Breaking




Monday 22 April 2024

ভারতের ঐতিহাসিক সন্ধি ও চুক্তি সমুহ PDF | List of Historical Peaces and Treaties in India PDF in Bengali

ভারতের ঐতিহাসিক সন্ধি ও চুক্তি তালিকা PDF | List of Historical Peaces and Treaties in India

ভারতের ঐতিহাসিক সন্ধি ও চুক্তি
ভারতের ঐতিহাসিক সন্ধি ও চুক্তি
হ্যালো বন্ধুরা,
আমরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভারতের ঐতিহাসিক সন্ধি ও চুক্তি-এই গুরুত্বপূর্ণ পোস্টটি। যে PDF-টিতে ভারতে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ সন্ধি/ চুক্তির নাম, তার সাল এবং কাদের মধ্যে সেই চুক্তি হয়ে ছিল সেই সমস্থ কিছু গুরুত্বপূর্ণ তথ্য গুলি খুব সুন্দর ভাবে গুছিয়ে দেওয়া আছে। তোমরা অবশ্যই সেই সমস্থ কিছুর তালিকাটি ভালভাবে মুখস্থ করে নাও এবং PDF-টি সংগ্রহ করে নাও পরবর্তী সময়ে অফলাইনে পড়ার জন্য।

ভারতের ঐতিহাসিক সন্ধি ও চুক্তি সমুহের তালিকা 
 
সন্ধি/চুক্তি সাল স্বাক্ষরিত হয়
পুনা চুক্তি ১৯৩২ মহাত্মা গান্ধী ও আম্বেদকর
গান্ধী-আরউইন চুক্তি ১৯৩১ গান্ধী ও আরউইন
রাওয়ালপিন্ডির সন্ধি ১৯১৯ আমীর আমান উল্লাহ ও ইংরেজ
লখনৌ চুক্তি ১৯১৬ কংগ্রেস ও মুসলিম লিগ
গণ্ডমার্কের সন্ধি ১৮৭৯ লর্ড লিটন ও ইয়াকুব খাঁ
লাহোর চুক্তি ১৮৪৬ ইংরেজ ও শিখ
ইয়ান্দাবুর সন্ধি ১৮২৬ ব্রহ্মরাজ বোদোপায়া ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া
গোয়ালিয়রের সন্ধি ১৮১৭ দৌলত রাও সিন্ধিয়া ও ইংরেজ
সগৌলির সন্ধি ১৮১৬ নেপালরাজ অমর সিংহ থাপা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি
অমৃতসর সন্ধি ১৮০৯ রণজিৎ সিংহ ও লর্ড মিন্টোর দূত চার্লস মেটকাফ
দেওগাঁও সন্ধি ১৮০৩ ইংরেজ ও সিন্ধিয়া
বেসিনের সন্ধি ১৮০২ পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও লর্ড ওয়েলেসলি
শ্রীরঙ্গপত্তনমের সন্ধি ১৭৯২ টিপু সুলতান ও ইংরেজ
ম্যাঙ্গালোর সন্ধি ১৭৮৪ টিপু সুলতান ও ইংরেজ
সলবাই সন্ধি ১৭৮২ ইংরেজ ও মারাঠা
ওয়াড়গাঁও চুক্তি ১৭৭৯ ইংরেজ ও মারাঠা
সুরাটের সন্ধি ১৭৭৫ ইংরেজ ও রঘুনাথ রাও
মাদ্রাজের সন্ধি ১৭৬৯ ইংরেজ ও হায়দার আলী
এলাহাবাদের দ্বিতীয় সন্ধি ১৭৬৫ রবার্ট ক্লাইভ ও বাদশাহ দ্বিতীয় শাহ
এলাহাবাদের প্রথম সন্ধি ১৭৬৫ রবার্ট ক্লাইভ ও সুজাউদ্দৌলা
ঔরঙ্গাবাদের চুক্তি  ১৭৬৩ মারাঠা ও নিজাম
আলিনগরের সন্ধি ১৭৫৭ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও সিরাজউদ্দৌলা
আই-লা-স্যাপেলের সন্ধি ১৭৪৮ ইংরেজ ও ফরাসি
শালিমার চুক্তি ১৭৩৯ তৃতীয় মহম্মদ শাহ ও নাদির শাহ
ওয়ার্নার সন্ধি ১৭৩১ দ্বিতীয় শম্ভুজী ও শাহু বাজীরাও
পুরন্দরের সন্ধি ১৬৬৫ মুঘল সেনাপতি জয়সিংহ ও শিবাজি

ভারতের ঐতিহাসিক সন্ধি ও চুক্তি PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন

File Details :: 

File Name: ভারতের ঐতিহাসিক সন্ধি ও চুক্তি

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  344 KB



আরও পোস্টের নাম পোস্টের লিঙ্ক
প্রাচীন ভারতের গুরুত্বপূর্ণ গ্রন্থ ও রচয়িতা Click Here
বিখ্যাত ব্যক্তিদের ঘোড়ার নাম তালিকাClick Here

No comments:

Post a Comment