Breaking




Friday, 24 December 2021

Abgari Constable Main Practice Set Bengali Part-01 PDF।। আবগারি কনস্টেবল মেন প্র্যাকটিস সেট

 Abgari Constable Main Practice Set Bengali Part-01 PDF।। আবগারি কনস্টেবল মেন প্র্যাকটিস সেট 

Abgari Constable Main Practice Set Bengali Part-01
Abgari Constable Main Practice Set Bengali Part-01
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি একটি সম্পূর্ণ Abgari Constable Main Practice Set যে প্র্যাকটিস সেটি সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক প্রশ্ন দিয়ে বানানো। যা তোমাদের এই পরীক্ষার ক্ষেত্রে বিশেষভাবে কাজে আসবে।

প্র্যাকটিস সেটের প্রশ্ন সমূহ 

০১. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল ? 
ⓐ কলকাতা
ⓑ বোম্বে
ⓒ মাদ্রাস
ⓓ দিল্লী

০২. ভালোড্রম শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?
ⓐ সুইমিং
ⓑ সাইকেল চালানো
ⓒ ক্রিকেট
ⓓ শুটিং

০৩. আন্নমালাই পর্বত কোন পর্বতের উদাহরণ ?
ⓐ ভঙ্গিল
ⓑ স্তুপ
ⓒ আগ্নেয়
ⓓ ক্ষয়জাত

০৪. শ্রীপান্থ কার ছদ্মনাম ?
ⓐ রবীন্দ্রনাথ ঠাকুর
ⓑ সমরেশ বসু
ⓒ গৌরকিশোর ঘোষ
ⓓ নিখিল সরকার

০৫. কোন সালে বিহারের চম্পারণ সত্যাগ্রহ শুরু হয় ?
ⓐ 1916 সালে
ⓑ 1915 সালে
ⓒ 1917 সালে 
ⓓ 1914 সালে

০৬. অসহযোগ আন্দোলনে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন ?
ⓐ মহাত্মা গান্ধী
ⓑ বল্লভভাই প্যাটেল
ⓒ মতিলাল নেহেরু
ⓓ চিত্তরঞ্জন দাস

০৭. ভারতের কোন রাজ্যে সর্বাধিক ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয় ?
ⓐ ঝাড়খণ্ড
ⓑ ওড়িশা
ⓒ ত্রিপুরা
ⓓ রাজস্থান

০৮. তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পেলে, শব্দের তিক্ষ্ণতার কি পরিবর্তন হয় ?
ⓐ বেড়ে যায়
ⓑ কমে যায়
ⓒ অপরিবর্তিত থাকে
ⓓ প্রথমে কমে পরে বাড়ে

০৯. ঘড়ির কাঁটার গতি কেমন গতি ?
ⓐ রৈখিক গতি
ⓑ চলন গতি
ⓒ ঘূর্ণন গতি
ⓓ স্পন্দন গতি

১০. পূর্ব রেলের সদর দপ্তর কোথায় ?
ⓐ গুয়াহাটি
ⓑ কলকাতা
ⓒ মুম্বাই
ⓓ চেন্নাই

১১. দ্বিতীয় আলেকজান্ডার কাকে বলা হয় ?
ⓐ প্রথম রাজেন্দ্র চোল
ⓑ জয়নুল আবেদিন
ⓒ আলাউদ্দিন খলজি
ⓓ ধর্মপাল

১২. জনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গের কোন জেলা প্রথম স্থানে রয়েছে ?
ⓐ কলকাতা
ⓑ দক্ষিণ 24 পরগনা
ⓒ পূর্ব মেদিনীপুর
ⓓ উত্তর 24 পরগনা

১৩. হিন্দ-হিন্দি-হিন্দু কে প্রচার করেন ?
ⓐ এম এম মালব্য
ⓑ মহাত্মা গান্ধী
ⓒ বালাজি বিশ্বনাথ
ⓓ লাল লাজপত রায়

১৪. কোন সমাজ সংস্কারক পেরিয়ার নামে জনপ্রিয় ছিলেন ?
ⓐ ই ভি রামাস্বামী নাইকার
ⓑ সি ভি রমন পিল্লাই
ⓒ বি আর আম্বেদকর
ⓓ জ্যোতিবা ফুলে

১৫. 1 বেল = কত ডেসিবেল ?
ⓐ 5 ডেসিবেল
ⓑ 60 ডেসিবেল
ⓒ 20 ডেসিবেল
ⓓ 10 ডেসিবেল

১৬. আলাস্কা পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কি ?
ⓐ মাউন্ট এলব্রুজ
ⓑ কোসিসকু
ⓒ মাউন্ট এলব্রাট
ⓓ ম্যাকিনলে

