বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা || শ্রেষ্ঠ সম্রাট || শেষ সম্রাট PDF
নমস্কার বন্ধুরা .......
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ভারতের বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা || শ্রেষ্ঠ সম্রাট || শেষ সম্রাট সম্পর্কে। আমরা সকলেই জানি যে কোনো পরীক্ষায় ক্ষেত্রে এই টপিকটি কতটা গুরুত্বপূর্ণ। কারন এই টপিকটি থেকে প্রশ্ন এসেই থাকে। তাই বন্ধুরা আর সময় নষ্ট না করে নীচের তালিকাটি পড়ে সম্পূর্ণ PDF টি সংগ্রহ করে নাও।
বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ সম্রাট, শেষ সম্রাট
☞ হর্ষংক বংশ
■ প্রতিষ্ঠাতা : বিম্বসার
■ শেষ সম্রাট : নাগদাস
■ শ্রেষ্ঠ সম্রাট : অজাতশত্রু
☞ নন্দ বংশ
■ প্রতিষ্ঠাতা : মহাপদ্ম নন্দ
■ শেষ সম্রাট : ধননন্দ
■ শ্রেষ্ঠ সম্রাট : ধননন্দ
☞ শিশুনাগ বংশ
■ প্রতিষ্ঠাতা : শিশুনাগ (৪৪৪ খ্রি: পূ:)
■ শেষ সম্রাট : কালাশোক বা কাকবর্ণ
■ শ্রেষ্ঠ সম্রাট : শিশুনাগ
☞ মৌর্য বংশ
■ প্রতিষ্ঠাতা : চন্দ্রগুপ্ত
■ শেষ সম্রাট : বৃহদ্রথ
■ শ্রেষ্ঠ সম্রাট : অশোক
☞ পরতিহার বংশ
■ প্রতিষ্ঠাতা : হরিচন্দ্র
■ শেষ সম্রাট : মহীপাল
■ শ্রেষ্ঠ সম্রাট : ভোজ ( প্রথম)
☞ সাতবাহন বংশ
■ প্রতিষ্ঠাতা : সিমুক সাতবাহন
■ শেষ সম্রাট : যজ্ঞশ্রী সাতকর্ণী
■ শ্রেষ্ঠ সম্রাট : গৌতমী পুত্র সাতকর্ণী
☞ পষ্যভূতি বংশ
■ প্রতিষ্ঠাতা : প্রভাকর বর্মন
■ শেষ সম্রাট : হর্ষবর্ধন
■ শ্রেষ্ঠ সম্রাট : হর্ষবর্ধন
☞ সেন বংশ
■ প্রতিষ্ঠাতা : বিজয় সেন / হেমন্ত সেন
■ শেষ সম্রাট : লক্ষণ সেন
■ শ্রেষ্ঠ সম্রাট : বিজয় সেন
☞ রাষ্ট্রকূট বংশ
■ প্রতিষ্ঠাতা : দান্তি দূর্গ
■ শেষ সম্রাট : চতুর্থ অমোঘ বর্ণ
■ শ্রেষ্ঠ সম্রাট : তৃতীয় কৃষ্ণ
☞ চোল বংশ
■ প্রতিষ্ঠাতা : কারিকল
■ শেষ সম্রাট : কুলতুংগ
■ শ্রেষ্ঠ সম্রাট : রাজেন্দ্র চোল
☞ খলজী বংশ
■ প্রতিষ্ঠাতা : জালাল উদ্দিন
■ শেষ সম্রাট : কুতুব উদ্দিন মোবারক খলজী
■ শ্রেষ্ঠ সম্রাট : আলাউদ্দিন খলজ
☞ সৈয়দ বংশ
