প্রথম পুরস্কার জয়ী ভারতীয়দের তালিকা PDF | First Indian Award Winner
![]() |
| প্রথম পুরস্কার জয়ী ভারতীয়দের তালিকা PDF || First Indian Award Winner |
Hello Friends...
আমরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করচ্ছি প্রথম পুরস্কার জয়ী ভারতীয় তালিকা PDF-টি তোমার অবশ্যই নীচের দেওয়া তালিকাটি মুখস্থ করে নাও কারন এই টপিকটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক এই টপিকটি থেকে প্রশ্ন আসার সম্ভবনা অনেকটাই।
এই টপিকটি থেকে ➤মহিলা হিসাবে প্রথম ভারতরত্ন পান কে ? ➤ প্রথম অস্কার জয়ী ভারতীয় কে ছিলেন ? ➤ প্রথম ভারতীয় হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার পান কে ? এই রকমের প্রশ্ন আসে। সুতরাং তোমরা কোনো রকম সময়ের অপচয় না করে অবিলম্বে PDF-টি সংগ্রহ করে নাও।
প্রথম পুরস্কার জয়ী ভারতীয়দের তালিকা
| পুরস্কার | প্রথম বিজয়ীর নাম |
|---|---|
| প্রথম ভারতীয় নোবেল জয়ী | রবীন্দ্রনাথ ঠাকুর |
| প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পান | বিশ্বনাথন আনন্দ |
| প্রথম ভারতরত্ন পান | রাজাগোপালাচারী |
| রাষ্ট্রপতি হিসাবে প্রথম ভারতরত্ন পান | ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণ |
| খেলোয়াড় হিসাবে প্রথম ভারতরত্ন পান | শচীন তেন্ডুলকার |
| প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার পান | দেবিকা রাণী |
| মহিলা হিসাবে প্রথম ভারতরত্ন পান | ইন্দিরা গান্ধী |
| বৈজ্ঞানিক হিসাবে প্রথম ভারতরত্ন পান | সি.ভি. রমন |
| প্রথম পরমবীর চক্র পান | মেজর সোমনাথ শর্মা |
| মহিলা হিসাবে প্রথম অশোক চক্র পান | নির্জা ভানত |
| প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পান | আর.কে. নারায়ণ |
| প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান | জি. সংকরা কুরূপ |
| ক্রিকেটার হিসাবে প্রথম অর্জুন পুরস্কার পান | সালিম দুরানী |
| প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড | রীতা ফারিয়া |
| প্রথম ভারতীয় মিস ইউনিভার্স | সুস্মিতা সেন |
| বৈজ্ঞানিক হিসাবে প্রথম নোবেল পান | স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রামন |
| মহিলা হিসাবে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পান | কর্ণম মালেশ্বরী |
| শিল্পপতি হিসাবে প্রথম ভারতরত্ন পান | জে. আর. ডি. টাটা |
| প্রথম অশোক চক্র পান | নায়েক নরবাহাদুর থাপা, ফ্লাইট লেফটেন্যান্ট সুহাস বিশ্বাস, হাবিলদার বচিত্তর সিং |
| প্রথম ধ্যানচাঁদ পুরস্কার পান | সাহুরাজ বিরাজদার, অশোক দিবান, অপর্ণা ঘোষ |
| মহিলা হিসাবে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান | আশাপূর্না দেবী |
| মহিলা হিসাবে প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পান | অমৃতা প্রীতম |
| প্রথম অস্কার জয়ী ভারতীয় | ভানু আথাইয়া |
| মরণোত্তর প্রথম ভারতরত্ন পান | লাল বাহাদুর শাস্ত্রী |
প্রথম পুরস্কার জয়ী ভারতীয়দের তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details ::
File Name: প্রথম পুরস্কার জয়ী ভারতীয়দের তালিকা
File Format: PDF
No. of Pages: 02
File Size: 299 KB
| আরও পোস্টের নাম | পোস্টের লিঙ্ক |
|---|---|
| ভারতের বিভিন্ন বিখ্যাত সেতু বা ব্রিজ | Click Here |
| ভারতের ঐতিহাসিক ষড়যন্ত্র মামলা | Click Here |

No comments:
Post a Comment