Breaking




Friday 8 March 2024

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF || Food SI Practice Set In Bengali PDF

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF || Food SI Practice Set In Bengali PDF

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF
নমস্কার বন্ধুরা,
তোমরা যারা ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো তোমাদের সেই প্রস্তুতিকে আরও সাফল্য মণ্ডিত করে তোলার জন্য আমরা আজকে নিয়ে হাজির হয়েছি ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF এই পোস্টটি নিয়ে। যে পোস্টটির মধ্যে আমরা এই পরীক্ষার সিলেবাস অনুযায়ী ২৫টি জেনারেল স্টাডিজ এবং ২৫টি পাটিগণিত প্রশ্ন দিয়েছি। আমরা এই প্র্যাকটিস সেটটি তোমাদের সঙ্গে সংক্ষিপ্ত আকারে শেয়ার করলাম।
তাই তোমরা আর দেরি না করে অবিলম্বে নীচের দেওয়া প্রশ্ন গুলি প্র্যাকটিস করে নাও এবং যদি প্র্যাকটিস সেটটি ভালোলেগে থাকে PDF-টি সংগ্রহ করে রাখতে পারো, যাতে পরবর্তী সময়ে অফলাইনে প্র্যাকটিস করতে পারো। চলো আর দেরি না করে প্র্যাকটিস করে নেওয়া যাক। 

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট

০১. মনিকরণ ভূ-তাপশক্তি কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
[A] তামিলনাড়ু
[B] গুজরাট
[C] হিমাচল প্রদেশ 
[D] ছত্তিশগড়

০২. নিম্নের কাকে চিত্তরঞ্জন দাস "The Prophet of Nationalism" আখ্যা দেন - ?
[A] মাতঙ্গিনী হাজরা
[B] পুলিনবিহারি দাস
[C] অরবিন্দ ঘোষ 
[D] বারিন্দ্রকুমার ঘোষ

০৩. ONGC কোন সালে স্থাপিত হয় - ?
[A] 1950 সালে
[B] 1951 সালে
[C] 1954 সালে
[D] 1956 সালে 

০৪. শিকাগো ধর্মীয় সম্মেলন সংঘটিত হয় কোন সালে ?
[A] 1890 সালে
[B] 1893 সালে 
[C] 1891 সালে
[D] 1892 সালে

০৫. নিম্নের কোন স্বাধীনতা সংগ্রামী 63 দিন অনশনের পর প্রয়াত হন ?
[A] ভগৎ সিং
[B] সুখদেব
[C] যতীন্দ্রনাথ দাস 
[D] কল্পনা দত্ত

০৬. দাভোল তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
[A] অন্ধ্রপ্রদেশ
[B] গুজরাট
[C] তামিলনাড়ু
[D] মহারাষ্ট্র 

০৭. সেন্টার ফর ফরেস্ট প্রোডাক্টিভিটি নিম্নের কোথায় অবস্থিত ?
[A] রাঁচি 
[B] সিমলা
[C] নাগপুর
[D] বেঙ্গালুরু

০৮. কোন সালে বার্মা থেকে দেশের উদ্দেশ্যে সুভাষচন্দ্র বসু বলেন - "তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব" ?
[A] 1940 সালে
[B] 1944 সালে 
[C] 1941 সালে
[D] 1942 সালে

০৯. কোন সালে বুড়িবালামের তীরে ব্রিটিশ সরকার ও বাঘা যতীনের মধ্যে যুদ্ধ ঘটে ?
[A] 1910 সালে
[B] 1915 সালে 
[C] 1918 সালে
[D] 1930 সালে

১০. হিন্দুস্তান কপার লিমিটেডের প্রধান দপ্তর কোথায় অবস্থিত ?
[A] উদয়পুর
[B] হায়দ্রাবাদ
[C] কলকাতা 
[D] নাগপুর

১১. "সোনাই রূপাই" অভয়ারণ্য নিম্নের কোন রাজ্যে অবস্থিত ?
[A] কর্ণাটক
[B] গুজরাট
[C] আসাম 
[D] গোয়া

