আব্দুল কালামের পুরস্কারের তালিকা PDF || List of Abdul Kalam's awards In Bengali
আব্দুল কালামের পুরস্কারের তালিকা PDF | | List of Abdul Kalam's awards In Bengali |
নমস্কার বন্ধুরা,
আমরা সকলেই কম বেশি আব্দুল কালামের সম্পর্কে জানি। আব্দুল কালাম সমগ্রহ ভারতবর্ষ এর পাশাপাশি ভারতের বাইরেও যাকে সবাই মিশাইল ম্যান বলে জানতেন। তাই ওনাকে সম্মান জানিয়ে ওনার জীবনের যত গুলি সম্মান পেয়েছেন সেই সম্মান গুলি PDF আকারে তোমাদের দিচ্ছি।
তোমরা অবশ্যই নীচের তালিকাটি পরো এবং PDF -টি সংগ্রহ করে নাও যাতে অফলাইনে পড়তে পারো।
আব্দুল কালামের পুরস্কারের তালিকা
সম্মান | সাল | কে প্রদান করেছে |
---|---|---|
পদ্মভূষণ | ১৯৮১ | ভারত সরকার |
পদ্মবিভূষণ | ১৯৯০ | ভারত সরকার |
ডিস্টিংগুইসড ফেলো | ১৯৯৪ | ইন্সটিটিউট অফ ডিরেক্টরস |
সান্মানিক ফেলো | ১৯৯৫ | ন্যাশানাল অ্যাকাডেমি অফ মেডিক্যাল সায়েন্স (দিল্লি) |
ভারতরত্ন | ১৯৯৭ | ভারত সরকার |
ইন্দিরা গান্ধী পুরষ্কার | ১৯৯৭ | ভারতীয় জাতীয় কংগ্রেস |
বীর সাভারকার পুরষ্কার | ১৯৯৮ | ভারত সরকার |
রামানুজান পুরষ্কার | ২০০০ | অল ওয়ারস রিসার্চ সেন্টার (চেন্নাই ) |
কিং চার্লস- ২ মেডেল | ২০০৭ | রয়্যাল সোসাইটি (ব্রিটেন) |
সান্মানিক ডক্টরেট অফ সায়েন্স | ২০০৭ | উনিভারসিটি অফ উল্ভারহ্যাম্পটন (UK) |
সান্মানিক ডক্টরেট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি | ২০০৭ | কার্নেগী মেলন ইউনিভার্সিটি (USA) |
সান্মানিক ডক্টর অফ ইঞ্জিনিয়ারিং | ২০০৮ | নান্যাগ টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (সিঙ্গাপুর) |
ডক্টর অফ সায়েন্স | ২০০৮ | আলিগড় মুসলিম ইউনিভার্সিটি |
হোভার মেডেল | ২০০৯ | এ.এস.এম.ই ফাউন্ডেশান ( আমেরিকা ) |
সান্মানিক ডক্টরেট | ২০০৯ | ওকল্যান্ড ইউনিভার্সিটি |
আন্তর্জাতিক ভন কারম্যান উইংস অ্যাওয়ার্ড | ২০০৯ | ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি (আমেরিকা) |
ডক্টর অফ ইঞ্জিনিয়ারিং | ২০১০ | ওয়াটার লু বিশ্ববিদ্যালয় |
আই.ই.ই.ই সান্মানিক মেম্বারশীপ | ২০১১ | ইন্সটিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইউ.এস) |
ডক্টর অফ ল' | ২০১২ | সিমোন ফ্র্যাসার ইউনিভার্সিটি |
ভন বরুন অ্যাওয়ার্ড | ২০১৩ | ন্যাশানাল স্পেশ সোসাইটি |
ডক্টর অফ সায়েন্স | ২০১৪ | এডিনবার্গ ইউনিভার্সিটি |
আব্দুল কালামের পুরস্কারের তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: আব্দুল কালামের পুরস্কারের তালিকা
File Format: PDF
No. of Pages: 02
File Size: 197 KB
No comments:
Post a Comment