Breaking




Wednesday 15 November 2023

ভারতের বিভিন্ন ক্রিকেট স্টেডিয়াম PDF || List of Indian Cricket stadium

ভারতের বিভিন্ন ক্রিকেট স্টেডিয়াম PDF || List of Indian Cricket stadium

ভারতের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সমূহ
ভারতের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সমূহ
Hello বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভারতের বিভিন্ন ক্রিকেট স্টেডিয়াম তালিকা PDF এই পোস্টটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে পোস্টটির মধ্যে থাকছে ভারতের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সমূহ গুলির নাম-রাজ্য-শহর-স্থাপিত এই সমস্ত তথ্য গুলি দেওয়া আছে। যাতে তোমাদের এই টপিক সম্পর্কে সম্পূর্ণ একটি ধারনা তৈরি হয়ে যায়।
অতএব আর দেরি না করে অবিলম্বে নীচের তথ্য গুলি খুব ভালোভাবে দেখে নাও এবং PDF-টি সংগ্রহ করে রাখতে পারো।

ভারতের বিভিন্ন ক্রিকেট স্টেডিয়াম


০১. স্টেডিয়াম : অরুণ জেটলি স্টেডিয়াম (ফিরোজ শাহ কোটলা)
রাজ্য : দিল্লি
শহর : দিল্লি
স্থাপিত : ১৮৮৩ সালে

০২. স্টেডিয়াম : ইডেন গার্ডেন
রাজ্য : পশ্চিমবঙ্গ
শহর : কলকাতা
স্থাপিত : ১৮৬৪ সালে

০৩. স্টেডিয়াম : এম এ চিদাম্বরম স্টেডিয়াম
রাজ্য : তামিলনাড়ু
শহর : চেন্নাই
স্থাপিত : ১৯১৬ সালে

০৪. স্টেডিয়াম : কিনান স্টেডিয়াম
রাজ্য : ঝাড়খন্ড
শহর : জামশেদপুর
স্থাপিত : ১৯৩৯ সালে

০৫. স্টেডিয়াম : গ্রিনপার্ক
রাজ্য : উত্তরপ্রদেশ
শহর : কানপুর
স্থাপিত : ১৯৪৫ সালে

০৬. স্টেডিয়াম : লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম
রাজ্য : তেলেঙ্গানা
শহর : হায়দ্রাবাদ
স্থাপিত : ১৯৫০  সালে

০৭. স্টেডিয়াম : বারাবাটি ক্রিকেট স্টেডিয়াম
রাজ্য : ওডিশা
শহর : কটক
স্থাপিত : ১৯৫৮ সালে

০৮. স্টেডিয়াম : সয়াই মানসিং স্টেডিয়াম
রাজ্য : রাজস্থান
শহর : জয়পুর
স্থাপিত : ১৯৬৯ সালে

০৯. স্টেডিয়াম : এম চিন্নাস্বামী স্টেডিয়াম
রাজ্য : কর্ণাটক
শহর : বেঙ্গালুরু
স্থাপিত : ১৯৬৯ সালে

১০. স্টেডিয়াম : ওয়াংখাড়ে স্টেডিয়াম
রাজ্য : মহারাষ্ট্র
শহর : মুম্বাই
স্থাপিত : ১৯৭৪ সালে

১১. স্টেডিয়াম : ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়াম
রাজ্য : মধ্যপ্রদেশ
শহর : গোয়ালিয়র
স্থাপিত : ১৯৭৮ সালে

১২. স্টেডিয়াম : পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়াম
রাজ্য : গোয়া
শহর : মারগাঁও
স্থাপিত : ১৯৮৯ সালে

১৩. স্টেডিয়াম : হোলকার ক্রিকেট স্টেডিয়াম
রাজ্য : মধ্যপ্রদেশ
শহর : ইন্দোর
স্থাপিত : ১৯৯০ সালে

১৪. স্টেডিয়াম : মোহালি ক্রিকেট গ্রাউন্ড
রাজ্য : পাঞ্জাব
শহর : মোহালি
স্থাপিত : ১৯৯৩ সালে

১৫. স্টেডিয়াম : জওহরলাল নেহরু স্টেডিয়াম
রাজ্য : কেরল
শহর : কোচি
স্থাপিত : ১৯৯৬ সালে

১৬. স্টেডিয়াম : শেখ ডঃ ওয়াই এস রাজেশ্বর রেড্ডি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
রাজ্য : অন্ধ্রপ্রদেশ
শহর : বিশাখাপত্তনম
স্থাপিত : ২০০৩ সালে

১৭. স্টেডিয়াম : এইচ পি সি এ ক্রিকেট স্টেডিয়াম
রাজ্য : হিমাচলপ্রদেশ
শহর : ধর্মশালা
স্থাপিত : ২০০৩ সালে

১৮. স্টেডিয়াম : চৌধুরী বনসিলাল ক্রিকেট স্টেডিয়াম
রাজ্য : হরিয়ানা
শহর : লাহলি
স্থাপিত : ২০০৬ সালে

১৯. স্টেডিয়াম : বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম

রাজ্য : মহারাষ্ট্র

শহর : নাগপুর

স্থাপিত : ২০০৮ সালে

২০. স্টেডিয়াম : বরোদা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম
রাজ্য : গুজরাট
শহর : বদোদরা
স্থাপিত : ২০০৮ সালে

২১. স্টেডিয়াম : ডি ওয়াই পাটিল স্টেডিয়াম
রাজ্য : মহারাষ্ট্র
শহর : মুম্বাই
স্থাপিত : ২০০৮ সালে

২২. স্টেডিয়াম : জে এম সি এ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
রাজ্য : ঝাড়খন্ড
শহর : রাঁচি
স্থাপিত : ২০১১ সালে

২৩. স্টেডিয়াম : সি বি প্যাটেল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম
রাজ্য : গুজরাট
শহর : সুরাট
স্থাপিত : ২০১১ সালে

২৪. স্টেডিয়াম : এম সি এ স্টেডিয়াম
রাজ্য : মহারাষ্ট্র
শহর : পুণে
স্থাপিত : ২০১২ সালে

২৫. স্টেডিয়াম : ডঃ ভূপেন হাজারিকা ক্রিকেট স্টেডিয়াম
রাজ্য : আসাম
শহর : গুয়াহাটি
স্থাপিত : ২০১২ সালে

২৬. স্টেডিয়াম : গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
রাজ্য : কেরল
শহর : ত্রিবান্দ্রম
স্থাপিত : ২০১৫ সালে

২৭. স্টেডিয়াম : এম এ চিদাম্বরম স্টেডিয়াম
রাজ্য : তামিলনাড়ু
শহর : চেন্নাই
স্থাপিত : ১৯১৬ সালে

২৮. স্টেডিয়াম : অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়াম
রাজ্য : উত্তরপ্রদেশ
শহর : লক্ষ্ণৌ
স্থাপিত : ২০১৭ সালে

ভারতের বিভিন্ন ক্রিকেট স্টেডিয়াম PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: ভারতের বিভিন্ন ক্রিকেট স্টেডিয়াম

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  296 KB



No comments:

Post a Comment