Breaking




Saturday 9 March 2024

ভারতীয় সংস্থার সদর দপ্তর তালিকা PDF || Headquarter of Indian Organizations In Bengali PDF

ভারতের বিভিন্ন সংস্থার সদর দপ্তর তালিকা PDF || Headquarter of Indian Organizations In Bengali PDF

ভারতের বিভিন্ন সংস্থার সদর দপ্তর তালিকা PDF
ভারতের বিভিন্ন সংস্থার সদর দপ্তর তালিকা PDF
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের ভারতের বিভিন্ন সংস্থার সদর দপ্তর তালিকা PDF এই পোস্টটি শেয়ার করছি, যে পোস্টটির মধ্যে ভারতের কিছু উল্লেখযোগ্য সংস্থা যথা ISRO, SBI, RBI, BCCI এর মতো সংস্থা গুলি সদর দপ্তর গুলির নাম খুব সুন্দর ভাবে সাজিয়ে দেওয়া আছে।
এই পোস্টটি থেকে ISRO-এর সদর দপ্তর কোথায় অবস্থিত  ? RBI-এর সদর দপ্তর কোথায় অবস্থিত  ? ISI -এর সদর দপ্তর কোথায় অবস্থিত ? এই রকমের প্রশ্ন এসে থাকে।
তোমরা প্রথমে নীচে দেওয়া তালিকাটি খুব মনোযোগ সহকারে পড়বে এবং PDF-টি সংগ্রহ করে রাখবে যাতে পড়ে অফলাইনে পড়তে পারো। 

ভারতীয় সংস্থার সদর দপ্তর তালিকা
 
সংস্থার নাম সদরদপ্তর
(ISRO) ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বেঙ্গালুরু
(SBI) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মুম্বাই
(RBI) ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক মুম্বাই
(BSNL) ভারত সঞ্চার নিগম লিমিটেড নিউ দিল্লি
(TRAI) টেলিকম রেগুলেটরী অথরিটি অফ ইন্ডিয়া নিউ দিল্লি
(FSSAI) ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া নিউ দিল্লি
(BCCI) বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া মুম্বাই
(GSI) জিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া নিউ দিল্লি
(NITI Aayog) নীতি আয়োগ নিউ দিল্লি
(ICMR) ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ নিউ দিল্লি
(LIC) লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া মুম্বাই
(SAI) স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া নিউ দিল্লি
(PCI) প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া নিউ দিল্লি
(NSC) ন্যাশনাল সেফটি কাউন্সিল নবী মুম্বাই
(NMC) ন্যাশনাল মেডিক্যাল কমিশন নিউ দিল্লি
(ICAR) ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ নিউ দিল্লি
(DRDO) ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নিউ দিল্লি
(IAF) ইন্ডিয়ান এয়ার ফোর্স নিউ দিল্লি
ইন্ডিয়ান নেভি নিউ দিল্লি
ইন্ডিয়ান আর্মি নিউ দিল্লি
প্রসার ভারতী নিউ দিল্লি
(ICG) ইন্ডিয়ান কোস্ট গার্ড নিউ দিল্লি
(SEBI) সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া মুম্বাই
(NABARD) ন্যাশনাল ব্যাঙ্ক অফ এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট মুম্বাই
(CSIR) কাউন্সিল অফ সাইন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ নিউ দিল্লি
(CSO) সেন্ট্রাল স্ট্যাটিসটিকস অফিস নিউ দিল্লি
(CPCB) সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড নিউ দিল্লি
(CBFC) সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন মুম্বাই
(CBDT) সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স নিউ দিল্লি
(NTPC) ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড নিউ দিল্লি
(SAIL) স্টিল অথরিটি অফ ইন্ডিয়া নিউ দিল্লি
(ONGC) অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন দিল্লি
(NCERT) ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিং নিউ দিল্লি
(IOC) ইন্ডিয়ান অয়েল কপোরেশন লিমিটেড নিউ দিল্লি
(NIA) ন্যাশনাল ইনস্টিটিউশন অফ আয়ুর্বেদ জয়পুর
(ISI) ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউট কলকাতা

ভারতীয় সংস্থার সদর দপ্তর তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name:  ভারতীয় সংস্থার সদর দপ্তর তালিকা

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  364 KB



আরও পোস্টের নাম  লিঙ্ক
ভারতীয় নোবেল বিজয়ীদের তালিকা Click Here
ভারতের উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্র সমূহ Click Here

No comments:

Post a Comment