Breaking




Thursday, 9 October 2025

Math Practice Set in Bengali PDF : WBP, SSC, PSC.WBSSC পরীক্ষার জন্য

Math Practice Set in Bengali PDF : WBP, SSC, PSC.WBSSC পরীক্ষার জন্য

Math Practice Set in Bengal
Math Practice Set in Bengal
গণিতে ভালো ফল করার জন্য নিয়মিত প্র্যাকটিস বা অনুশীলনের কোনো বিকল্প নেই, তাই আমাদের এই প্র্যাকটিস সেটে এমনভাবে প্রশ্নগুলো সাজানো হয়েছে যাতে প্রাথমিক থেকে উচ্চ স্তরের গুরুত্বপূর্ণ সব ধরনের অঙ্ক কভার হয়। প্রতিটি প্রশ্নের মাধ্যমে আপনি ধাপে ধাপে নিজের দক্ষতা বাড়াতে পারবেন।
এই সেটটি বিশেষভাবে তৈরি করা হয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষার্থী ও স্কুল–কলেজের শিক্ষার্থীদের জন্য। যাতে নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করে তুলতে পারো।
অতএব বেশি সময় নষ্ট না করে নীচে দেওয়া প্রশ্ন উত্তর গুলি খুব ভালোভাবে দেখে নাও এবং অতি মনোযোগ সহকারে খুব ভালোভাবে নিজেকে এই বিষয়ে পারদর্শী করে তোল।

গণিত প্র্যাকটিস সেট

০১. ৫০০০ টাকার আসলের ৫ বছর পরে ১০% সরল সুদের হারে সুদ কত টাকা হবে?
A) ২৫০০/- 
B) ২৬০০/-
C) ২৭০০/-
D) ২৯০০/-

উত্তরঃ A) ২৫০০/- 

০২. ১০% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা ২৭০ টাকায় ২ কেজি বেশি চিনি ক্রয় করতে পারেন। প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত?
A) ২৫ টাকা
B) ৩৯ টাকা
C) ২৯ টাকা
D) ১৫ টাকা 

উত্তরঃ D) ১৫ টাকা

০৩. কোন টাকার ৩০% হল ৭০ টাকা, ওই টাকার ৯০% কত টাকা হবে?
A) ২১০ টাকা 
B) ২৩০ টাকা
C) ২৪০ টাকা
D) ২৫০ টাকা

উত্তরঃ A) ২১০ টাকা 

০৪. কোন সংখ্যার ২৫% যদি ৯০ হয়, তবে সংখ্যাটি কত?
A) ২৫০
B) ১১০
C) ৩৬০ 
D) ১৯০

উত্তরঃ C) ৩৬০

০৫. একটি গল্পের বইয়ের বর্তমান দাম ২০০ টাকা প্রতিবছর বইটির দাম ৯% বৃদ্ধি পায়। তবে ৩ বছর পর বইটির দাম কত টাকা হবে?
A) ২৫০ টাকা
B) ২৫১ টাকা
C) ২৫০.৯ টাকা
D) ২৫১.৯৪২৪ টাকা 

উত্তরঃ D) ২৫১.৯৪২৪ টাকা 

০৬. ধরি A একটি বই কেনে প্রকৃত মূল্যর ¾ দামে এবং  পরে B এর কাছে সেই বই টি বিক্রি করে আসল মূল্যের ২০% দামে। তাহলে A এর লাভ অংশ হল?
A) ১০%
B) ১৫%
C) ৬০% 
D) ৪০%

উত্তরঃ C) ৬০% 

০৭. একটি স্কুলের ছাত্র-ছাত্রীরা বৃক্ষরোপন কর্মসূচীতে ১৭,৯৫৬ টি গোলাপের চারা এমনভাবে রোপন করলো যে যাতে একটি শ্রেণীতে কতগুলি গাছ আছে ঠিক ততগুলো শ্রেণি হল। একটি শ্রেণীতে কতগুলি গাছ আছে?
A) ১৩০
B) ১৫৪৯
C) ১৪০
D) ১৩৪ 

