Breaking




Wednesday, 8 October 2025

ভারতের ইতিহাস সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF

ভারতের ইতিহাস সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF || Indian History Questions Answers PDF




ভারতের ইতিহাস সম্পর্কিত প্রশ্ন উত্তর
ভারতের ইতিহাস সম্পর্কিত প্রশ্ন উত্তর
ভারতের ইতিহাস আমাদের দেশের গৌরবময় অতীত, সংস্কৃতি ও সভ্যতার অমূল্য ভাণ্ডার। প্রাচীন যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত ভারতের প্রতিটি অধ্যায়ে রয়েছে গুরুত্বপূর্ণ ঘটনা, মহান ব্যক্তিত্ব ও উল্লেখযোগ্য পরিবর্তন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য ইতিহাস ভিত্তিক প্রশ্নোত্তর জানা খুবই প্রয়োজনীয়।

এই পোস্টে ভারতের ইতিহাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর PDF আকারে দেওয়া হয়েছে, যা তোমাকে সহজে পড়তে ও পুনরাবৃত্তি করতে সাহায্য করবে। তাই আর সময় নষ্ট না করে অবিলম্বে নীচে দেওয়া প্রশ্ন উত্তর গুলি খুব ভালোভাবে দেখে নাও এবং অবশ্যই PDF-টি সংগ্রহ করে রাখবে যাতে পরবর্তী সময়ে অতি সহজে দেখতে পারো।

ভারতের ইতিহাস সম্পর্কিত প্রশ্ন উত্তর

প্রশ্নঃ ক্লাইভের বাংলার দেওয়ানী প্রাপ্তি ঘটেছিল –
Ans: 1765 খ্রীঃ

প্রশ্নঃ জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন –
Ans: ডাফরিন

প্রশ্নঃ শের ই-পাঞ্জাব - কাকে বলা হয় –
Ans: লালা লাজপৎ রায়

প্রশ্নঃ কোন সম্রাট ভারতের নেপোলিয়ন নামে অভিহিত –
Ans: সমুদ্রগুপ্ত

প্রশ্নঃ বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম হল –
Ans: ত্রিপিটক

প্রশ্নঃ সিন্ধুবাসীর কোন ধাতু অজানা ছিল –
Ans: লোহা

প্রশ্নঃ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন সালে ঘটেছিল –
Ans: 1919 সালে

প্রশ্নঃ সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন –
Ans: ক্যানিং

প্রশ্নঃ ভারতের মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন –
Ans: নবাব সলিমুল্লাহ

প্রশ্নঃ ভারতের সিভিল সার্ভিস এর প্রবর্তন করেছিলেন –
Ans: কর্নওয়ালিস

প্রশ্নঃ শাসন কার্যকালে কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন –
Ans: লর্ড মেয়ো

প্রশ্নঃ তিতুমীর কে ছিলেন –
Ans: ওয়াহাবি আন্দোলনের নেতা

প্রশ্নঃ ভারতীয় বিপ্লবীদের জননীরূপে খ্যাত ছিলেন –
Ans: মাদাম কামা

প্রশ্নঃ কে শকাব্দ প্রচলন করেন –
Ans: কনিষ্ক

প্রশ্নঃ শশাঙ্কের রাজধানী কোথায় ছিল –
Ans: কর্ণসুবর্ণ

প্রশ্নঃ শেরশাহের সেনাপতি কে ছিলেন –
Ans: ব্রহ্মজিৎ গৌড়

প্রশ্নঃ দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি নির্বাচিত ছিলেন –
Ans: ত্রিপুরাতে

প্রশ্নঃ সিন্ধু সভ্যতার আবিষ্কার কে করেন –
Ans: রাখালদাস ব্যানার্জী

প্রশ্নঃ বাংলায় পাল বংশের রাজা দ্বিতীয় মহীপালের বিরুদ্ধে বিদ্রোহে কৈবর্ত নেতা কে ছিলেন –
Ans: দিব্য

প্রশ্নঃ বঙ্গভঙ্গ রদ হয়েছিল –
Ans: 1911 সালে

প্রশ্নঃ কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত হয় –
Ans: 1857 সালে

প্রশ্নঃ হিন্দুস্থানের তোতাপাখি কাকে বলা হত –
Ans: আমির খসরু

প্রশ্নঃ রেগুলেটিং আইন পাস করেছিল –
Ans: ব্রিটিশ পার্লামেন্ট

প্রশ্নঃ দিল্লীর সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন –
Ans: কুতুবউদ্দিন

প্রশ্নঃ সিন্ধু সভ্যতাকে বলা হয় –
Ans: শহরভিত্তিক

প্রশ্নঃ আমেরিকায় গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন –
Ans: হরদয়াল

প্রশ্নঃ নব্যবঙ্গ আন্দোলনের প্রেরণা কে ছিলেন –
Ans: হেনরি ভিভিয়ান ডিরোজিও

প্রশ্নঃ বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম কি –
Ans: সমাচার দর্পণ

প্রশ্নঃ ত্রয়োদশ শতকে কোন মুসলিম সেনাপতি বাংলা জয় করেন –
Ans: বক্তিয়ার খলজি

প্রশ্নঃ শিখদের সামরিক জাতিতে কে পরিণত করেছিলেন –
Ans: গোবিন্দ সিং

প্রশ্নঃ গুপ্ত সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন –
Ans: শ্রীগুপ্ত

প্রশ্নঃ লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয় –
Ans: 1916 সালে

প্রশ্নঃ আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষ কে আইনি সমর্থন করেছিলেন –
Ans: চিত্তরঞ্জন দাস

প্রশ্নঃ কবুলিয়ৎ ও পাট্টা কে প্রবর্তন করেন –
Ans: শেরশাহ

প্রশ্নঃ ইংরেজ শাসিত ভারতবর্ষে কলকাতা কোন সাল পর্যন্ত রাজধানী ছিল –
Ans: 1911 সাল

প্রশ্নঃ কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ করেছিল –
Ans: দ্বিতীয় শাহ আলম

প্রশ্নঃ বুদ্ধচরিত - কার রচনা –
Ans: অশ্বঘোষ

প্রশ্নঃ নীল বিদ্রোহ নিয়ে নিয়মিত আলোকপাত করা হত –
Ans: হিন্দু প্যাট্রিয়ট

প্রশ্নঃ একজন বিপ্লবীর নাম করো যিনি রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন –
Ans: বিনয় বসু

প্রশ্নঃ সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন –
Ans: আবদুল গফফর খান

ভারতের ইতিহাস সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details ::

File Name:  ভারতের ইতিহাস সম্পর্কিত প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  224 KB 


No comments:

Post a Comment