Breaking




Sunday, 14 September 2025

সার্কের বিভিন্ন সম্মেলন তালিকা PDF - নম্বর | স্থান | তারিখ | List of SAARC Summit

সার্কের বিভিন্ন সম্মেলন তালিকা PDF - নম্বর | স্থান | তারিখ | List of SAARC Summit

সার্কের বিভিন্ন সম্মেলন তালিকা
সার্কের বিভিন্ন সম্মেলন তালিকা
হ্যালো বন্ধুরা,
আজকে তোমাদের জন্য শেয়ার করছি বিভিন্ন সার্ক সম্মেলন তালিকা PDF এই পোস্টটি, যে তালিকাটির মধ্যে আমরা সার্কের সম্মেলন গুলির নম্বর, স্থান এবং তারিখ এই সকল তথ্য গুলি শেয়ার করছি এবং এর পাশাপাশি কিছু বেশিক প্রশ্ন উত্তর দেওয়া আছে যে গুলি তোমাদের অবশ্যই কাজে আসবে। 
 আমরা সকলেই জানি যে বিভিন্ন রকম চাকরির পরীক্ষা গুলির জন্য এই টপিকটি কতটা গুরুত্বপূর্ণ, তাই দেরি না করে অবিলম্বে নীচে দেওয়া তালিকা এবং প্রশ্ন উত্তর গুলি মনোযোগ সহকারে দেখে নাও আর অবশ্যই PDF-টি সংগ্রহ করে রেখা নাও- 

সার্কের বিভিন্ন সম্মেলন তালিকা

নং স্থান তারিখ
1st ঢাকা, বাংলাদেশ 7-8 ডিসেম্বর, 1985
2nd ব্যাঙ্গালোর, ভারত 16-17 নভেম্বর, 1986
3rd কাঠমান্ডু, নেপাল 2-4 নভেম্বর, 1987
4th ইসলামাবাদ, পাকিস্তান 29-31 ডিসেম্বর, 1988
5th মালে, মালদ্বীপ 21-23 নভেম্বর, 1990
6th কলম্বো, শ্রীলঙ্কা 21 ডিসেম্বর, 1991
7th ঢাকা, বাংলাদেশ 10-11 এপ্রিল, 1993
8th নিউ দিল্লী, ভারত 2-4 মে, 1995
9th মালে, মালদ্বীপ 12-14 মে, 1997
10th কলম্বো, শ্রীলঙ্কা 29-31 জুলাই, 1998
11th কাঠমান্ডু, নেপাল 4-6 জানুয়ারি, 2002
12th ইসলামাবাদ, পাকিস্তান 2-6 জানুয়ারি, 2004
13th ঢাকা, বাংলাদেশ 12-13 নভেম্বর, 2005
14th নিউ দিল্লী, ভারত 3-4 এপ্রিল, 2007
15th কলম্বো, শ্রীলঙ্কা 1-3 আগস্ট, 2008
16th থিম্পু, ভুটান 28-29 এপ্রিল, 2010
17th আদ্দু, মালদ্বীপ 10-11 নভেম্বর, 2011
18th কাঠমান্ডু, নেপাল 26-27 নভেম্বর, 2014
19th ইসলামাবাদ, পাকিস্তান (Postponed) 15-19 নভেম্বর 2016

সার্ক সম্মেলন সম্পর্কিত প্রশ্নোত্তর

প্রশ্নঃ সার্ক (SAARC) কবে ও কোথায় প্রতিষ্ঠিত হয়?
উঃ ৮ ডিসেম্বর ১৯৮৫ সালে, ঢাকায় (বাংলাদেশে)।

প্রশ্নঃ সার্ক-এর প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উঃ ঢাকায় (বাংলাদেশে) ১৯৮৫ সালে।