১৭. স্কোয়ান কোশ কোথায় দেখা যায় ?
ⓐ অ্যাক্সন
ⓑ ডেনড্রাইট
ⓒ কোশদেহ
ⓓ প্রান্ত বুরুশ

১৮. জুনাগড় প্রশস্তি থেকে কার সম্বন্ধে জানা যায় ?
ⓐ সমুদ্রগুপ্ত
ⓑ রুদ্রদমন
ⓒ গৌতমীপুত্র সাতকর্ণী
ⓓ প্রথম রাজেন্দ্র চোল

১৯. ইন্টার প্রেস সার্ভিস সংস্থা টি কোন দেশের ?
ⓐ ফ্রান্স
ⓑ ইতালি
ⓒ কানাডা
ⓓ ভারত

২০. খানুয়ার যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
ⓐ 1525 সালে
ⓑ 1526 সালে
ⓒ 1527 সালে
ⓓ 1528 সালে

২১. অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেন ?
ⓐ পি মিত্র
ⓑ ভি ডি সাভারকর
ⓒ ভগৎ সিং
এস এন ব্যানার্জি

২২. ইলবার্ট বিল কোন সালে পার্লামেন্টে পাশ হয় ?
ⓐ 1883 সালে
ⓑ 1883 সালে
ⓒ 1887 সালে
ⓓ 1882 সালে

২৩. কোন আইনকে ব্ল্যাক বিল বলা হয় ?
ⓐ পিটস ইন্ডিয়া
ⓑ 1919 ভারত আইন
ⓒ 1833 চার্টার অ্যাক্ট
ⓓ রাওলাট অ্যাক্ট

২৪. জাপানের পূর্বনাম কি ছিল ?
ⓐ গ্রিনল্যান্ড
ⓑ দক্ষিণ রোডেশিয়া
ⓒ জাইরে
ⓓ নিপ্পন

২৫. অ্যাকোয়া ফরটিস বলা হয় কোন এসিড কে ?
ⓐ সালফিউরিক এসিড
ⓑ কার্বনিক এসিড
ⓒ হাইড্রোক্লোরিক এসিড
ⓓ নাইট্রিক এসিড

২৬. ভারতের পঞ্চায়েতী ব্যবস্থায় কতগুলি স্তর আছে ?
ⓐ দুই স্তর
ⓑ তিন স্তর
ⓒ এক স্তর
ⓓ চার স্তর

২৭. রাজ্যপাল কে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে কোন ধারায় ?
ⓐ আর্টিকেল - 156
ⓑ আর্টিকেল – 154
ⓒ আর্টিকেল - 123
ⓓ আর্টিকেল – 145

২৮. বেলগ্রেড কোন দেশের রাজধানী ?
ⓐ সার্বিয়া
ⓑ পালাউ
ⓒ প্যারাগুয়ে
ⓓ পেরু

২৯. নিম্নের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বই :
ⓐ চিত্রলেখা
ⓑ দেবদাস
ⓒ ভ্রান্তিবিলাস
ⓓ আলালের ঘরের দুলাল

৩০. ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে কোনো ব্যক্তিকে অন্তত ভারতে কত বছর থাকতে হবে ?
ⓐ 4 বছর
ⓑ 5 বছর
ⓒ 6 বছর
ⓓ 7 বছর

৩১. Converge (Antonym Word)
ⓐ DIVERGE
ⓑ CONDUCE
ⓒ LAUDATION
ⓓ THREAT

৩২. Quiescent [Antonym Word]
ⓐ INDIFFERENT
ⓑ WEAK
ⓒ ACTIVE
ⓓ RESPONSIVE

৩৩. Bimal is ignorant ________ English.
ⓐ IN
ⓑ OF
ⓒ WITH
ⓓ TO

৩৪. Neither Shyam _______ Rohit came to the school today.
ⓐ BUT
ⓑ OR
ⓒ NOR
ⓓ AND

৩৫. The custom or practice of having more than one husband at same time.
ⓐ POLYGYMY
ⓑ POLYPHONY
ⓒ POLYANDRY
ⓓ POLYCHROMY

৩৬. I am not very good ________ repairing things.
ⓐ AT
ⓑ FOR
ⓒ IN
ⓓ ABOUT

৩৭. Find the correctly spelt word :
ⓐ BUISNESS
ⓑ BUSSINESS
ⓒ BUSINESS
ⓓ BUISINESS.

৩৮. The teacher said to me,"what is your name ?" (Direct/Indirect)
ⓐ THE TEACHER TOLD ME WHAT MY NAME WAS.
ⓑ THE TEACHER ASKED ME WHAT MY NAME WAS.
ⓒ THE TEACHER ASKED ME WHAT MY NAME IS.
ⓓ THE TEACHER ASKED ME WHAT WAS MY NAME.