১২. কোন সালে জনগণমন প্রথম গাওয়া হয় - ?
[A] 1911 সালে 
[B] 1905 সালে
[C] 1902 সালে
[D] 1915 সালে

১৩. তামার সাথে কি কি মেশালে কাঁসা উৎপাদিত হয় ?
[A] দস্তা
[B] টিন ও সোনা
[C] টিন ও দস্তা 
[D] এলুমিনিয়াম ও দস্তা

১৪. ভারতের বৃহত্তম রেশম উৎপাদক রাজ্য টি হল - ?
[A] কেরল
[B] মহারাষ্ট্র
[C] তামিলনাড়ু
[D] কর্ণাটক 

১৫. ধনধান্যে পুষ্পে ভরা - কার রচনা ?
[A] রবীন্দ্রনাথ ঠাকুর
[B] সুরেন্দ্রনাথ রায়
[C] দ্বিজেন্দ্রলাল রায় 
[D] উপেন্দ্রকিশোর রায় চৌধুরী

১৬. বিশ্বভারতী প্রতিষ্ঠালাভ করে কোন সালে ?
[A] 1921 সালে 
[B] 1924 সালে
[C] 1915 সালে
[D] 1911 সালে

১৭. ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ?
[A] চিত্তরঞ্জন দাস
[B] আশুতোষ মুখোপাধ্যায় 
[C] স্বামী বিবেকানন্দ
[D] অরবিন্দ ঘোষ

১৮. নিম্নের কোন রাজ্যে মহিলা সাক্ষরতার হার সর্বোচ্চ ?
[A] কেরল 
[B] মহারাষ্ট্র
[C] তামিলনাড়ু
[D] পশ্চিমবঙ্গ

১৯. কাজাখস্তানের রাজধানীর নাম কি ?
[A] আলমাটি
[B] বিশকেক
[C] আঙ্কারা
[D] নূর সুলতান 

২০. বৈকাল হ্রদ কোথায় অবস্থিত - ?
[A] ইউক্রেন
[B] মঙ্গলিয়া
[C] চীন
[D] রাশিয়া 

২১. সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র হল - ?
[A] ফ্লাক্সমিটার
[B] ফ্যাদোমিটার 
[C] এন্ডোস্কোপ
[D] গ্যালভানোমিটার

২২. গুরুমুখী লিপি কে রচনা করেছিলেন ?
[A] গুরু অমরদাস
[B] গুরু রামদাস
[C] গুরু অঙ্গদ 
[D] গুরু নানক

২৩. ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত আইসোটোপ টি হল - ?
[A] আয়োডিন - 131
[B] সোডিয়াম - 24
[C] ফসফরাস - 32
[D] কোবাল্ট - 60 

২৪. ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি ?
[A] সিয়াচেন 
[B] বলটারো
[C] হিসপার
[D] জেমু

২৫. ভারত সরকারের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত ?
[A] কাশ্মীর
[B] ভোপাল
[C] দেরাদুন 
[D] কাশী

২৬. 28 ঘণ্টায় গৌরাঙ্গ নামের এক ব্যক্তি 500 টি প্রদীপ তৈরি করতে পারে। আরও 14 ঘণ্টা বেশী কাজ করলে কতগুলি বেশী প্রদীপ তৈরি হবে ?
[A] 199
[B] 250 
[C] 310
[D] 410

২৭. একটি হেডফোন 270 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়। হেডফোনটির ক্রয় মূল্য কত ?
[A] 220 টাকা
[B] 280 টাকা
[C] 300 টাকা
[D] 320 টাকা 

২৮. সাহেব, দিপায়ন ও গৌরাঙ্গ যথাক্রমে 5000 টাকা, 5500 টাকা ও 6000 টাকা মূলধন দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করল। যদি বছরের শেষে 33000 টাকা লাভ হয়, তবে গৌরাঙ্গ কত টাকা পাবে ?
[A] 10000 টাকা
[B] 12000 টাকা 
[C] 14000 টাকা
[D] 19000 টাকা 

