ভারতীয় ডাক বিভাগে এইট পাশে গ্রুপ-সি পদে কর্মী নিয়োগ
ডিয়ার চাকরী প্রার্থী .......
তোমাদের জন্য আজকে নিয়ে হাজির হয়েছি, ভারতীয় ডাক বিভাগে এইট পাশে গ্রুপ- সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিটি নিয়ে। আমরা নীচে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন তোমাদের জন্য শেয়ার করছি, যে প্রতিবেদনটিতে উক্ত পদে আবেদন করারা জন্য সম্পূর্ণ তথ্য গুলি খুব সুন্দর ভাবে তুলে ধরছি।
তাই তোমরা যারা আবাদন করার জন্য ইচ্ছা হচ্ছে তোমরা অবশ্যই নীচের তথ্য গুলি ভালোভাবে দেখে নিয়ে আবেদন করা শুরু করে দাও উল্লেখিত সময় এর মধ্যে।
পদের নাম ➢ Skilled Artisans
মোট শূন্যপদ ➢ ৭ টি
শিক্ষাগত যোগ্যতা ➢
- অষ্টম শ্রেণী পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- M.V Mechanic পদের ক্ষেত্রে প্রার্থীর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বয়সসীমা ➢ ০১/০৭/২০২২ তারিখের মধ্যে প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন ➢ ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা
আবেদন শুরু ➜ ৮ই ডিসেম্বর ২০২২
আবেদন শেষ ➜ ৯ই জানুয়ারি ২০২৩
আবেদন পদ্ধতি ➢ ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা ➢ The Senior Manager (JAG), Mail Motor Service, No.37, Greams Road, Chennai- 600006
নিয়োগ পদ্ধতি ➢ প্রার্থীদের স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ লিংক ➢
Official | Link |
---|---|
অফিশিয়াল নোটিফিকেশন | Download Now |
অফিশিয়াল সাইট | Click Here |
No comments:
Post a Comment