WB Madhyamik Geography Syllabus 2024 PDF || মাধ্যমিক ভূগোল সিলেবাস ও নম্বর বিভাজন 2024
নমস্কার বন্ধুরা,
তোমাদের সঙ্গে আজকে আমরা শেয়ার করছি, মাধ্যমিক ভূগোল সিলেবাস 2024 PDF এই পোস্টটি। তোমরা হয়তো পোস্টটির টাইটেল দেখেই বুঝে গেছো আমরা কি কি আলোচনা করতে চলেছি, তবুও আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করি - আমরা আজকের এই পোস্টটির মধ্যে ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষায় ভূগোল বিষয়ে কয়টি টপিক থাকবে এবং কোন টপিক থেকে কত নম্বর করে থাকবে সেই সম্পর্কিত তথ্য গুলি আলোচনা করছি।
তাই তোমরা অবশ্যই নীচের পোস্টটি খুব মনোযোগ সহকারে দেখে নাও এবং সেই মতো পড়া শুরু করে দাও।
মাধ্যমিক ভূগোল সিলেবাস 2024 -
মাধ্যমিক ভূগোল পরীক্ষা মূলত প্রাকৃতিক ভূগোল, অর্থনৈতিক ভূগোল এবং মানচিত্র ভূগোল এই তিনটি পাঠের মধ্যে হয়ে থাকে, সেই পাঠ গুলির মধ্যে আবার একাধিক অধ্যায় থাকে।
০১. প্রাকৃতিক ভূগোলের অধ্যায় সমূহ -
- বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ
- বায়ুমণ্ডল
- বারিমন্ডল
- বর্জ্য ব্যবস্থাপনা
০২. অর্থনৈতিক ভূগোলের অধ্যায় সমূহ -
- ভারতের প্রাকৃতিক পরিবেশ
- ভারতের অর্থনৈতিক পরিবেশ
০৩.মানচিত্র ভূগোলের অধ্যায় সমূহ -
- উপগ্রহচিত্র ও ভুবৈচিত্রসূচক মানচিত্র
মাধ্যমিক ভূগোল নম্বর বিভাজন 2024 -
![]() |
মাধ্যমিক ভূগোল সিলেবাস ও নম্বর বিভাজন |
মাধ্যমিক ভূগোল সিলেবাস PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো
File Details ::
File Name: মাধ্যমিক ভূগোল সিলেবাস
File Format: PDF
No. of Pages: 01
File Size: 310 KB
No comments:
Post a Comment