২৯. যে বাসের গতিবেগ ঘণ্টায় 25 কিলোমিটার, সেই বাস 600 কিলোমিটার যেতে কত সময় নেবে ?
[A] 16 ঘণ্টা
[B] 20 ঘণ্টা
[C] 23 ঘণ্টা
[D] 24 ঘণ্টা  

৩০. এক টাকায় 12 টি লজেন্স বিক্রয় করলে 4% ক্ষতি হয়। একই লজেন্স টাকায় কটি বিক্রয় করলে 44% লাভ হবে ?
[A] 6
[B] 7 
[C] 8
[D] 9

৩১. এক ব্যক্তি একটি ল্যাপটপ তার বন্ধুকে 10% ক্ষতিতে বিক্রয় করে। বন্ধু ল্যাপটপটি 20% লাভে 54000 টাকায় বিক্রয় করে। তবে প্রথমে গাড়িটির ক্রয়মূল্য কত ছিল ?
[A] 25,000 টাকা 
[B] 37,000 টাকা
[C] 50,000 টাকা 
[D] 60,000 টাকা 

৩২. এক ব্যবসায়ী ধার্যমূল্যের ওপর যথাক্রমে 5% ও 10% দুটি পৃথক ছাড় দেয়। তবে তার সঠিক বা একক ছাড়ের পরিমাণ কত ?
[A] 14%
[B] 14.5% 
[C] 15%
[D] 15.5% 

৩৩. সাহেব ও গৌরাঙ্গ একটি কাজ 12 দিনে এবং সাহেব, দিপায়ন ও গৌরাঙ্গ একত্রে ওই কাজটি 8 দিনে শেষ করতে পারে। তবে দিপায়ন একা কাজটি কতদিনে করবে ?
[A] 14 দিন
[B] 16 দিন
[C] 20 দিন
[D] 24 দিন 

৩৪. 3 জন পুরুষ বা 5 জন স্ত্রীলোক একটি কাজ 43 দিনে শেষ করতে পারে। অনুরূপ একটি কাজ কাজ 5 জন পুরুষ এবং 6 স্ত্রীলোক কতদিনে শেষ করতে পারবে ?
[A] 12 দিন
[B] 15 দিন 
[C] 18 দিন
[D] 25 দিন 

৩৫. শ্যাম ও যদু একত্রে একটি কাজ যতদিনে করে রাম একা সেই কাজটি ততদিনে করতে পারে। যদি রাম এবং শ্যাম একত্রে একটি কাজ 15 দিনে করে এবং যদু একা সেই কাজটি 30 দিনে করতে পারে।  তবে রাম একা কাজটি কতদিনে শেষ করবে ?
[A] 20 দিন 
[B] 25 দিন
[C] 30 দিন
[D] 40 দিন 

৩৬. A নল, B নলের 9 গুণ ক্ষমতাসম্পন্ন। একটি চৌবাচ্চা A নল 30 মিনিটে জলপূর্ণ করতে পারে।  একত্রে পো দুটি নল দ্বারা চৌবাচ্চাটি জলপূর্ণ করতে কত সময় লাগবে ?
[A] 24 মিনিট
[B] 25 মিনিট 
[C] 27 মিনিট 
[D] 28 মিনিট 

৩৭. একজন সাইকেল আরোহী ঘণ্টায় 4 কিলোমিটার গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছতে 5 মিনিট দেরী হয় এবং 6 কিলোমিটার গতিতে গেলে 5 মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছায়। গন্তব্য স্থলের দূরত্ব কত ?
[A] 2 কিমি 
[B] 3 কিমি
[C] 4 কিমি
[D] 6 কিমি 

৩৮. দুজন ব্যক্তি দুটি স্থান থেকে একে অপরের দিকে একই সময় যাত্রা শুরু করে। যাত্রা শুরুর যথাক্রমে 9 ও 16 ঘণ্টা পরে তারা একে অপরের সঙ্গে মিলিত হয়। তবে দ্বিতীয়জনের গতিবেগ ঘণ্টায় 27 কিলোমিটার হলে, প্রথমজনের ঘণ্টায় গতিবেগ কত ? 
[A] 30 কিমি
[B] 36 কিমি 
[C] 40 কিমি 
[D] 48 কিমি 

