Breaking




Saturday, 11 October 2025

মহান ব্যক্তিদের সমাধীস্থল PDF || বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল তালিকা PDF

মহান ব্যক্তিদের সমাধীস্থল PDF ||  বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল তালিকা PDF || List of famous indian people tombs in bengali pdf

মহান ব্যক্তিদের সমাধীস্থল PDF | |  বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল তালিকা PDF
মহান ব্যক্তিদের সমাধীস্থল PDF | |  বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল তালিকা PDF
সুপ্রিয় বন্ধুরা,
তোমাদের সকলকে Sohojogita.Com-এ স্বাগতম। আজ তোমাদের ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল তালিকা PDF-টি দিচ্ছি। তোমরা অবশ্যই পোস্টটি মন দিয়ে পড়বে এবং মুখস্থ করে রাখবে কারন এই পোস্টটি এতোটাই গুরুত্বপূর্ণ যে, এই টপিকটি থেকে সমস্থ রকম পরীক্ষায় প্রশ্ন আশার সম্ভবনা অনেক বেশি। তাই আর দেরি না করে অবিলম্বে নীচের তালিকাটি খুব ভালোভাবে মুখস্ত করে নাও। 
এই টপিকটি থেকে, ⚈ মহাত্মা গান্ধীর সমাধীস্থল কোথায় ? ⚈ আলেকজান্ডারের সমাধীস্থল কোথায় অবস্থিত ? ⚈ উত্তম কুমারের সমাধীস্থল কোথায় অবস্থিত ? এই রকমের প্রশ্ন আসে।

বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল তালিকা 
 
ব্যাক্তিদের নাম সমাধীস্থল
মহাত্মা গান্ধী রাজঘাট
ইন্দিরা গান্ধী শক্তিস্থল
রবীন্দ্রনাথ ঠাকুর নিমতলা ঘাট
রাজা রামমোহন রায় বিস্টল(ইংল্যান্ড)
এ.পি.জে আব্দুল কালাম রামেশ্বরম
বি. আর. আম্বেদকর চৈত্যভূমি
অটল বিহারী বাজপেয়ী স্মৃতিস্থল
নানাসাহেব মরভি (মহারাষ্ট্র)
শাহজাহান ও মমতাজ তাজমহল(আগ্রা)
জাহাঙ্গীর লাহোর
আর. কে. নারায়ণ উদয়্ভূমি
ড. রাজেন্দ্র প্রসাদ মহাপ্রয়ান ঘাট
লাল বাহাদুর শাস্ত্রী বিজয় ঘাট
রাজীব গান্ধী বীরভূমি
চরণ সিং কিষান ঘাট
আলেকজান্ডার মিশর
গুলজারিলাল নন্দ নারায়ণ ঘাট
সুচিত্রা সেন কেওড়াতলা
উত্তমকুমার কলকাতা
জগজীবন রাম সমতাস্থল
জওহরলাল নেহেরু শান্তিবন
সুষমা স্বরাজ দিল্লির লোধী
আকবর সেকেন্দ্রা (আগ্রা)
বাবর কাবুল
হুমায়ুন দিল্লি
মোরারজী দেশাই অভয় ঘাট
শেরশাহ সাসারাম (বিহার)
চন্দ্রশেখর ঐকতাস্থল

ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল সম্পর্কিত প্রশ্নোত্তর

প্রশ্ন: মহাত্মা গান্ধীর সমাধিস্থল কোথায়?
উত্তর: রাজঘাট, নয়াদিল্লি

প্রশ্ন:পণ্ডিত জওহরলাল নেহরুর সমাধিস্থল কোথায়?
উত্তর: শক্তিস্থল, নয়াদিল্লি

প্রশ্ন: ইন্দিরা গান্ধীর সমাধিস্থল কোথায়?
উত্তর: শক্তিসথল, নয়াদিল্লি

প্রশ্ন: লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল কোথায়?
উত্তর: বিজয়ঘাট, নয়াদিল্লি

