Breaking




Sunday, 27 August 2023

ভারতের ইতিহাস সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF

ভারতের ইতিহাস সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF || Indian History Questions Answers PDF




ভারতের ইতিহাস সম্পর্কিত প্রশ্ন উত্তর
ভারতের ইতিহাস সম্পর্কিত প্রশ্ন উত্তর
সুপ্রিয় বন্ধুরা,
আমরা আজকে যে গুরুত্বপূর্ণ টপিকটি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটি পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের প্রায় সমস্থ চাকরীর পরীক্ষা গুলির জন্য দারুন ভাবে কাজে আসবে। আমাদের আজকের সেই গুরুত্বপূর্ণ পোস্টটি হল, ভারতের ইতিহাস সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF. আমরা এই পোস্টটির মধ্যে যে প্রশ্ন গুলি দিয়েছি আশা করবো তোমাদের সেই কাজে আসবে। 
তাই তোমরা আর দেরি না করে অবিলম্বে নীচে দেওয়া প্রশ্ন গুলি মনোযোগ সহকারে দেখে নাও এবং যদি ভালোলাগে PDF-টি সংগ্রহ করে রাখতে পারো। আর অবশ্যই প্রশ্ন গুলি কাছের বন্ধুদের এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করবে। 

ভারতের ইতিহাস সম্পর্কিত প্রশ্ন উত্তর

 ক্লাইভের বাংলার দেওয়ানী প্রাপ্তি ঘটেছিল –
Ans :: 1765 খ্রীঃ

 জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন –
Ans :: ডাফরিন

 শের ই-পাঞ্জাব - কাকে বলা হয় –
Ans :: লালা লাজপৎ রায়

 কোন সম্রাট ভারতের নেপোলিয়ন নামে অভিহিত –
Ans :: সমুদ্রগুপ্ত

 বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম হল –
Ans :: ত্রিপিটক

 সিন্ধুবাসীর কোন ধাতু অজানা ছিল –
Ans :: লোহা

 জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন সালে ঘটেছিল –
Ans :: 1919 সালে

 সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন –
Ans :: ক্যানিং

 ভারতের মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন –
Ans :: নবাব সলিমুল্লাহ

 ভারতের সিভিল সার্ভিস এর প্রবর্তন করেছিলেন –
Ans :: কর্নওয়ালিস

 শাসন কার্যকালে কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন –
Ans :: লর্ড মেয়ো

 তিতুমীর কে ছিলেন –
Ans :: ওয়াহাবি আন্দোলনের নেতা

 ভারতীয় বিপ্লবীদের জননীরূপে খ্যাত ছিলেন –
Ans :: মাদাম কামা

 কে শকাব্দ প্রচলন করেন –
Ans :: কনিষ্ক

 শশাঙ্কের রাজধানী কোথায় ছিল –
Ans :: কর্ণসুবর্ণ

 শেরশাহের সেনাপতি কে ছিলেন –
Ans :: ব্রহ্মজিৎ গৌড়

 দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি নির্বাচিত ছিলেন –
Ans :: ত্রিপুরাতে

 সিন্ধু সভ্যতার আবিষ্কার কে করেন –
Ans :: রাখালদাস ব্যানার্জী

 বাংলায় পাল বংশের রাজা দ্বিতীয় মহীপালের বিরুদ্ধে বিদ্রোহে কৈবর্ত নেতা কে ছিলেন –
Ans :: দিব্য

 বঙ্গভঙ্গ রদ হয়েছিল –
Ans :: 1911 সালে

 কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত হয় –
Ans :: 1857 সালে

 হিন্দুস্থানের তোতাপাখি কাকে বলা হত –
Ans :: আমির খসরু

 রেগুলেটিং আইন পাস করেছিল –
Ans :: ব্রিটিশ পার্লামেন্ট

 দিল্লীর সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন –
Ans :: কুতুবউদ্দিন

 সিন্ধু সভ্যতাকে বলা হয় –
Ans :: শহরভিত্তিক

 আমেরিকায় গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন –
Ans :: হরদয়াল

 নব্যবঙ্গ আন্দোলনের প্রেরণা কে ছিলেন –
Ans :: হেনরি ভিভিয়ান ডিরোজিও

 বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম কি –
Ans :: সমাচার দর্পণ

 ত্রয়োদশ শতকে কোন মুসলিম সেনাপতি বাংলা জয় করেন –
Ans :: বক্তিয়ার খলজি

 শিখদের সামরিক জাতিতে কে পরিণত করেছিলেন –
Ans :: গোবিন্দ সিং

 গুপ্ত সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন –
Ans :: শ্রীগুপ্ত

 লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয় –
Ans :: 1916 সালে

 আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষ কে আইনি সমর্থন করেছিলেন –
Ans :: চিত্তরঞ্জন দাস

 কবুলিয়ৎ ও পাট্টা কে প্রবর্তন করেন –
Ans :: শেরশাহ

 ইংরেজ শাসিত ভারতবর্ষে কলকাতা কোন সাল পর্যন্ত রাজধানী ছিল –
Ans :: 1911 সাল

 কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ করেছিল –
Ans :: দ্বিতীয় শাহ আলম

 বুদ্ধচরিত - কার রচনা –
Ans :: অশ্বঘোষ

 নীল বিদ্রোহ নিয়ে নিয়মিত আলোকপাত করা হত –
Ans :: হিন্দু প্যাট্রিয়ট

 একজন বিপ্লবীর নাম করো যিনি রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন –
Ans :: বিনয় বসু

সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন –
Ans :: আবদুল গফফর খান

ভারতের ইতিহাস সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details ::

File Name:  ভারতের ইতিহাস সম্পর্কিত প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  224 KB 


No comments:

Post a Comment