■ প্রতিষ্ঠাতা : খিজির খাঁ
■ শেষ সম্রাট : আলাউদ্দিন আলম শাহ
■ শ্রেষ্ঠ সম্রাট : মোবারক শাহ
☞ মোঘল সাম্রাজ্য
■ প্রতিষ্ঠাতা : বাবর
■ শেষ সম্রাট : দ্বিতীয় বাহাদুর শাহ
■ শ্রেষ্ঠ সম্রাট : আকবর
☞ কষাণ বংশ
■ প্রতিষ্ঠাতা : কুজুল কদফিসেস
■ শেষ সম্রাট : বাসুদেব
■ শ্রেষ্ঠ সম্রাট : কণিষ্ক
☞ গপ্ত বংশ
■ প্রতিষ্ঠাতা : শ্রীগুপ্ত
■ শেষ সম্রাট : দ্বিতীয় জীবিত গুপ্ত
■ শ্রেষ্ঠ সম্রাট : সমুদ্রগুপ্ত
☞ পাল বংশ
■ প্রতিষ্ঠাতা : গোপাল
■ শেষ সম্রাট : মদন পাল
■ শ্রেষ্ঠ সম্রাট : দেব পাল
☞ চালুক্য বংশ
■ প্রতিষ্ঠাতা : প্রথম পুলকেশী
■ শেষ সম্রাট : দ্বিতীয় কীর্তি বর্মণ
■ শ্রেষ্ঠ সম্রাট : দ্বিতীয় পুলকেশী
☞ পল্লব বংশ
■ প্রতিষ্ঠাতা : শিবস্কন্দ বর্মণ
■ শেষ সম্রাট : পরাজিত বর্মণ
■ শ্রেষ্ঠ সম্রাট : নরসিংহ বর্মণ
☞ দাস বংশ
■ প্রতিষ্ঠাতা : কুতুবউদ্দিন আইবক
■ শেষ সম্রাট : কায়ুমার্স / কায়কোবাদ
■ শ্রেষ্ঠ সম্রাট : ইলতুৎমিস
☞ তঘলক বংশ
■ প্রতিষ্ঠাতা : গিয়াস উদ্দিন তুঘলক
■ শেষ সম্রাট : নাসিরুদ্দিন মামুদ
■ শ্রেষ্ঠ সম্রাট : মহম্মদ বিন তুঘলক
☞ লোদী বংশ
■ প্রতিষ্ঠাতা : বহলুল লোদী
■ শেষ সম্রাট : ইব্রাহীম লোদী
■ শ্রেষ্ঠ সম্রাট : ইব্রাহীম লোদী
☞ বাহমানী বংশ
■ প্রতিষ্ঠাতা : জাফর খান
■ শেষ সম্রাট : কালিম উল্লাহ শাহ
■ শ্রেষ্ঠ সম্রাট : মামুদ গাওয়ান
☞ কুষাণ বংশ
■ প্রতিষ্ঠাতা : কুজুল কদফিসেস
■ শেষ সম্রাট : বাসুদেব
■ শ্রেষ্ঠ সম্রাট : কণিষ্ক
☞ পুষ্যভূতি বংশ
■ প্রতিষ্ঠাতা : প্রভাকর বর্ধন
■ শেষ সম্রাট : হর্ষবর্ধন
■ শ্রেষ্ঠ সম্রাট : হর্ষবর্ধন
☞ বাহমনী বংশ
■ প্রতিষ্ঠাতা : আলাউদ্দিন বাহমন শাহ
■ শেষ সম্রাট : কালিম উল্লাহ শাহ
■ শ্রেষ্ঠ সম্রাট : মামুদ গাওয়ান
☞ মোগল সামাজ্য
■ প্রতিষ্ঠাতা : বাবর
■ শেষ সম্রাট : দ্বিতীয় বাহাদুর শাহ
■ শ্রেষ্ঠ সম্রাট : আকবর
PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা || শ্রেষ্ঠ সম্রাট || শেষ সম্রাট
File Format: PDF
No. of Pages: 02
File Size: 173 KB
No comments:
Post a Comment