উত্তরঃ D) ১৩৪ 

০৮. দুটি সংখ্যার অনুপাত ২:৩। যদি সংখ্যা দুটির প্রত্যেকটিতে ৯ যোগ হয়, তবে তাদের অনুপাত হবে ৩:৪। সংখ্যাদুটি হল?
A) ১৬,২৪ 
B) ১১,২৬
C) ১৫,২9
D) ১১,২২

উত্তরঃ A) ১৬,২৪ 

০৯. A ও B এর বর্তমান বয়সের অনুপাত ৪:৫, ১০ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত হল ৭:১০। B এর বর্তমান বয়স কত?
A) ৩০ 
B) ২০
C) ৪২
D) ৩২

উত্তরঃ A) ৩০

১০. ৪০ সেকেন্ড ১ ঘন্টার কত কত অংশ?
A) ১/৯০
B) ১/৯০ 
C) ১/৪০
D) ১/৪৫

উত্তরঃ B) ১/৯০ 

১১. যদি ৫৫+৬৬=৩৩ এবং ২২+৯৯= ৩৩ হয়, তবে ৪৪+৯৯=?
A) ৫৩
B) ৬২
C) ৭২
D) ৩৬ 

উত্তরঃ D) ৩৬ 

১২. ধরা যাক সুদের হার ৬% এই হার অনুযায়ী ৫০,০০০ টাকার ৫ বছরের সুদ কত হবে?
A) ১৫,০০০ টাকা 
B) ১৩,০০০ টাকা
C) ১৬,০০০ টাকা
D) ৯,০০০ টাকা

উত্তরঃ A) ১৫,০০০ টাকা

১৩. পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৫০ বছর হলে ১০ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ৪:১ হলে ৫ বছর পরে তাদের বয়স কত হবে?
A) ৩৯,২১
B) ৩৯,২১ 
C) ৩৯,২৭
D) ৪০,২৬

উত্তরঃ B) ৩৯,২১ 

১৪. একটি জামা ১৫% ক্ষতিতে বিক্রি করলে ক্ষতির পরিমাপ হয় ২২৫ টাকা, তাহলে জামাটি ক্রয় মূল্য কত?
A) ১৫০০ টাকা 
B) ২০০০ টাকা
C) ১৪০০ টাকা
D) ১৩০০ টাকা

উত্তরঃ A) ১৫০০ টাকা 

১৫. একটি ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত?
A) ১:১২ 
B) ২:১৩
C) ১:১১
D) ২:২২

উত্তরঃ A) ১:১২

১৬. ৬ লেখক একটি বই লিখতে ৩০ দিন সময় নেয়, ২০ জন লেখক এর বইটি লিখতে কতদিন সময় লাগবে?
A) ৯ দিন 
B) ১০ দিন
C) ৮ দিন
D) ৪ দিন

উত্তরঃ A) ৯ দিন 

১৭. কোন ১০০ টাকার ১২% হল ৬৩ টাকা। তাহলে ১০০ টাকার ৪০% কত টাকা হবে?
A) ১৮০
B) ২১০ 
C) ২০০
D) ১৯০

উত্তরঃ B) ২১০ 

১৮. ১৫০ সংখ্যাটি ১২০ এর কত শতাংশ?
A) ১২০
B) ১৩০
C) ১২৫ 
D) ১২৪

উত্তরঃ C) ১২৫ 

১৯. দুটি সংখ্যার অনুপাত ৪:৫। যদি সংখ্যা দুটির প্রত্যেকটিতে ৩ যোগ হয়, তবে তাদের অনুপাত হবে ৫:৬। সংখ্যাদুটি হল?
A) ১২,১৫ 
B) ১৩,১৯
C) ৩১,২৯
D) ১৩,৯৩

উত্তরঃ A) ১২,১৫ 

২০. রাসায়নিক সাড়ের দাম ২০% বৃদ্ধি পেয়েছে। একটি কৃষক সাড়ের ব্যবহার শতকরা কত কামালে সাড়ের খরচ একই থাকবে?
A) ২০%
B) ১৬—⅔% 
C) ২৫%
D) ১২—½%

উত্তরঃ B) ১৬—⅔% 

Math Practice Set in Bengali  PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details :: 

File Name: Math Practice Set in Bengali

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  326 KB



No comments:

Post a Comment