প্রশ্নঃ সার্ক সম্মেলন কত বছর অন্তর অনুষ্ঠিত হয়?
উঃ সাধারণত প্রতি দুই বছর অন্তর।

প্রশ্নঃ সার্ক-এর ২য় সম্মেলন কোথায় হয়েছিল?
উঃ বেঙ্গালুরু, ভারত (১৯৮৬)।

প্রশ্নঃ সার্ক-এর ৩য় সম্মেলন কোথায় হয়েছিল?
উঃ কাঠমাণ্ডু, নেপাল (১৯৮৭)।

প্রশ্নঃ সার্ক-এর ৪র্থ সম্মেলন কোথায় হয়েছিল?
উঃ ইসলামাবাদ, পাকিস্তান (১৯৮৮)।

প্রশ্নঃ সার্ক-এর ৫ম সম্মেলন কোথায় হয়েছিল?
উঃ মালে, মালদ্বীপ (১৯৯০)।

প্রশ্নঃ সার্ক-এর ৬ষ্ঠ সম্মেলন কোথায় হয়েছিল?
উঃ কলম্বো, শ্রীলঙ্কা (১৯৯১)।

প্রশ্নঃ সার্ক-এর ৭ম সম্মেলন কোথায় হয়েছিল?
উঃ ঢাকা, বাংলাদেশ (১৯৯৩)।

প্রশ্নঃ সার্ক-এর ৮ম সম্মেলন কোথায় হয়েছিল?
উঃ নয়া দিল্লি, ভারত (১৯৯৫)।

প্রশ্নঃ সার্ক-এর ৯ম সম্মেলন কোথায় হয়েছিল?
উঃ মালদ্বীপ (১৯৯৭)।

প্রশ্নঃ সার্ক-এর ১০ম সম্মেলন কোথায় হয়েছিল?
উঃ কলম্বো, শ্রীলঙ্কা (১৯৯৮)।

প্রশ্নঃ সার্ক-এর ১১তম সম্মেলন কোথায় হয়েছিল?
উঃ কাঠমাণ্ডু, নেপাল (২০০২)।

প্রশ্নঃ সার্ক-এর ১২তম সম্মেলন কোথায় হয়েছিল?
উঃ ইসলামাবাদ, পাকিস্তান (২০০৪)।

প্রশ্নঃ সার্ক-এর ১৩তম সম্মেলন কোথায় হয়েছিল?
উঃ ঢাকা, বাংলাদেশ (২০০৫)।

প্রশ্নঃ সার্ক-এর ১৪তম সম্মেলন কোথায় হয়েছিল?
উঃ নয়া দিল্লি, ভারত (২০০৭)।

প্রশ্নঃ সার্ক-এর ১৫তম সম্মেলন কোথায় হয়েছিল?
উঃ কলম্বো, শ্রীলঙ্কা (২০০৮)।

প্রশ্নঃ সার্ক-এর ১৬তম সম্মেলন কোথায় হয়েছিল?
উঃ থিম্পু, ভুটান (২০১০)।

প্রশ্নঃ সার্ক-এর ১৭তম সম্মেলন কোথায় হয়েছিল?
উঃ আদ্দু সিটি, মালদ্বীপ (২০১১)।

প্রশ্নঃ সার্ক-এর ১৮তম সম্মেলন কোথায় হয়েছিল?
উঃ কাঠমাণ্ডু, নেপাল (২০১৪)।

প্রশ্নঃ ১৮তম সার্ক সম্মেলনের থিম কী ছিল?
উঃ "Deeper Integration for Peace and Prosperity" ("শান্তি ও সমৃদ্ধির জন্য গভীর একীকরণ")।

প্রশ্নঃ ২০১৬ সালে ইসলামাবাদে নির্ধারিত সার্ক সম্মেলন কেন বাতিল হয়?
উঃ ভারতের উরি হামলার পর একাধিক দেশ (ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান) বয়কট করায়।

প্রশ্নঃ সার্ক-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উঃ কাঠমাণ্ডু, নেপাল।

প্রশ্নঃ সার্ক-এর বর্তমান সদস্য দেশ কয়টি?
উঃ ৮টি (ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান)।

প্রশ্নঃ আফগানিস্তান কোন সালে সার্ক-এর সদস্য হয়?
উঃ ২০০৭ সালে।

সার্কের বিভিন্ন সম্মেলন তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো

File Details ::

File Name: সার্কের বিভিন্ন সম্মেলন তালিকা

File Format:  PDF

No. of Pages:  04

File Size:  285 KB 



No comments:

Post a Comment