৩৯. A remedy for all diseases.
ⓐ AMNESIA
ⓑ PANACEA
ⓒ INTELIGENTCIA
ⓓ PARAFOL

৪০. Darjeeling grows tea. (Voice Change)
ⓐ TEA IS BEING GROWN IN DARJEELING.
ⓑ LET THE TEA BE GROWN IN DARJEELING.
ⓒ TEA IS GROWN IN DARJEELING.
ⓓ TEA GROWS IN DARJEELING.

৪১. You surprise me. [Change the Voice]
ⓐ I AM TO BE SURPRISED.
ⓑ YOU ARE SURPRISED.
ⓒ I AM SURPRISED.
ⓓ ME IS SURPRISED.

৪২. Thrifty (Synonym Word)
ⓐ GRAND
ⓑ RIGID
ⓒ FRUGAL
ⓓ DISCREET

৪৩. How many people were there ______ the concert.
ⓐ ON
ⓑ FROM
ⓒ AT
ⓓ AMONG

৪৪. Excessive (Most nearly/Synonym word)
ⓐ NEGLIGIBLE
ⓑ EXCELLENT
ⓒ UNLIMITED
ⓓ ABNORMAL

৪৫. The principal asked me why I was late. (Direct/Indirect)
ⓐ THE PRINCIPAL SAID TO ME,`WHY YOU WERE LATE?`
ⓑ THE PRINCIPAL SAID TO ME,`WHY YOU ARE LATE ?`
ⓒ THE PRINCIPAL SAID TO ME,`WHY WERE YOU LATE?`
ⓓ THE PRINCIPAL SAID TO ME,`WHY ARE YOU LATE?`

৪৬. He is getting married ________ Maya.
ⓐ TO
ⓑ BY
ⓒ WITH
ⓓ ONLY

৪৭. Choose the Correctly Spelt Word.
ⓐ BISCIUIT
ⓑ BISCUIT
ⓒ BISKIT
ⓓ BISCKET

৪৮. She did not sing so ________ as her friend.
ⓐ GOOD
ⓑ BETTER
ⓒ BEST
ⓓ WELL

৪৯. Animals that can live on land and water.
ⓐ TERRESTRIAL
ⓑ AQUATIC
ⓒ AMPHIBIANS
ⓓ PARASITIC

৫০. Find the correct spelt word.
ⓐ LIVELIHOOD
ⓑ LIVELYHOOD
ⓒ LIVLIHOOD
ⓓ LIVELYHUD

৫১. Anil sir __________ English at this moment.
ⓐ IS TEACH
ⓑ DOES TEACHING
ⓒ IS TEACHING
ⓓ TEACHES

৫২. She _______ her husband for 15 minutes.
ⓐ IS BEATING
ⓑ HAS BEEN BEATING
ⓒ HAS BEEN BITTEN
ⓓ BEATS

৫৩. The noise of traffic kept me awake. (Voice Change)
ⓐ I WAS KEPT AWAKE BY THE NOISE OF THE TRAFFIC.
ⓑ THE TRAFFIC KEPT ME AWAKE BY NOISE.
ⓒ I KEPT MYSELF AWAKE DUE TO THE NOISE OF THE TRAFFIC.
ⓓ I REMAINED AWAKE BY THE NOISE OF THE TRAFFIC.

৫৪. My father is very ________ to me, we play football every evening.
ⓐ FRIENDLY
ⓑ FRIENDS
ⓒ FRIEND-LIKE
ⓓ FRIENDSHIP

৫৫. Find the correctly spelt word:
ⓐ SIMPAL
ⓑ BANER
ⓒ PATTREN
ⓓ MODERN

৫৬. Conserved (Opposite Word)
ⓐ PRESERVED
ⓑ WASTED
ⓒ DESTROYED
ⓓ DEMONITIZED

৫৭. A game in which no one wins.
ⓐ DRAW
ⓑ OBSOLETE
ⓒ LEGAL
ⓓ ILLEGAL

৫৮. He said that we are all born do die.
ⓐ  HE SAID, "WE HAVE ALL BEEN BORN TO DIE."
ⓑ HE EXCLAIMED, "WE WERE ALL BORN TO DIE".
ⓒ HE SAID, "WE WERE ALL BORN TO DIE."
ⓓ HE SAID, "WE ARE ALL BORN TO DIE."

