূন্যপদের বিন্যাস :: 

পদের নাম শুন্যপদ
চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার ১৭৩৬টি
স্টেশন মাস্টার ৯৯৪টি
গুডস ট্রেন ম্যানেজার ৩১৪৪টি
জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট ১৫০৭টি
সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ৭৩২টি
মোট ৮১১৩টি

⚫ বয়সসীমা :: ১লা জানুয়ারি ২০২৫ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে বয়স হতে হবে। 

⚫ বেতন :: 
পদের নাম বেতন
চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার ৩৫,৪০০ টাকা
স্টেশন মাস্টার ৩৫,৪০০ টাকা
গুডস ট্রেন ম্যানেজার ২৯,২০০ টাকা
জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট ২৯,২০০ টাকা
সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ২৯,২০০ টাকা

⚫ যোগ্যতা :: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন পাশ করা থাকলেই যে কোন প্রার্থী আবেদন করতে পারবে।

⚫ আবেদন মূল্য :: 
  • Gen দের জন্য নির্ধারিত আবেদন মূল্য ৫০০ টাকা
  • বাকি অন্যান্য দের জন্য আবেদন মূল্য ২৫০ টাকা

⚫ আবেদন পদ্ধতি :: প্রার্থীরা কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

⚫ নিয়োগ পদ্ধতি :: 
  • Computer Based Test (CBT)
  • Computer Based Test (CBT) {2nd Stage}
  • Typing Skill
  • Document Verification
⚫ গুরুত্বপূর্ণ তারিখ ::

আবেদন শুরু  ১৪ই সেপ্টেম্বর ২০২৪
আবেদন শেষ ১৫ই অক্টোবর ২০২৪

⚫ গুরুত্বপূর্ণ লিংক ::

অফিশিয়াল বিজ্ঞপ্তি Click Here
ওয়েবসাইট Click Here
টেলিগ্রাম চ্যানেল লিংক Click Here


No comments:

Post a Comment