৩৯. একই দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 5 সেকেন্ড এবং 6 সেকেন্ড অতিক্রম করে। তবে তারা একে অপরকে কত সময়ে অতিক্রম করবে ?
[A] 50 সেকেন্ডে
[B] 1 মিনিটে 
[C] 80 সেকেন্ডে 
[D] 1 ঘণ্টায় 

৪০. স্রোতের গতিবেগ 7 কিলোমিটার /ঘণ্টা এবং অনুকূলের গতিবেগ 35 কিলোমিটার/ঘণ্টা হলে, প্রতিকূলের গতিবেগ কত ? 
[A] 21 কিলোমিটার/ঘণ্টা 
[B] 25 কিলোমিটার/ঘণ্টা 
[C] 28 কিলোমিটার/ঘণ্টা
[D] 29 কিলোমিটার/ঘণ্টা

৪১. একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 9 ঘণ্টায় এবং প্রতিকূলে ফিরে আসে 27 ঘণ্টায়। স্থির জলে নৌকার গতি 12 কিলোমিটার/ঘণ্টা হলে, যাত্রাপথের দূরত্ব কত ?
[A] 108 কিমি
[B] 142 কিমি
[C] 162 কিমি  
[D] 178 কিমি 

৪২. বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছর পর সুদ-আসল কত হবে ?
[A] 150 টাকা
[B] 500 টাকা
[C] 550 টাকা
[D] 650 টাকা

৪৩. কোনো আসল বার্ষিক 12% সরল সুদে কত বছরে সুদ-আসল 4 গুণ হবে ?
[A] 24 বছরে
[B] 25 বছরে 
[C] 30 বছরে
[D] 36 বছরে

৪৪. এখন এক ব্যক্তির বয়স তার পুত্রের বয়সের তিনগুণ। 15 বছর তার বয়স তার পুত্রের বয়সের দ্বিগুণ হবে। পুত্রের এখনকার বয়স কত বছর ? 
[A] 15 বছর 
[B] 18 বছর 
[C] 21 বছর 
[D] 24 বছর 

৪৫. একটি দেওয়াল ঘড়িতে 5 টা ঘণ্টা বাজতে 3 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 9 টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে ?
[A] 4.5 সেকেন্ড 
[B] 5.4 সেকেন্ড
[C] 6 সেকেন্ড 
[D] 7 সেকেন্ড 

৪৬. একটি আয়তকার বাগানের একপাশের দৈর্ঘ্য 12 মিটার এবং কর্ণ 13 মিটার হলে, বাগানের ক্ষেত্রফল কত ?
[A] 45 বর্গমিটার 
[B] 60 বর্গমিটার  
[C] 70 বর্গমিটার
[D] 75 বর্গমিটার

৪৭. আয়তক্ষেত্রের একদিকের বাহু 20% বৃদ্ধি ও অপরদিকের বাহু 10% হ্রাস পেলে, ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস হবে ?
[A] 5% হ্রাস 
[B] 8% বৃদ্ধি  
[C] 10% হ্রাস 
[D] 18% বৃদ্ধি 

৪৮. বর্গক্ষেত্রের বাহু 22 সেন্টিমিটার হলে, বর্গক্ষেত্রের পরিসীমার সমান পরিসীমাবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত ?
[A] 7 সেন্টিমিটার 
[B] 10.5 সেন্টিমিটার
[C] 14 সেন্টিমিটার 
[D] 22 সেন্টিমিটার

৪৯. A বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য B বর্গক্ষেত্রের কর্ণের সমান। A ও B বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত ?
[A] 1 : 4
[B] 2 : 1 
[C] 1 : 2
[D] 0 : 3

৫০. একটি ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 12 মিটার, 9 মিটার এবং 8 মিটার হলে, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত ?
[A] 16 মিটার 
[B] 17 মিটার 
[C] 21 মিটার 
[D] 23 মিটার 

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন

File Details :: 

File Name: ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট

File Format:  PDF

No. of Pages:  08

File Size:  311 KB    


No comments:

Post a Comment