Breaking




Thursday, 16 May 2024

বিভিন্ন সরকারি স্কলারশিপের তালিকা, ওয়ান থেকে হাইয়ার লেভেল স্টাডি পর্যন্ত

বিভিন্ন সরকারি স্কলারশিপের নাম তালিকা, ওয়ান থেকে হাইয়ার লেভেল স্টাডি পর্যন্ত

বিভিন্ন সরকারি স্কলারশিপের নাম তালিকা
বিভিন্ন সরকারি স্কলারশিপের নাম তালিকা
ডিয়ার ছাত্রছাত্রীরা,
আজকে তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি একটি খুবই দরকারি একটি পোস্ট নিয়ে। যে পোস্টটি তোমরা যারা এখন পড়াশোনা করছো তোমাদের জন্য দারুন একটি পোস্ট। আমাদের আজকের পোস্টটি হল, ছাত্রছাত্রীরা কত রকমের সরকারি স্কলারশিপ পেতে পারে ? অর্থাৎ ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন সরকারি স্কলারশিপের তালিকা। তোমারা পোস্টটির টাইটেল দেখেই বুঝে গেছো যে তোমাদের জন্য কতটা দরকারি একটি পোস্টটি। তাই তোমরা কোনো রকম সময় নষ্ট না করে তাড়াতাড়ি নীচের তালিকা দেখে নাও।

আমরা সকলেই জানি যে কেন্দ্র,রাজ্য সরকার এবং বিভিন্ন রকম বেসরকারি কোম্পানি উভয়েই বিভিন্ন রকম ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে, গরীব বাড়ির ছেলে মেয়েদের পড়াশোনার জন্য অর্থ কোনো রকম বাধা না হয়ে দাঁড়ায়। তার জন্য সরকারের একটি অন্যতম উদ্যোগ হল স্কলারশিপ। যাতে যে সমস্থ গরীব বাড়ির ছেলেমেয়েরা যারা পড়াশোনায় ভালো তারা এই স্কলারশিপ পেয়ে উচ্চ শিক্ষা লাভ করতে পারে।

তোমরা যারা এখন পড়াশোনা করছো তোমরা হয়তো অনেকেই আছো যারা কেন্দ্র ও রাজ্য সরকারে দেওয়া হাতে গুনা দু'একটা স্কলারশিপের নামই জানো। অনেকেই আছো যারা হয়তো জানোই না যে সরকার ছেলে মেয়েদের উচ্চ শিক্ষার জন্য একাধিক স্কলশিপের ব্যবস্থা করে রেখেছে। তাই তোমরা যারা সেই সমস্থ স্কলারশিপ গুলি সম্পর্কে জানোনা তোমাদের জন্য আমাদের আজকের এই পোস্টটি।

আমাদের আজকের পোস্টটির মধ্যে যে সমস্থ স্কলারশিপ গুলির সম্পর্কে বলবো সেই স্কলারশিপ গুলি ওয়ান থেকে ফাইভ, সিক্স থেকে নাইন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক ও হাইয়ার লেভেল স্টাডি পর্যন্ত সকলের জন্য। তাই তোমরা সকলেই এই তালিকা খুব মনোযোগ সহকারে দেখে নাও।
আমরা কেবল স্কলারশিপ গুলি নাম তোমাদের সঙ্গে শেয়ার করবোনা তার পাশাপাশি সেই স্কলারশিপ গুলির অফিশিয়াল ওয়েবসাইট গুলির নাম ও দিয়ে দেবো যাতে তোমাদের সুবিধা হয়। 

বিভিন্ন সরকারি স্কলারশিপের তালিকা

স্কলারশিপের নাম ওয়েবসাইটের নাম
ঐক্যশ্রী স্কলারশিপ wbmdfcscholarship.in
স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ svmcm.wbhed.gov.in
মেধাবী স্কলারশিপ medhavionline.org
অতুল মাহেস্বরী স্কলারশিপ www.foundation.amarujala.com
নবান্ন ও উত্তরকন্যা স্কলারশিপ wbcmo.gov.in
ইন্সপায়ার স্কলারশিপ online-inspire.gov.in
শিক্ষাশ্রী স্কলারশিপ anagrasarkalyan.gov.in
ওয়োসিস স্কলারশিপ (ST/SC/OBC) oasis.gov.in
জগদীশ বোস ন্যাশনাল ট্যালেন্ট সার্চ স্কলারশিপ jbnsts.ac.in
HDFC স্কলারশিপ www.buddy4study.com
MI স্কলারশিপ www.buddy4study.com
Central Sector Scheme of Scholarship scholarships.gov.in
প্রগতি স্কলারশিপ www.aicte-pragati-saksham-gov.in
সিতারাম জিন্দাল স্কলারশিপ www.sitaramjindalfoundation.org
বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি স্কলারশিপ www.vidhyaa.in
বিদ্যাসারথী স্কলারশিপ www.vidyasaarathi.co.in
হিন্দি স্কলারশিপ স্কিম wbchse.nic.in
আলো স্কলারশিপ প্রকল্প aalo.org.in
অনন্ত মেট স্কলারশিপ www.ananteducation.org
সর্দার প্যাটেল স্কলারশিপ www.spuvvn.edu
ডঃ আব্দুল কালাম স্কলারশিপ nif.org.in
প্রধানমন্ত্রী স্কলারশিপ ksb.gov.in
পারম্পরিক স্কলারশিপ www.paramparik.org
WBMDFC স্কলারশিপ wbmdfcscholarship.org
প্রিয়ম্বদা বিড়লা স্কলারশিপ স্কিম www.southpoint.edu.in

No comments:

Post a Comment