Breaking




Sunday, 15 October 2023

আব্দুল কালাম সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF

আব্দুল কালাম সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF || APJ Abdul Kalam Questions Answers PDF

আব্দুল কালাম সম্পর্কিত প্রশ্ন উত্তর
আব্দুল কালাম সম্পর্কিত প্রশ্ন উত্তর 
নমস্কার বন্ধুরা,
আজ আমরা তোমাদের সঙ্গে শেয়ার করছি ভারতের সেই মহান ব্যাক্তি সম্পর্কে, যার অবদান সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই এবং যে মানুষটার সম্পর্কে যত বলা হবে তত কম মনে হবে। আমরা আজকে শেয়ার করছি এপিজে আব্দুল কালাম সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি সম্পর্কে। 
যে পোস্টটির মধ্যে আমরা শেয়ার করছি কালাম স্যারের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যে গুলি তোমাদের অবশ্যই জেনে রাখা খুবই দরকার। 

আব্দুল কালাম সম্পর্কিত প্রশ্ন উত্তর

আব্দুল কালামের পুরো নাম কী ?
Ans :: আবুল পাকির জয়নুল-আবেদিন আব্দুল কালাম

আব্দুল কালাম কত সালে জন্ম গ্রহণ করেন ?
Ans :: ১৫ই অক্টোবর ১৯৩১ সালে

আব্দুল কালাম কোথায় জন্মগ্রহণ করেন ?
Ans :: তামিলনাড়ু

আব্দুল কালাম এর পিতার নাম কী ?
Ans :: জয়নুল আবেদিন

আব্দুল কালাম এর মাতার নাম কী ?
Ans :: অশিয়াম্মা

আব্দুল কালাম কত সালে সেন্ট জসেফ কলেজে ভর্তি হন ?
Ans :: ১৯৫০ সালে

আব্দুল কালাম এর আত্মজীবনী কবে প্রকাশিত হয় ?
Ans :: ১৯৯৯ সালে

আব্দুল কালামের আত্মজীবনীর নাম কী ? 
Ans :: উইংস অফ ফায়ার

আব্দুল কালাম ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন ?
Ans :: ১১তম (একাদশ)

আব্দুল কালাম কত সালে ভারতের রাষ্ট্রপতি হন ?
Ans :: ২০০২ সালে ২৫শে জুলাই

আব্দুল কালাম কতদিন রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত ছিলেন ?
Ans :: ২০০২ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত

আব্দুল কালাম কবে পদ্মভূষণ পুরস্কার পান ?
Ans :: ১৯৮১ সালে

আব্দুল কালাম কবে পদ্মবিভূষণ পুরস্কার পান ?
Ans :: ১৯৯০ সালে

আব্দুল কালাম কবে ভারতরত্ন পুরস্কার পান ?
Ans :: ১৯৯৭ সালে

আব্দুল কালাম কবে মারা যান ? 
Ans :: ২৭শে জুলাই ২০১৫ সালে

আব্দুল কালাম কোথায় মারা যান ?
Ans :: মেঘালয়ের শিলং শহরে

আব্দুল কালাম কটার সময় মারা যান ?
Ans :: সন্ধ্যা ৭.৪৫ নাগাদ

আব্দুল কালাম সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক

File Details :: 

File Name: আব্দুল কালাম সম্পর্কিত প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  01

File Size:  179 KB  



No comments:

Post a Comment