মাধ্যমিক পাশে রাজ্যে স্টিল অথরিটি অব ইন্ডিয়াতে কর্মী নিয়োগ
স্নেহের ছাত্র ছাত্রী >>>
তোমাদের জন্য আমরা আজকে নিয়ে হাজির হয়েছি, মাধ্যমিক পাশে রাজ্যে স্টিল অথরিটি অব ইন্ডিয়াতে কর্মী নিয়োগর বিজ্ঞপ্তিটি নিয়ে। আমরা আজকে এই বিজ্ঞপ্তিটির শিক্ষাগত যোগ্যতা, বেতন, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি, বয়স ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য গুলি নিয়ে।
তাই তোমরা নীচে দেওয়া এই বিজ্ঞপ্তিটির গুরুত্বপূর্ণ তথ্য গুলি সম্পর্কে মনোযোগ সহকারে পড়ে নাও এবং উল্লেখিত সময়ের মধ্যে আবেদন করে দাও।
পদের নাম ➢ Operator/ Attendant Technician Trainee
মোট শূন্যপদ ➢ ১৩৩ টি
যে সমস্থ বিভাগে নিয়োগ করা হবে ➢
- Operator-cum-Technician - Mechanical, Electrical, Metallurgy, Instrumention, Chemical, Civil, Boiler Operation, Ceramic.
- Attendant-cum-Technician - Electrician, Fitter, Turner, Welder, Boiler Operation, Heavy vehicle Driver.
শিক্ষাগত যোগ্যতা ➢
- Operator-cum-Technician পদ গুলির ক্ষেত্রে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা করা থাকতে হবে।
- Attendant-cum-Technician পদ গুলির ক্ষেত্রে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করে থাকতে হবে।
বয়সসীমা ➢ ১০ই জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। আবার কেবল মাত্র Boiler Operation পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন ➢
- Operator-cum-Technician - ১৬,১০০ টাকা থেকে ১৮,৩০০ টাকা।
- Attendant-cum-Technician - ১২,৯০০ টাকা থেকে ১৫,০০০ টাকা।
আবেদন শুরু ➜ ২০শে ডিসেম্বর ২০২২
আবেদন শেষ ➜ ১০ই জানুয়ারি ২০২৩
আবেদন পদ্ধতি ➢ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগ পদ্ধতি ➢ প্রার্থীদের কম্পিউটার বেসেড টেস্ট, স্কিল টেস্ট ট্রেড টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন মুল্য ➢
Operator-cum-Technician পদে UR/ OBC/ EWS প্রার্থীদের জন্য ৫০০ টাকা।
Operator-cum-Technician পদে SC/ ST/ PWD/ ESM প্রার্থীদের জন্য ১৫০ টাকা।
Attendant-cum-Technician পদে UR/ OBC/ EWS প্রার্থীদের জন্য ৩০০ টাকা।
Attendant-cum-Technician পদে SC/ ST/ PWD/ ESM প্রার্থীদের জন্য ১০০ টাকা।
গুরুত্বপূর্ণ লিংক ➢
Official | Link |
---|---|
অফিশিয়াল নোটিফিকেশন | Download Now |
আবেদন করার লিংক | Click Here |
No comments:
Post a Comment