প্রশ্ন: রাজীব গান্ধীর সমাধিস্থল কোথায়?
উত্তর: বীর ভূমি, নয়াদিল্লি

প্রশ্ন: বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের সমাধিস্থল কোথায়?
উত্তর: চৈত্যভূমি, মুম্বই

প্রশ্ন: সর্দার বল্লভভাই প্যাটেলের সমাধিস্থল কোথায়?
উত্তর: আহমেদাবাদ, গুজরাট

প্রশ্ন: ডঃ এ.পি.জে. আবদুল কালামের সমাধিস্থল কোথায়?
উত্তর: রামেশ্বরম, তামিলনাড়ু

প্রশ্ন: রানি লক্ষ্মীবাঈয়ের সমাধিস্থল কোথায়?
উত্তর: গ্বালিয়র, মধ্যপ্রদেশ

প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুরের অস্থি-বিসর্জন কোথায় করা হয়েছিল?
উত্তর: গঙ্গার জলে (কলকাতার বেলুড় মঠের কাছে)

প্রশ্ন: নেতাজি সুভাষচন্দ্র বসুর অস্থি কোথায় সংরক্ষিত আছে বলে মনে করা হয়?
উত্তর: রেঙ্কোজি মন্দির, টোকিও (জাপান)

প্রশ্ন: রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল কোথায়?
উত্তর: পাটনা, বিহার

প্রশ্ন: চিত্তরঞ্জন দাসের সমাধিস্থল কোথায়?
উত্তর: কেওড়াতলা মহাশ্মশান, কলকাতা

প্রশ্ন: বি.আর. আম্বেদকরের সমাধি "চৈত্যভূমি" কোথায় অবস্থিত?
উত্তর: দাদার, মুম্বই

প্রশ্ন: মোহনদাস করমচাঁদ গান্ধীর সমাধিস্থলে ‘চিরন্তন শিখা’ জ্বলছে কোথায়?
উত্তর: রাজঘাট, নয়াদিল্লি

প্রশ্ন: সরোজিনী নাইডুর সমাধিস্থল কোথায়?
উত্তর: হায়দরাবাদ, তেলেঙ্গানা

প্রশ্ন: ডঃ রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল কোথায় অবস্থিত?
উত্তর: পাটনা, বিহার

প্রশ্ন: মরনোত্তর শ্রীমতি কস্তুরবা গান্ধীর অস্থি কোথায় বিসর্জন দেওয়া হয়েছিল?
উত্তর: রাজঘাটের পাশে, নয়াদিল্লি

প্রশ্ন: জয়প্রকাশ নারায়ণের সমাধিস্থল কোথায়?
উত্তর: গঙ্গা নদীর তীরে, পাটনা (চক্রবর্তী স্থান)

প্রশ্ন: মরনোত্তর বল গঙ্গাধর তিলকের দেহ দাহ করা হয়েছিল কোথায়?
উত্তর: গিরগাঁও চৌপাট্টি, মুম্বই

প্রশ্ন: মোরারজি দেশাইয়ের সমাধিস্থল কোথায়?
উত্তর: আহমেদাবাদ, গুজরাট

প্রশ্ন: সুভাষচন্দ্র বসুর স্ত্রী এমিলি শেঙ্কল কোথায় সমাধিস্থ?
উত্তর: অস্ট্রিয়ায়, ভিয়েনা শহরে

প্রশ্ন: অটল বিহারী বাজপেয়ীর অস্থি কোথায় বিসর্জন দেওয়া হয়েছিল?
উত্তর: গঙ্গা নদীতে (হরিদ্বার)

প্রশ্ন: এম.জি.আর. (এম.জি. রামচন্দ্রন)-এর সমাধিস্থল কোথায়?
উত্তর: মারিনা বিচ, চেন্নাই

প্রশ্ন: জে. জে. ললিতার (জয়ললিতা)-র সমাধিস্থল কোথায়?
উত্তর: মারিনা বিচ, চেন্নাই (এম.জি.আরের পাশে)

বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল তালিকা

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  189 KB



No comments:

Post a Comment