৫৯. Let me do this. [Change the Voice]
ⓐ LET US DO THIS.
ⓑ THIS BE DONE BY ME.
ⓒ LET THIS BE DONE BY ME.
ⓓ LET DO THIS.

৬০. I am indebted _______ you for his kind favour.
ⓐ WITH
ⓑ FOR
ⓒ TO
ⓓ IN

৬১. 5টি ভেড়ার দাম = 8টি ছাগলের দাম, 30টি ছাগলের দাম = 3টি গোরুর দাম, 50টি ভেড়ার বদলে ক-টি গোরু পাওয়া যাবে ?
ⓐ  6 টি 
ⓑ 8 টি
ⓒ 10 টি 
ⓓ 12 টি

৬২. দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের ল.সা.গু. 180, ছোট সংখ্যাটি হবে -
ⓐ  30
ⓑ 40
ⓒ 45
ⓓ 60

৬৩. 72 লিটারের একটি মিশ্রণে সিরাপ ও জল 7:2 অনুপাতে আছে। এর সঙ্গে কতখানি জল মেশালে সিরাপ ও জলের পরিমাণ 4:3 হবে ?
ⓐ 20 লিটার
ⓑ 24 লিটার
ⓒ 26 লিটার
ⓓ 30 লিটার

৬৪. দুটি সংখ্যার যোগফল 128 এবং বড় সংখ্যাটির 3 গুণ = ছোট সংখ্যাটির 5 গুণ। ছোট সংখ্যাটি হল -
ⓐ 48
ⓑ 60
ⓒ 72
ⓓ 80

৬৫. কোনো সংখ্যাকে 30% বৃদ্ধি করলে 39 হয়। সংখ্যাটি কত ?
ⓐ 30
ⓑ 32
ⓒ 34
ⓓ 36

৬৬. তিন অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত ?
ⓐ 81
ⓑ 100
ⓒ 121
ⓓ 144

৬৭. 20 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল কত ?
ⓐ 163
ⓑ 173
ⓒ 204
ⓓ 331

৬৮. দুটি সংখ্যার অনুপাত 3:4; তাদের গ.সা.গু. 4, তাদের ল.সা.গু কত ?
ⓐ 48
ⓑ 50
ⓒ 56
ⓓ 60

৬৯. একটি ব্যাগে 80টি 5 টাকা ও 10 টাকার মুদ্রা আছে। যদি মোট 600 টাকার মুদ্রা থাকে তাহলে 10 টাকার মুদ্রা আছে ?
ⓐ 10টি
ⓑ 40টি
ⓒ 50টি
ⓓ 80টি

৭০. একটি চৌবাচ্চার 0.8 অংশ জলপূর্ণ আছে, এ থেকে 25 লিটার জল তুলে নেওয়ার পর দেখা যায় যে চৌবাচ্চার অর্ধেক থেকে 14 লিটার জল বেশী আছে। চৌবাচ্চার জল ধারণ ক্ষমতা বের করো।
ⓐ 100 লিটার
ⓑ 130 লিটার
ⓒ 200 লিটার
ⓓ 150 লিটার

৭১. কোনো শহরে বর্তমান জনসংখা 68,750 জন। প্রতি বছর 8% হারে হ্রাস পেলে 2 বছর পর শহরের লোকসংখ্যা কত হবে?
ⓐ 58,190
ⓑ 58,290
ⓒ 58,910
ⓓ 58,920

৭২. 22 জন ছাত্রের বয়সের গড় 21 বছর। গড় বয়স 1 বছর বৃদ্ধি পে যখন শিক্ষকের বয়স যুক্ত করা হয়। তাহলে শিক্ষকের বয়স কত ?
ⓐ 48
ⓑ 43
ⓒ 44
ⓓ 45

৭৩. 100 -এর 0.1% = ?
ⓐ 1
ⓑ 0.1
ⓒ 10
ⓓ 0.01

৭৪. দুটি সংখ্যার গ.সা.গু 5 এবং ল.সা.গু 150, যদি একটি সংখ্যা 25 হয়, তবে অন্য্ সংখ্যাটি কত?
ⓐ 30
ⓑ 44
ⓒ 24
ⓓ 28

