ভারতীয় ক্রিকেটারদের ডাকনাম তালিকা PDF || List of Indian Cricketers Nickname in Bengali PDF
![]() |
ভারতীয় ক্রিকেটারদের ডাকনাম তালিকা |
নমস্কার বন্ধুরা,
আমরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটি সম্পূর্ণ আলাদা ধরনের টপিক নিয়ে। আজকের সেই টপিকটি হল, বিভিন্ন ক্রিকেটারদের ডাকনাম তালিকা PDF। আজকের টপিকটি বিভিন্ন পরীক্ষার পাশাপাশি আমাদের সাধারণ জ্ঞান বৃদ্ধি করতেও সাহায্য করবে। আর আমরা যারা ক্রিকেট ভালোবাসি তাদের জন্য তো এই টপিকটি খুবই উল্লেখযোগ্য একটি টপিক।
সুতরাং বন্ধুরা যারা এই টপিকটি পড়তে আগ্রহী আছো তোমরা অবশ্যই নীচের তালিকাটি পড়ে নিয়ে এই টপিকটির PDF-টি সংগ্রহ করে নাও সম্পূর্ণ বিনামূল্যে।
ভারতীয় ক্রিকেটারদের ডাকনাম
ক্রিকেটারদের নাম | ডাকনাম |
---|---|
সুনীল গাভাস্কার | সানি, লিটল মাস্টার, ডে লাইট |
কপিল দেব | হরিয়ানা হারিকেন, পাজি |
নভজোত সিং সিধু | শেরি পাজি, সিক্সার সিধু, জন্টি সিং |
শচীন টেন্ডুলকার | ডিয়েগো, মাস্টার ব্লাস্টার, লিটল মাস্টার, গ্র্যান্ডফাদার |
রাহুল দ্রাবিড় | জ্যামি, RD, দ্য ওয়াল, মি. ডিপেন্ডেবল, মি. কন্সিসটেন্ট, মি. পারফেকশনিস্ট, মাস্টার অব স্কয়ার কাট |
মহেন্দ্র সিং ধোনি | MSD, MS, ক্যাপ্টেন কুল, মাহি |
সৌরভ গাঙ্গুলি | বেঙ্গল টাইগার, প্রিন্স অব ক্যালকাটা দাদা, মহারাজা, দ্য ওয়ারিয়র প্রিন্স |
বিরাট কোহলি | চিকু, দ্য রানমেশিন |
রোহিত শর্মা | রো, হিটম্যান |
গৌতম গম্ভীর | গৌতি |
হরভজন সিং | ভাজ্জি, দ্য টারবুনেটর |
যুবরাজ সিং | ইউভি, ইন্ডিয়ান থার্টি সিক্স, বোলার'স নাইটমেয়ার |
বীরেন্দর শেবাগ | নবাব অফ নজফগড়, বীরু, সুলতান অব মুলতান |
শিখর ধাওয়ান | গব্বর |
মুরালি বিজয় | দ্য মংক |
ভুবনেশ্বর কুমার | ভুবি |
চেতেশ্বর পূজারা | চিন্টু |
সুরেশ রায়না | সোনু |
ইশান্ত শর্মা | সোনু, লম্বু |
রবিচন্দ্রন অশ্বিন | অ্যাশ |
রবীন্দ্র জাদেজা | জাড্ডু, স্যার, রকস্টার |
ভেঙ্গিপুরাপ্পু ভেঙ্কটসাই লক্ষণ | ভেরি ভেরি স্পেশাল, ভিভিএস |
ইরফান পাঠান | ছোটা ওয়াসিম |
মুনাফ প্যাটেল | লগান |
পার্থিব প্যাটেল | বাচ্চা, PP |
বিনোদ কাম্বলি | ডেইজি |
অনিল কুম্বলে | জাম্বো |
জহির খান | জ্যাক |
অজিংকা রাহানে | জিংক্স |
অজিত আগারকার | বোম্বাই ডাক, জিরো জিরো সেভেন |
জাভাগাল শ্রীনাথ | বাবু, মহীশূর এক্সপ্রেস |
মোহাম্মদ আজহারউদ্দীন | আজ্জু |
মহিন্দর অমরনাথ | কারেজ, জিমি |
সুরিন্দর অমরনাথ | টমি |
মদন লাল | পাঞ্জাব মেইল |
রণজিৎ শিঞ্জি | রঞ্জি, ব্ল্যাক প্রিন্স |
সুভাষ গুপ্তে | ফার্গি |
অংশুমান গায়কোয়াড় | চার্লি |
ভেংকটপতি রাজু | মাসলস |
বিজয় মাঞ্জরেকার | দ্য ওয়ান্ডারার |
এরাপল্লি প্রসন্ন | দ্য স্মাইলিং অ্যাসাসিন |
মনসুর আলি খান পতৌদি | টাইগার |
কুমার শ্রী দুলীপ শিঞ্জি | দুলীপ, মি. স্মিথ |
দিলীপ ভেংসরকার | কলোনেল, ছোটে নওয়াব |
ভারতীয় ক্রিকেটারদের ডাকনাম তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো
File Details ::
File Name: ভারতীয় ক্রিকেটারদের ডাকনাম
File Format: PDF
No. of Pages: 02
File Size: 225 KB
No comments:
Post a Comment