Breaking




Thursday, 16 May 2024

প্রথম পুরস্কার জয়ী ভারতীয়দের তালিকা PDF | First Indian Award Winner

প্রথম পুরস্কার জয়ী ভারতীয়দের তালিকা PDF | First Indian Award Winner

প্রথম পুরস্কার জয়ী ভারতীয়দের তালিকা PDF || First Indian Award Winner
প্রথম পুরস্কার জয়ী ভারতীয়দের তালিকা PDF || First Indian Award Winner
Hello Friends...
আমরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করচ্ছি প্রথম পুরস্কার জয়ী ভারতীয় তালিকা PDF-টি তোমার অবশ্যই নীচের দেওয়া তালিকাটি মুখস্থ করে নাও কারন এই টপিকটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক এই টপিকটি থেকে প্রশ্ন আসার সম্ভবনা অনেকটাই।

এই টপিকটি থেকে মহিলা হিসাবে প্রথম ভারতরত্ন পান কে ?  প্রথম অস্কার জয়ী ভারতীয় কে ছিলেন ?  প্রথম ভারতীয় হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার পান কে ? এই রকমের প্রশ্ন আসে। সুতরাং তোমরা কোনো রকম সময়ের অপচয় না করে অবিলম্বে PDF-টি সংগ্রহ করে নাও।

প্রথম পুরস্কার জয়ী ভারতীয়দের তালিকা
 
পুরস্কার প্রথম বিজয়ীর নাম
প্রথম ভারতীয় নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর
প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পান বিশ্বনাথন আনন্দ
প্রথম ভারতরত্ন পান রাজাগোপালাচারী
রাষ্ট্রপতি হিসাবে প্রথম ভারতরত্ন পান ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণ
খেলোয়াড় হিসাবে প্রথম ভারতরত্ন পান শচীন তেন্ডুলকার
প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার পান দেবিকা রাণী
মহিলা হিসাবে প্রথম ভারতরত্ন পান ইন্দিরা গান্ধী
বৈজ্ঞানিক হিসাবে প্রথম ভারতরত্ন পান সি.ভি. রমন
প্রথম পরমবীর চক্র পান মেজর সোমনাথ শর্মা
মহিলা হিসাবে প্রথম অশোক চক্র পান নির্জা ভানত
প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পান আর.কে. নারায়ণ
প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান জি. সংকরা কুরূপ
ক্রিকেটার হিসাবে প্রথম অর্জুন পুরস্কার পান সালিম দুরানী
প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড রীতা ফারিয়া
প্রথম ভারতীয় মিস ইউনিভার্স সুস্মিতা সেন
বৈজ্ঞানিক হিসাবে প্রথম নোবেল পান স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রামন
মহিলা হিসাবে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পান কর্ণম মালেশ্বরী
শিল্পপতি হিসাবে প্রথম ভারতরত্ন পান জে. আর. ডি. টাটা
প্রথম অশোক চক্র পান নায়েক নরবাহাদুর থাপা, ফ্লাইট লেফটেন্যান্ট সুহাস বিশ্বাস, হাবিলদার বচিত্তর সিং
প্রথম ধ্যানচাঁদ পুরস্কার পান সাহুরাজ বিরাজদার, অশোক দিবান, অপর্ণা ঘোষ
মহিলা হিসাবে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান আশাপূর্না দেবী
মহিলা হিসাবে প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পান অমৃতা প্রীতম
প্রথম অস্কার জয়ী ভারতীয় ভানু আথাইয়া
মরণোত্তর প্রথম ভারতরত্ন পান লাল বাহাদুর শাস্ত্রী

প্রথম পুরস্কার জয়ী ভারতীয়দের তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন

File Details :: 

File Name: প্রথম পুরস্কার জয়ী ভারতীয়দের তালিকা

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  299 KB



আরও পোস্টের নাম পোস্টের লিঙ্ক
ভারতের বিভিন্ন বিখ্যাত সেতু বা ব্রিজ Click Here
ভারতের ঐতিহাসিক ষড়যন্ত্র মামলা Click Here

No comments:

Post a Comment