Breaking




Thursday 25 April 2024

প্রাচীন ভারতের গুরুত্বপূর্ণ গ্রন্থ ও রচয়িতা তালিকা PDF | Important Books and Authors of India In Bengali PDF

প্রাচীন ভারতের গুরুত্বপূর্ণ গ্রন্থ ও রচয়িতা তালিকা PDF | Important Books and Authors of India In Bengali PDF

প্রাচীন ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রন্থ ও রচয়িতা তালিকা PDF || Important Books and Authors of India In Bengali PDF
প্রাচীন ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রন্থ ও রচয়িতা তালিকা PDF || Important Books and Authors of India In Bengali PDF
Hello Friends,
আমরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রাচীন ভারতের উল্লেখযোগ্য গ্রন্থ ও রচয়িতা-যে PDF-টি তোমরা কোনো রমকম সময় নষ্ট না করে অবশ্যই সংগ্রহ করে নাও। কারন এই পোস্টটি খুবি গুরুত্বপূর্ণ একটি পোস্ট সমস্থ রকম পরীক্ষার জন্য। এই টপিকটি এতটাই গুরুত্বপূর্ণ যে এই টপিকটি থেকে প্রশ্ন একটা হলেও আসে। 
তাই তোমরা অবশ্যই এই পোস্টটি মন দিয়ে পড়ো এবং এবং মুখস্থ রাখো। যাতে বিভিন্ন পরীক্ষায় আসা এই  টপিকের প্রশ্ন গুলি খুব সহজেই উত্তর দিতে পারো।

প্রাচীন ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রন্থ ও রচয়িতা
 
গ্রন্থের নাম রচয়িতা
গীতগোবিন্দ জয়দেব
পঞ্চতন্ত্র বিষ্ণুশর্মা
অভিজ্ঞান শকুন্তলম কালিদাস
মুদ্রারাক্ষস বিশাখদত্ত
মৃচ্ছকটিকম শূদ্রক
অর্থশাস্ত্র কৌটিল্য
সুশ্রুত সংহিতা সুশ্রুত
রামচরিত সন্ধ্যাকর নন্দী
অষ্টাধ্যায়ী পাণিনি
বুদ্ধচরিত অশ্বঘোষ
চরকসংহিতা চরক
কথাসরিৎসাগর সোমদেব
মত্তবিলাস মহেন্দ্রবর্মন
দানসাগর বল্লাল সেন
ভোজপ্রবন্ধ বল্লাল
চাচনামা কাজী ইসমাইল
দশকুমারচরিত ডণ্ডিণ
মহাভাষ্য পতঞ্জলি
রামচরিতমানস গোস্বামী তুলসীদাস
মেঘদূতম কালিদাস
পঞ্চসিদ্ধান্তিকা বরাহমিহির
দায়ভাগ জীমূতবাহন
রত্নাবলী হর্ষবর্ধন
নাট্যশাস্ত্র ভরতমুনি
মঙ্গলকাব্য বিজয়গুপ্ত
পবনদূত ধোয়ী
আয়ুর্বেদ দীপিকা চক্রপাণি দত্ত
যুক্তিকল্পতরু ভোজ
অমরকোষ অমরসিংহ
কামসূত্র বাৎসায়ন
প্রাচীন ভারতের গ্রন্থ ও রচয়িতা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন

File Details :: 

File Name: প্রাচীন ভারতের উল্লেখযোগ্য গ্রন্থ ও রচয়িতা

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  244 KB



আরও পোস্টের নাম পোস্টের লিঙ্ক
প্রথম পুরস্কার জয়ী ভারতীয়দের তালিকা Click Here
বিখ্যাত ব্যক্তিদের ঘোড়ার নাম তালিকাClick Here

No comments:

Post a Comment