Breaking




Saturday, 14 September 2024

SSC GD নিয়োগ 2024: SSC GD-তে মাধ্যমিক পাশে 8টি পদে 39 হাজার কর্মী নিয়োগ

SSC GD নিয়োগ 2024: SSC GD-তে মাধ্যমিক পাশে 8টি পদে 39 হাজার কর্মী নিয়োগ

SSC GD নিয়োগ 2024: SSC GD-তে মাধ্যমিক পাশে 8টি পদে 39 হাজার কর্মী নিয়োগ
SSC GD নিয়োগ 2024: SSC GD-তে মাধ্যমিক পাশে 8টি পদে 39 হাজার কর্মী নিয়োগ
নমস্কার বন্ধুরা,
ইতিমধ্যে SSC GD-এর পক্ষ থেকে বহু সংখ্যক কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে BSF, CISF, CRPF, SSB, ITBP, AR, SSF এবং NCB এই ৮টি পদে নিয়োগের কথা বলা হয়েছে, যে পদ গুলিতে রাজ্যের যে কোন স্থানের মহিলা বা পুরুষ উভয়েই আবেদন করতে পারবে।
তাই তোমরা আবেদন করা আগে অবশ্যই আমাদের দেওয়া নীচের প্রতিবেদনটি মনোযোগ সহকারে দেখে নাও আর নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে দাও- 

SSC GD নিয়োগ 2024 Overview

নিয়োগের পদ SSC GD Constable
রিক্রুটমেন্ট বোর্ড স্টাফ সিলেকশন কমিশন (SSC)
মোট শূন্য পদ পুরুষ ৩৫,৬১২ টি
মহিলা ৩৮৬৯ টি
মাসিক বেতন ১৮,০০০ – ৫৬,৯০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ
আবেদন শুরুর তারিখ 05/09/2024
আবেদনের শেষ তারিখ 14/10/2024

নিয়োগ সংস্থা :: স্টাফ সিলেকশন কমিশন (SSC)

পদের নাম :: SSC GD

পদের বিন্যাস :: BSF, CISF, CRPF, SSB, ITBP, AR, SSF এবং NCB এই ৮টি পদ

মোট শুন্যপদ :: 39,481 টি

শূন্যপদের বিন্যাস :: 
  • পুরুষ : 35,612 জন 
  • মহিলা : 3,869 জন 
বয়সসীমা :: ১লা জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হয়ে হবে। তবে সংরক্ষিত দের জন্য বয়সের ছাড় আছে।

বেতন :: ১৮,০০০ – ৫৬,৯০০ টাকা

যোগ্যতা :: আবেদন করার প্রার্থীর যোগ্যতা হিসাবে যেকোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করেই থাকলে আবেদন করা যাবে।

আবেদন মূল্য :: Gen, EWS এবং OBC জন্য নির্ধারিত আবেদন মূল্য ১০০ টাকা। তফসিলী জাতি এবং উপজাতি, এক্স সার্ভিসম্যান এবং মহিলাদের জন্য কোনরকম আবেদন মূল্য লাগবে না।

আবেদন পদ্ধতি :: ইচ্ছুক প্রার্থীরা কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।

নিয়োগ পদ্ধতি :: প্রার্থী নির্বাচন করা হবে কম্পিউটার বেসড টেস্ট, ফিজিক্যাল টেস্ট এবং মেডিকেল টেস্টের এই তিনটি পদ্ধতির মাধ্যমে।

গুরুত্বপূর্ণ তারিখ ::

আবেদন শুরু  ৫ই সেপ্টেম্বর ২০২৪
আবেদন শেষ ১৪ই অক্টোবর ২০২৪

গুরুত্বপূর্ণ লিংক ::

অফিশিয়াল বিজ্ঞপ্তি Click Here
ওয়েবসাইট Click Here
টেলিগ্রাম চ্যানেল লিংক Click Here

No comments:

Post a Comment