৭৫. কোন ক্ষুদ্রতম সংখ্যা 1056 এর সঙ্গে যুক্ত করলে যোগফল সম্পূর্ণভাবে 23 দ্বারা বিভাজ্য হবে?
ⓐ 3
ⓑ 4
ⓒ 1
ⓓ 2

৭৬. একজন সেনাধ্যক্ষ তার অধীন 11025 জন সৈন্যকে বর্গাকার সাজালেন। প্রথম সারির সৈন্য সংখ্যা ___
ⓐ 105
ⓑ 1005
ⓒ 115
ⓓ 15

৭৭. যদি 5 জন পুরুষ অথবা 7 জন মহিলা একদিনে 5,250 টাকা উপার্জন করে, তবে 7 জন পুরুষ এবং 13 জন মহিলা এক দিনে কত টাকা উপার্জন করবে?
ⓐ 11,700
ⓑ 11,600
ⓒ 17,100
ⓓ 16,100

৭৮. 10 জন লোক 20টি খেলনা তৈরী করে 12 দিনে, প্রত্যহ 12 ঘন্টা করে। কত দিনে 24 জন লিক 32টি খেলনা তৈরী করবে প্রত্যহ 16 ঘন্টা কাজ করে?
ⓐ 8 দিন
ⓑ 7 দিন
ⓒ 6 দিন
ⓓ 5 দিন

৭৯. 8, 0, 0, 3 দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?
ⓐ 7995
ⓑ 7965
ⓒ 7920
ⓓ 5292

৮০. যদি কোনো আসল 15 বছরে জটিল সুদে দ্বিগুন হয়, তবে কত বছর পর এটি আসলের 8 গুন্ হবে?
ⓐ 45 বছর
ⓑ 48 বছর
ⓒ 54 বছর
ⓓ 60 বছর

৮১. পাঁচজন বালক বৃত্তাকারে দাঁড়িয়ে আছে , রমেশ এবং সমীরের মাঝে অজয় ,, সোলেমান আছে বাবুর বামদিকে ,রমেশ সোলেমানের বামদিকে , তবে অজয়ের ডানদিকে কে আছে?
ⓐ বাবু
ⓑ রমেশ
ⓒ সমীর
ⓓ সোলেমান

৮২. বেমানান শব্দটি বের করুন-
ⓐ ভুবনেশ্বর
ⓑ কলকাতা
ⓒ মুম্বাই
ⓓ রাঁচি

৮৩. চাঁদ:পৃথিবী :: পৃথিবী : ?
ⓐ সূর্য
ⓑ গ্রহানুপুঞ্জ
ⓒ গ্রহ
ⓓ মঙ্গল

৮৪. AB____A_____BABB
ⓐ BB
ⓑ BA
ⓒ AA
ⓓ AB

৮৫. X সম্পর্কে Y-এর বোন্ আবার Y সম্পর্কে K-এর কন্যা ,K সম্পর্কে L-এর স্বামী ,, L-এক্ষেত্রে Y-এর কে হয় ?
ⓐ পিতা
ⓑ মাতা
ⓒ ভ্রাতা
ⓓ ভগিনী

৮৬. একটি ভোজ সভায় ১০জন সদস্য উপস্থিত ছিলেন,প্রত্যেকেই অপরের সঙ্গে Handshake করলেন ,,তাহলে handshake-এর সংখ্যা কত ?
ⓐ 40
ⓑ 90
ⓒ 20
ⓓ 45

৮৭. যদি BJP, DMK হয় তবে RSS কী হবে?
ⓐ CPI
ⓑ TVN
ⓒ SJP
ⓓ TDP

৮৮. সব বইতেই আছে -
ⓐ মলাট
ⓑ ছবি
ⓒ জ্ঞান
ⓓ গল্প

৮৯. একদিনে ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কতবার সমকোণে আসে ?
ⓐ ২৪ বার
ⓑ ১২বার
ⓒ ৪৮ বার
ⓓ ৪০ বার

৯০. ভারত : নয়াদিল্লি :: পাকিস্তান : ?
ⓐ লাহোর
ⓑ ইসলামাবাদ
ⓒ পেশোয়ার
ⓓ রাওয়ালপিন্ডি 

সম্পূর্ণ  PDF  টি পেতে নীচের Click Here to Download-এ ক্লিক করুন

File Details:: 

File Name: আবগারি কনস্টেবল মেন প্র্যাকটিস সেট

File Format:  PDF

No. of Pages:  12

File Size:  446 KB

Download Link :         Click Here to Download 


No comments:

Post a Comment