Breaking




Wednesday, 3 December 2025

পশ্চিমবঙ্গের শিল্প : গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর PDF

West Bengal Industries GK | পশ্চিমবঙ্গের শিল্পভিত্তিক প্রশ্ন–উত্তর

পশ্চিমবঙ্গের শিল্প : গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর PDF
পশ্চিমবঙ্গের শিল্প : গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর PDF
পশ্চিমবঙ্গ ভারতের একটি উল্লেখযোগ্য শিল্পসমৃদ্ধ রাজ্য, যেখানে ঐতিহাসিক পাট শিল্প থেকে শুরু করে আধুনিক ইস্পাত, তথ্যপ্রযুক্তি, বিদ্যুৎ উৎপাদন ও ক্ষুদ্র–মাঝারি শিল্পের বিস্তার গভীরভাবে লক্ষ করা যায়। প্রতিযোগিতামূলক পরীক্ষায়—যেমন WBCS, PSC, Rail, SSC, WBP  ও অন্যান্য চাকরির পরীক্ষায়—রাজ্যের শিল্পভিত্তিক প্রশ্ন প্রায়ই আসে। তাই পশ্চিমবঙ্গের শিল্প, তার উৎপাদন কেন্দ্র, বৈশিষ্ট্য, ঐতিহাসিক পটভূমি এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা অত্যন্ত জরুরি।

এই পোস্টে আমরা পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ শিল্প সম্পর্কিত সম্ভাব্য ও পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন–উত্তর সহজ ও সংক্ষিপ্তভাবে তুলে ধরেছি, যাতে পরীক্ষার্থীরা দ্রুত রিভিশন করতে পারে এবং পরীক্ষায় সঠিক উত্তর দিতে পারে।

পশ্চিমবঙ্গের শিল্প সম্পর্কিত প্রশ্ন উত্তর

প্রশ্নঃ পশ্চিমবঙ্গের প্রধান শিল্প কি?
উঃ পাট শিল্প

প্রশ্নঃ পশ্চিমবঙ্গে কোথায় প্রথম পাট শিল্প গড়ে ওঠে?
উঃ হুগলি জেলার রিষড়া-তে

প্রশ্নঃ পশ্চিমবঙ্গে কবে প্রথম পাটকল গড়ে ওঠে?
উঃ ১৮৫৫ সালে

প্রশ্নঃ বর্তমানে পশ্চিমবঙ্গে পাট কলের সংখ্যা কত?
উঃ ৬০টি

প্রশ্নঃ পশ্চিমবঙ্গে (ভারতে) প্রথম কোথায় কার্পাস শিল্প গড়ে ওঠে?
উঃ জেলার বাউড়িয়ায়

প্রশ্নঃ পশ্চিমবঙ্গে (ভারতে) প্রথম কত সালে কার্পাস শিল্প গড়ে ওঠে?
উঃ ১৮১৮ সালে

প্রশ্নঃ বর্তমানে পশ্চিমবঙ্গে কাপড় কলের সংখ্যা কত?
উঃ ৩৭ টি

প্রশ্নঃ পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্য দপ্তরের মুখ্য সংস্থার নাম কি?
উঃ W.B.I.D.C

প্রশ্নঃ W.B.I.D.C কত সালে প্রতিষ্ঠিত হয়-
উঃ ১৯৬৭ সালে

প্রশ্নঃ পশ্চিমবঙ্গের প্রধান কুটির শিল্প কোনটি?
উঃ তাঁত বস্ত্রবয়ন

প্রশ্নঃ বান তলা কি জন্য বিখ্যাত?
উঃ চর্ম শিল্প 

প্রশ্নঃ পশ্চিমবঙ্গের বৃহত্তম শিল্পাঞ্চলের নাম কি?
উঃ কলকাতা শিল্পাঞ্চল

প্রশ্নঃ ভারতের রূঢ় (দুর্গাপুর) কোন জেলায় অবস্থিত?
উঃ পশ্চিম বর্ধমান

প্রশ্নঃ কর্পাস বয়ন শিল্পের কাঁচামালের জন্য পশ্চিমবঙ্গ কোন কোন রাজ্যের উপর নির্ভরশীল?
উঃ মহারাষ্ট্র ও গুজরাট

প্রশ্নঃ তরাই অঞ্চলে কখন প্রথম চা বাগান গড়ে ওঠে?
উঃ ১৯৫০-এর দশক

প্রশ্নঃ মকাইবাড়ি টি এস্টেট কোথায় অবস্থিত?
উঃ দার্জিলিং

প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোথায় কোথায় ফুডপার্ক গড়ে উঠেছে?
উঃ উত্তরবঙ্গ - শিলিগুড়ি, মালদহ।
দক্ষিনবঙ্গ - সাঁকরাইল, হাওড়ার কাঁদুয়া, হলদিয়া, শঙ্করপুর, চকগেড়িয়া, সুলতানপুর, কাকদ্বীপ, উত্তর চব্বিশ পরগনার নাজট, ডানকুনি, মুর্শিদাবাদ।

প্রশ্নঃ পূর্ব মেদিনীপুরের শংকরপুর কি জন্য বিখ্যাত?
উঃ শান্ত সমুদ্র সৈকত এবং মৎস্য বন্দরের জন্য বিখ্যাত।

প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোথায় প্রথম কাগজ কল স্থাপিত হয়?
উঃ হাওড়ার শ্রীরামপুরে

প্রশ্নঃ পশ্চিমবঙ্গে কত সালে প্রথম কাগজ কল স্থাপিত হয়?
উঃ ১৮১২ সালে

প্রশ্নঃ ট্যাংরা কি জন্য বিখ্যাত?
উঃ চর্ম শিল্প, চীনা খাবার, চীনা সংস্কৃতি, ঐতিহ্যবাহী কালী মন্দির

প্রশ্নঃ হলদিয়া শিল্পাঞ্চলের প্রধান ভিত্তি কি?
উঃ পেট্রোলিয়াম উপজাত দ্রব্য 

প্রশ্নঃ একটি ভোজ্য তৈল উৎপাদন সংস্থা হল-
উঃ অ্যাশিয়ান অয়েলস প্রাইভেট লিমিটেড

প্রশ্নঃ নদীয়ার শান্তিপুর কি জন্য বিখ্যাত?
উঃ তাঁত শিল্প

প্রশ্নঃ পুরুলিয়ার কোথায় চা শিল্প রয়েছে?
উঃ অযোধ্যা তে

প্রশ্নঃ চিত্তরঞ্জন কিসের সাথে যুক্ত-
উঃ রেলইঞ্জিন নির্মাণ

প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোথায় সামরিক অস্ত্রশস্ত্র নির্মাণ কারখানা রয়েছে-
উঃ আসানসোলে

প্রশ্নঃ পশ্চিমবঙ্গের একটি SEZ অঞ্চল হল-
উঃ ফলতা

প্রশ্নঃ বেঙ্গল কেমিক্যাল কোথায় অবস্থিত?
উঃ পানিহাটি
 
পশ্চিমবঙ্গের শিল্প সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF  টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: পশ্চিমবঙ্গের শিল্প : গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  204 KB   


No comments:

Post a Comment